খেলা-মেলায় গেলে দলের পলিটিক্যাল সেন্স চলে যায়: সৌগতর মন্তব্যে অভিভাবক সুলভ পরামর্শ দেখছেন দেবাংশু

Date:

Share post:

“যদি কোনও একটা পার্টি খেলা-মেলায় চলে যায়, সেই পার্টির পলিটিক্যাল সেন্স চলে যায়। খেলা-মেলা করলে লোকে ওই নিয়ে মেতে থাকবে, পলিটিক্সটা (Politics) করবে না“। শুক্রবার, বরানগরে দলের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে তৃণমূল (TMC) সাংসদ সৌগত রায়ের (Sougata Ray) মন্তব্য নিয়ে এখন সরগরম রাজনীতি। অনুষ্ঠান মঞ্চে তাঁকে বলে শোনা যায়, “আমাদের মনে রাখতে হবে ৬ মাস পর নির্বাচন। জেতাটাই আমাদের একমাত্র লক্ষ্য, অন্যকিছু করবেন না“। এই প্রসঙ্গে  বিরোধীরা যতই খোঁচা দেওয়ার চেষ্টা করুক সৌগতের মন্তব্যকে মন্তব্যে অভিভাবক সুলভ পরামর্শ হিসেবেই দেখছেন তৃণমূলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য (Debanshu Bhattacharya)।

বরানগরে দলের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখতে উঠে সৌগত রায় বলেন, “যদি কোনও একটা পার্টি (Party) খেলা-মেলার মধ্যে চলে যায়, তবে তার পলিটিক্যাল সেন্স চলে যায়। আমাদের মনে রাখতে হবে ৬ মাস পরে নির্বাচন। জেতাটাই এখন আমাদের একমাত্র লক্ষ্য, অন্য কিছু এখন করবেন না। পলিটিক্স ভুলে গেলে চলবে না। যারা ক্ষমতায় আসা পার্টিতে আছেন তারা কি মনে রাখছেন এটা শহিদদের পার্টি? নাকি ভাবছেন, এর মধ্যে যা কামিয়ে নেওয়ার কামিয়ে নিই। এটা মূল বিষয় যে পার্টিটাকে একটা পবিত্র ব্যাপার হিসেবে দেখতে হবে।”
আরও খবর: বিশেষভাবে সক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ! গ্রেফতার অভিযুক্ত

এই মন্তব্য ঘিরে সরগরম বাংলার রাজনীতি। বামেরা সৌগতর মন্তব্যে বিজেপির সঙ্গে সখ্যতার অভিযোগ তুলেছে। আর বিজেপির কথায়, মাঝে মধ্যে ওনার বিবেক জাগ্রত হয়। তবে, এই সবের মোক্ষম জবাব দিয়েছেন দেবাংশু ভট্টাচার্য। তাঁর কথায়, কোন প্রেক্ষিতে সেই মন্তব্য দলের বর্ষীয়ান নেতা করেছেন সেটা জরুরি। এটা তো ঠিকই যে কোনও দলীয় নেতা-কর্মী যদি শুধুই অনুষ্ঠান নিয়ে মেতে থাকেন,তাহলে তিনি দলের সাংগঠনিক কাজ করবেন কখন! সৌগত রায় (Sougata Ray) অভিভাবকের মতোই পরামর্শ দিয়েছেন। আর বর্ষীয়ান সাংসদের অন্য দলে যাওয়ার প্রসঙ্গ উড়িয়ে দেবাংশুর বক্তব্য, অন্য দলে যাওয়ার হলে, নিজের দলকে কীভাবে জেতানো যায়, সেই নিয়ে বার্তা দিতেন না সৌগত। এগুলি বিরোধীর অপপ্রচার।

spot_img

Related articles

সাংবাদিক বৈঠকে মহিলা প্রবেশ নিষেধাজ্ঞা: চাপে পড়ে সাফাই আফগান মন্ত্রীর

ভারতের (India) মাটিতে আয়োজিত সাংবাদিক বৈঠকে একজনও মহিলা সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়নি। এই নিয়ে বিতর্ক তুঙ্গে। এর জেরে...

অপারেশন ব্লু-স্টারের ভুলে শুধু ইন্দিরা গান্ধী দায়ী নন: চিদাম্বরমের বক্তব্যে বিতর্ক

খালিস্তানি জঙ্গিদের দমন করতে ১৯৮৪ সালে যে অপারেশন ব্লুস্টার সংঘটিত করেছিল তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন ভারত সরকার,...

আরসিবির সঙ্গে চুক্তিতে অনীহা, আইপিএল থেকেও অবসর নেবেন কোহলি!

টেস্ট, টি২০ আন্তজার্তিক থেকে অবসর নিয়েছেন। ওডিআইতে অস্ট্রেলিয়াই শেষ সফর কিনা বিরাটের(Virat Kohli) তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।...

ভারতের জয় শুধু সময়ের অপেক্ষা, রাহুলের কর্মকাণ্ডে তীব্র বিভ্রান্তি

দিল্লি টেস্টে হার বাঁচানোর লড়াই ওয়েস্ট ইন্ডিজের সামনে। তৃতীয় দিনের শুরু থেকেই  ভারতীয় বোলারদের আক্রমণে নাজেহাল ক্যারিবিয়ানরা। ইনিংস...