Monday, November 17, 2025

জল জীবন মিশন নিয়ে বিজেপির মিথ্যাচার ফাঁস করল তৃণমূল! কেন্দ্রের খরচ বকেয়া অভিযোগ রাজ্যের

Date:

মিথ্যাচার, কুৎসা আর অপপ্রচার—এই তিন অস্ত্র নিয়েই রাজনীতির ময়দানে নেমেছে বিজেপি। এমনটাই অভিযোগ তৃণমূল কংগ্রেসের। জল জীবন মিশন প্রকল্পে অর্থ বরাদ্দ নিয়ে বিজেপির “ভুয়ো প্রচার”র পাল্টা দিয়ে তথ্য-খতিয়ান তুলে ধরেছে তৃণমূল।

বিজেপি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দাবি করেছিল, কেন্দ্র টাকা দিয়েছে, কিন্তু তৃণমূল সেই টাকা “খেয়ে ফেলেছে।” এই অভিযোগকেই ‘ফাঁপা ও মিথ্যা’ বলে পাল্টা জবাব দিয়েছে শাসক দল। তৃণমূলের তরফে জানানো হয়েছে, জল জীবন মিশন প্রকল্পে রাজ্য ও কেন্দ্র মিলিয়ে প্রায় ৫৮,০০০ কোটি টাকার কাজ অনুমোদন করা হয়েছে, যার মাধ্যমে ১.৭৫ কোটি গ্রামীণ পরিবারে পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারিত।

তৃণমূলের দাবি, এই প্রকল্পে রাজ্য সরকার ৫০ শতাংশ খরচ বহন করছে। শুধু তাই নয়, জমি, রক্ষণাবেক্ষণ, তদারকি এবং অন্যান্য খরচও রাজ্য সরকারের তরফে দেওয়া হচ্ছে। কিন্তু ২০২৪ সালের অগাস্ট মাস থেকে এখন পর্যন্ত কেন্দ্রীয় সরকার সম্পূর্ণভাবে কোনও অর্থই ছাড়েনি।

২০২৪–২৫ অর্থবর্ষে মোট বরাদ্দ ১০,১০০ কোটি টাকা হলেও, কেন্দ্রীয় সরকারের অংশ ৫,০৫০ কোটি টাকার মধ্যে বাস্তবে দেওয়া হয়েছে মাত্র ২,৫২৫ কোটি টাকা—অর্থাৎ অর্ধেক। ঘাটতি এখনও ২,৫২৫ কোটি টাকা। অন্যদিকে, রাজ্য সরকার ৪,৫৫৭ কোটি টাকার পরিবর্তে দিয়েছে ৪,৯২৬ কোটি টাকা—কেন্দ্রের তুলনায় ২,৪০১ কোটি টাকা বেশি। তৃণমূলের অভিযোগ, ২০২৫–২৬ অর্থবর্ষে কেন্দ্র এখনও পর্যন্ত একটি টাকাও দেয়নি। ফলে প্রকল্পের গতি ব্যাহত হচ্ছে কেন্দ্রীয় উদাসীনতায়।রাজ্যের বক্তব্য, বিজেপি যদি ব্যর্থতার কথা বলতে চায়, তাহলে আগে নিজের রেকর্ডটা দেখুক। অসম্পূর্ণ প্রতিশ্রুতি, বকেয়া তহবিল আটকে রাখা, আর বাংলার প্রতি আর্থিক প্রতিহিংসার রাজনীতি—এই সবই আসল চিত্র। তৃণমূলের দাবি, বিজেপির “নকল ক্ষোভ” আসলে ধোঁয়াশা তৈরি করে মানুষের দৃষ্টি ঘোরানোর কৌশল ছাড়া কিছু নয়।

আরও পড়ুন – কলকাতার বেসরকারি কম্পানিতেই যাত্রা শুরু ‘বাংলার জামাই’ এর, জন্মদিনে বিশেষ মুহূর্ত 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

দিল্লি বিস্ফোরণে গাড়ি ভর্তি ছিল IED! দিল্লিতেই লুকিয়ে ছিল উমরের সহযোগী

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার আত্মঘাতী জঙ্গি উমরের সহযোগী আমির রশিদ আলি। আশ্চর্যজনকভাবে সেই আমির দিল্লিতে লুকিয়ে থাকলেও প্রায়...

বাংলায় ঢালাও সুবিধা, সেই সব দাবিতে ডবল ইঞ্জিন অসমে পথে চাবাগান শ্রমিকরা

প্রতিবেশী রাজ্যে ঢালাও সুবিধা। জীবনযাপনের মান থেকে পরিবারের নিরাপত্তায় একের পর এক দায়িত্ব পালন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

শুট অ্যাট সাইট নির্দেশ ইউনূস প্রশাসনের! হাসিনার রায় বেরোনোর আগে উত্তপ্ত ঢাকা

বাংলাদেশের জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীদের উপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Shiekh Hasina)। সেই অভিযোগের বিচার...

আরজেডি শিবিরে অশান্তি অব্যাহত, শহর ছাড়লেন লালুর চার কন্যা

নির্বাচনে হারের পর থেকে সময়টা কিছুতেই ভালো কাটছে না আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব ও তাঁর দল আরজেডির...
Exit mobile version