Tuesday, November 18, 2025

উৎপাদনের আগে সব ওষুধের পরীক্ষা বাধ্যতামূলক, রাজ্যগুলিকে নির্দেশ কেন্দ্রের

Date:

কাশির সিরাপ খেয়ে মধ্যপ্রদেশ ও রাজস্থানে শিশুমৃত্যুর ঘটনার পর (cough syrup case) এবার সব রাজ্যগুলিকে ওষুধের পরীক্ষা নিয়ে কড়া নির্দেশ দিল কেন্দ্র। তালিকার রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চলগুলিও। বুধবার দ্য ডিরেক্টরেট জেনারেলের অফ হেলথ সার্ভিস (The Directorate General of Health Service) বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে উৎপাদনের আগে সব ওষুধের পরীক্ষা নিশ্চিত করতে হবে। বাজারে ওষুধের (pharmaceutical products) ব্যাচ সরবরাহের আগে খতিয়ে দেখাও বাধ্যতামূলক।

গত কয়েকদিনে ‘কোল্ডরিফ’ খেয়ে মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা এবং রাজস্থানের সিকার এলাকায় পরপর শিশুমৃত্যুর ঘটনা ঘটেছে। আচমকা জ্বর থেকে কিডনি বিকল হয়ে এত মৃত্যুর ঘটনায় অবশেষে টনক নড়েছে কেন্দ্রের। ইতিমধ্যেই মধ্যপ্রদেশ-সহ বহু রাজ্যে নিষিদ্ধ করা হয়েছে ‘কোল্ডরিফ’ (Coldrif)। কেন্দ্রের অধীনস্থ হেলথ সার্ভিসের বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, অনুমোদিত এবং নির্ভরযোগ্য বিক্রেতাদের কাছ থেকেই তাদের কাঁচামাল কিনতে হবে। ওষুধ নির্মাণকারী সংস্থাগুলির উন্নত ভেন্ডার কোয়ালিফিকেশন সিস্টেম রয়েছে কিনা সেটাও নিশ্চিত করতে হবে। ওষুধ নির্মাণের ক্ষেত্রে নির্দিষ্ট গাইডলাইন না মানলে সেক্ষেত্রে সংশ্লিষ্ট কোম্পানির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হতে পারে।

 

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...
Exit mobile version