Tuesday, November 18, 2025

গম্ভীরের বাড়িতে জমজমাট নৈশভোজ, চমক দিয়ে হাজির কোচের প্রিয় পাত্র

Date:

দিল্লি টেস্ট শুরুর আগেই ভারতীয় শিবিরে হর্ষিত রানা ( Harshit Rana)! টেস্টের স্কোয়াডে তাঁর নাম নেই। কিন্তু ভারতীয় দলের বিশেষ নৈশভোজে ছিলেন রানা। কিন্তু গৌতম গম্ভীর (Gautam Ghambhir) আয়োজিত নৈশভোজে গিল-রাহুলদের সঙ্গে উপস্থিত ছিলেন  হর্ষিতও।  ভারতীয় দলের সদস্যরা আড্ডায় এবং খাওয়া দাওয়ায় মাতেন।

প্রাথমিকভাবে জানা গিয়েছিল গম্ভীরের বাড়িতে আয়োজিত বর্তমান টেস্ট দলের সদস্যরাই যাবেন। কিন্তু রানা দলে না থাকা সত্বেও ব্যক্তিগতভাবে গম্ভীরের বাড়িতে গিয়েছিলেন। বুধবার অনুশীলনের পর রাতে টিম বাসে করে ভারতীয় দলের সদস্যরা গম্ভীরের বাড়িতে গিয়েছিলেন , তবে সবাইকে চমকে দিলেন কোচ গম্ভীরের প্রিয় পাত্র।

কোচ গম্ভীরের বাড়িতে নৈশভোজে আচমকা হাজির হয়ে চমকে দেন হর্ষিত রানা, যিনি বর্তমানে টেস্ট দলের সদস্য নন। ভারতীয় দল আসার আগেই গম্ভীরের বাড়িতে পৌঁছন রানা। নিজেই দামী গাড়ি চালিয়ে গিয়েছিলেন তিনি। বিএমডাব্লিউ চালিয়ে গম্ভীরের  বাড়িতে আসেন রানা। মনে করা হচ্ছে দিল্লিতে থাকাতেই রানাও আমন্ত্রিত ছিলেন।  আবার অনেকের মতে গম্ভীরের প্রিয় পাত্র হওয়ার জন্যই দলে না থেকেও নৈশভোজে ছিলেন রানা।

আরও পড়ুন:রঞ্জিতে নেতৃত্বে ঈশ্বরণ, বাংলার হয়ে খেলবেন শামি-আকাশদীপ?

সদ্য এশিয়া কাপ জেতার পর আহমেদাবাদে প্রথম টেস্টে ভারত ইনিংস ও ১৪০ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে। প্রসঙ্গত, এই সিরিজের মধ্যে দিয়েই ভারতীয় ক্রিকেটে এক বড় পরিবর্তনের সূচনা হতে চলেছে। সম্প্রতি শুভমান গিলকে ওয়ানডে দলের নতুন অধিনায়ক ঘোষণা করা হয়েছে। রোহিত শর্মার পরিবর্তে গিল নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন।

 

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...
Exit mobile version