Saturday, November 15, 2025

দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের ঘটনায় আটক ছাত্রীর বন্ধু, রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের

Date:

Share post:

বন্ধুর সঙ্গে ফুচকা খেতে গিয়ে ধর্ষণের (Rape) শিকার দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজের পড়ুয়া! অভিযোগের আঙ্গুল সঙ্গী বন্ধুর দিকে। বৃহস্পতিবার রাতের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে। ওড়িশার জলেশ্বরের বাসিন্দা ওই ছাত্রী সন্ধে নাগাদ ক্যাম্পাসের বাইরে বেরিয়ে ছিলেন। ফেরার পথে আচমকা তাঁকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অসংলগ্নতার জেরে নির্যাতিতার সঙ্গী বন্ধুকে আটক করেছে দুর্গাপুর নিউটাউন থানার পুলিশ (Durgapur New Town Police)। গণধর্ষণ (gang rape) হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। আক্রান্ত ছাত্রী বর্ধমান মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। গোটা ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছে রাজ্য স্বাস্থ্য দফতর (Health Department)। আগামী ১২ ঘণ্টার মধ্যে বেসরকারি কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে রিপোর্ট তরফ করেছেন স্বাস্থ্য অধিকর্তা।

আরও পড়ুন: হাওড়া-বড়গাছিয়া রুটে ট্রেন অবরোধ, অফিস টাইমে ভোগান্তি 

বৃহস্পতিবার রাত সাড়ে আটটা নাগাদ এই ঘটনাটি ঘটেছে বলে অনুমান। ভিন রাজ্যের পড়ুয়ার সঙ্গে থাকা বন্ধু ধর্ষণের (rape) ঘটনার পর পালিয়ে যান বলে অভিযোগ। এতেই সন্দেহ বাড়ে পুলিশের। ক্যাম্পাস চত্বরে অনেকেই জানিয়েছেন যে ছাত্রী বাইরে বেরোতেই কয়েকজন নাকি তাঁকে ফলো করতে শুরু করে। ফলে এই ঘটনায় এক না একাধিক ব্যক্তি জড়িত তা খুঁজে বের করার চেষ্টা চলছে। নির্যাতিতার বয়ান রেকর্ড করা সম্ভব হয়েছে বলে জানা গেছে। ডাক্তারি পড়ুয়ার (medical student) পরিবারের তরফে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে অসহযোগিতা এবং বিষয়টি ধামাচাপা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। আক্রান্ত তরুণীর মায়ের অভিযোগ, তাঁর মেয়ে বাইরে খেতে যেতে চায়নি। জোর করে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল। ভিন রাজ্যের পড়ুয়ার ধর্ষণের ঘটনায় নিরাপত্তার দাবিতে শনিবার সকাল থেকে ক্যাম্পাসে বিক্ষোভ দেখাচ্ছেন ওই বেসরকারি মেডিক্যাল শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা।

spot_img

Related articles

বিহারের জয়ী ‘বাংলার ছেলে’! খুশি উত্তরপাড়ার ২৩ নম্বর ওয়ার্ড

বিহার বিধানসভা নির্বাচনের ফল গিয়েছে বিজেপি-নীতীশ জোটের পক্ষে। তা নিয়ে বঙ্গ রাজনীতিতেও বিপুল কাটাছেঁড়া চলছে। কিন্তু শুক্রবার নির্বাচনের...

বাগুইহাটি উড়ালপুলে উল্টে গেল সেনা বাস, অল্পের জন্য প্রাণরক্ষা ক্যাব চালকের

শহরের বুকে দুর্ঘটনার কবলে সেনা বাস। শনিবার সকালে রঘুনাথপুরের দিক থেকে কলকাতার দিকে যাওয়ার সময় বাগুইহাটি উড়ালপুলের (Baguiati...

চতুর্থ বিবাহবার্ষিকীতে কন্যা সন্তানের বাবা-মা রাজকুমার-পত্রলেখা, শুভেচ্ছা বলিউডের

শনিবারে সকালে এল সুখবর। বলিউডে রাজকন্যার আগমনের খবর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অভিনেতা রাজকুমার রাও (Rajkummar Rao) এবং...

ফের রবিবার বন্ধ বিদ্যাসাগর সেতু! কোন পথে যান চলাচল

রক্ষণাবেক্ষণের জন্য রবিবার আবার বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু (Vidyasagar Bridge)। বিকল্পপথে যান চলাচলের বিজ্ঞপ্তি দিল কলকাতা পুলিশ (Kolkata...