Saturday, November 15, 2025

খেলা-মেলায় গেলে দলের পলিটিক্যাল সেন্স চলে যায়: সৌগতর মন্তব্যে অভিভাবক সুলভ পরামর্শ দেখছেন দেবাংশু

Date:

Share post:

“যদি কোনও একটা পার্টি খেলা-মেলায় চলে যায়, সেই পার্টির পলিটিক্যাল সেন্স চলে যায়। খেলা-মেলা করলে লোকে ওই নিয়ে মেতে থাকবে, পলিটিক্সটা (Politics) করবে না“। শুক্রবার, বরানগরে দলের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে তৃণমূল (TMC) সাংসদ সৌগত রায়ের (Sougata Ray) মন্তব্য নিয়ে এখন সরগরম রাজনীতি। অনুষ্ঠান মঞ্চে তাঁকে বলে শোনা যায়, “আমাদের মনে রাখতে হবে ৬ মাস পর নির্বাচন। জেতাটাই আমাদের একমাত্র লক্ষ্য, অন্যকিছু করবেন না“। এই প্রসঙ্গে  বিরোধীরা যতই খোঁচা দেওয়ার চেষ্টা করুক সৌগতের মন্তব্যকে মন্তব্যে অভিভাবক সুলভ পরামর্শ হিসেবেই দেখছেন তৃণমূলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য (Debanshu Bhattacharya)।

বরানগরে দলের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখতে উঠে সৌগত রায় বলেন, “যদি কোনও একটা পার্টি (Party) খেলা-মেলার মধ্যে চলে যায়, তবে তার পলিটিক্যাল সেন্স চলে যায়। আমাদের মনে রাখতে হবে ৬ মাস পরে নির্বাচন। জেতাটাই এখন আমাদের একমাত্র লক্ষ্য, অন্য কিছু এখন করবেন না। পলিটিক্স ভুলে গেলে চলবে না। যারা ক্ষমতায় আসা পার্টিতে আছেন তারা কি মনে রাখছেন এটা শহিদদের পার্টি? নাকি ভাবছেন, এর মধ্যে যা কামিয়ে নেওয়ার কামিয়ে নিই। এটা মূল বিষয় যে পার্টিটাকে একটা পবিত্র ব্যাপার হিসেবে দেখতে হবে।”
আরও খবর: বিশেষভাবে সক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ! গ্রেফতার অভিযুক্ত

এই মন্তব্য ঘিরে সরগরম বাংলার রাজনীতি। বামেরা সৌগতর মন্তব্যে বিজেপির সঙ্গে সখ্যতার অভিযোগ তুলেছে। আর বিজেপির কথায়, মাঝে মধ্যে ওনার বিবেক জাগ্রত হয়। তবে, এই সবের মোক্ষম জবাব দিয়েছেন দেবাংশু ভট্টাচার্য। তাঁর কথায়, কোন প্রেক্ষিতে সেই মন্তব্য দলের বর্ষীয়ান নেতা করেছেন সেটা জরুরি। এটা তো ঠিকই যে কোনও দলীয় নেতা-কর্মী যদি শুধুই অনুষ্ঠান নিয়ে মেতে থাকেন,তাহলে তিনি দলের সাংগঠনিক কাজ করবেন কখন! সৌগত রায় (Sougata Ray) অভিভাবকের মতোই পরামর্শ দিয়েছেন। আর বর্ষীয়ান সাংসদের অন্য দলে যাওয়ার প্রসঙ্গ উড়িয়ে দেবাংশুর বক্তব্য, অন্য দলে যাওয়ার হলে, নিজের দলকে কীভাবে জেতানো যায়, সেই নিয়ে বার্তা দিতেন না সৌগত। এগুলি বিরোধীর অপপ্রচার।

spot_img

Related articles

বাজেয়াপ্ত করা বিস্ফোরকেই বিস্ফোরণ! জম্মু ও কাশ্মীরের নওগাম থানায় আহত অন্তত ৮

দিল্লি বিস্ফোরণের প্রেক্ষিতে দিল্লি পুলিশের পাশাপাশি, হরিয়ানা পুলিশ ও জম্মু ও কাশ্মীর পুলিশ (Jammu and Kashmir police) লাগাতার...

জনজাতীয় গৌরব দিবস: বীরসা মুন্ডার জন্মদিনে শ্রদ্ধা ও আদিবাসী ঐতিহ্য উদযাপন

সি পি রাধাকৃষ্ণণ, ভারতের উপ-রাষ্ট্রপতি আজ আদিবাসী আন্দোলনের অন্যতম নেতা বীরসা মুন্ডার (Birsa Munda) জন্মদিবস। এই দিনটিকে জনজাতীয় গৌরব...

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...