Tuesday, November 18, 2025

ইরাকে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর সফল উদ্যোগ অভিষেকের

Date:

বিদেশে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের (migrant worker) ঘরে ফেরানোর সফল উদ্যোগ ডায়মন্ড হারবারের সাংসদ এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisekh Banerjee)। তাঁর প্রচেষ্টাতেই ইরাকে আটকে পড়া পরিযায়ী শ্রমিকরা ফিরতে শুরু করেছেন। বুধবার, বাড়ি ফিরেছেন মফিজুল মণ্ডল। শনিবার আটকে পড়া আরও তিন পরিযায়ী শ্রমিক রওনা দেবেন বলে জানান মথুরাপুরের সাংসদ বাপি হালদার। অভিষেকের উদ্যোগেই এটা সম্ভব হয়েছে বলে জানান তিনি। তবে, কয়েকজনের পাসপোর্ট এবং ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নথি প্রস্তুত করতে সময় লাগছে। আরও পড়ুন: হুগলির জয়ন্তকে টয়লেট উপহার বিগ বি-র!

২ বছর আগে ইরাকের এক কারখানায় কাজের জন্য এজেন্সির মাধ্যমে গিয়েছিলেন দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের ১২ জন পরিযায়ী শ্রমিক। কিন্তু চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও শ্রমিকদের ছাড়ছিল না মালিকপক্ষ। অভিযোগ, মজুরি বন্ধ করে শ্রমিকদের আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন ইরাকের কারখানার মালিক। আট মাস ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না বাংলার শ্রমিকরা। সম্প্রতি তাঁদের ভিডিও ভাইরাল হয়। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দেশে ফেরার আর্জি জানান তাঁরা। খবর পেয়ে শ্রমিকদের দেশে ফেরাতে প্রয়োজনীয় যাবতীয় পদক্ষেপ নেন অভিষেক। মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার শ্রমিকদের ওই পরিবারের পাশে দাঁড়াতে নির্দেশ দেন ডায়মন্ড হারবারের সাংসদ। বৃহস্পতিবার, সাংসদ কার্যালয়ে ইরাকে আটকে থাকা শ্রমিকদের পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন বাপি হালদার। এই উদ্যোগের জন্য সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয়রা।

 

Related articles

কমল শীতের দাপট, কবে থেকে ফের নামবে তাপমাত্রা? জানুন বঙ্গের আবহাওয়া আপডেট

নভেম্বরের শুরু থেকেই মোটামুটি শীত উপভোগ করেছে বাংলা।কিন্ত চলতি সপ্তাহের শুরু থেকেই ফের  তাপমাত্রার পারদ কমার বদলে কিছুটা...

বাংলাদেশি – রোহিঙ্গা তকমা! ফের অসভ্যতা সেই গিরিরাজের

ফের বাংলাদেশি, রোহিঙ্গা তকমা বাংলার মানুষকে। মিথ্যা এবং কুৎসা চলছে বিজেপির পক্ষ থেকে এবং পরিকল্পনা করে। চ্যালেঞ্জ ছুঁড়ে...

লালবাজারে বড়সড় রদবদল, বদলি হলেন ২১ জন ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক

লালবাজারে পুলিশের ইন্সপেক্টর স্তরে বড় রদবদল। বৃহস্পতিবার ২১ জন আধিকারিককে বিভিন্ন থানায় বদলি করা হয়েছে বলে পুলিশ সূত্রে...

টুকলিবাজ বিজেপি! ‘মা’ ক্যান্টিন নকল করে দিল্লিতে চালু ‘অটল ক্যান্টিন’

টুকলি করতে করতে নির্লজ্জতার চরম সীমায় পৌঁছে গেল বিজেপি। কন্যাশ্রীর নকল হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারের নকল হয়েছে। এবার সরাসরি...
Exit mobile version