কলকাতা মেট্রোর সবথেকে ব্যস্ত শাখা ব্লু লাইনে যাত্রী দুর্ভোগ যেন কাটছেই না। নূন্যতম পরিষেবাটুকু দিতে যে রক্ষণাবেক্ষণের প্রয়োজন, তা যে মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ দিতে ব্যর্থ, তা ফের একবার প্রমাণিত শনিবার। সিগনাল বিভ্রাটে (signal failure) বেলায় বন্ধ হয়ে গেল দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো পরিষেবা (metro service)।

শনিবার বেলা বাড়লে দমদম (Dumdum) স্টেশনে সিগনাল বিভ্রাট দেখা যায়। এর ফলে দমদম থেকেই আপ ও ডাউন লাইনে মেট্রো পরিষেবা (metro service) বন্ধ হয়ে যায়। দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত বন্ধ রয়েছে পরিষেবা। যদিও কলকাতা মেট্রোর ঘোষণা সমস্যায় প্ল্যাটফর্ম না পৌঁছানো পর্যন্ত কোনও খবর পাচ্ছেন না যাত্রীরা।

আরও পড়ুন: হাওড়া-বড়গাছিয়া রুটে ট্রেন অবরোধ, অফিস টাইমে ভোগান্তি

যদিও শনিবারই প্রথম নয়। গত কয়েকদিন ধরেই সকালের দিকে সিগনাল সমস্যা দমদমে চলছেই। শুক্রবারও একদম সকালের পরিষেবার ক্ষেত্রে সিগনালের কারণে প্ল্য়াটফর্ম ছেড়ে ট্রেন বেরোনোর পরে আটকে যাওয়ার ঘটনা ঘটে। এরপরেও যে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ কতটা উদাসীন, তা শনিবার ফের প্রমাণিত।

–

–

–

–

–

–