Tuesday, November 18, 2025

জল জীবন মিশন নিয়ে বিজেপির মিথ্যাচার ফাঁস করল তৃণমূল! কেন্দ্রের খরচ বকেয়া অভিযোগ রাজ্যের

Date:

মিথ্যাচার, কুৎসা আর অপপ্রচার—এই তিন অস্ত্র নিয়েই রাজনীতির ময়দানে নেমেছে বিজেপি। এমনটাই অভিযোগ তৃণমূল কংগ্রেসের। জল জীবন মিশন প্রকল্পে অর্থ বরাদ্দ নিয়ে বিজেপির “ভুয়ো প্রচার”র পাল্টা দিয়ে তথ্য-খতিয়ান তুলে ধরেছে তৃণমূল।

বিজেপি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দাবি করেছিল, কেন্দ্র টাকা দিয়েছে, কিন্তু তৃণমূল সেই টাকা “খেয়ে ফেলেছে।” এই অভিযোগকেই ‘ফাঁপা ও মিথ্যা’ বলে পাল্টা জবাব দিয়েছে শাসক দল। তৃণমূলের তরফে জানানো হয়েছে, জল জীবন মিশন প্রকল্পে রাজ্য ও কেন্দ্র মিলিয়ে প্রায় ৫৮,০০০ কোটি টাকার কাজ অনুমোদন করা হয়েছে, যার মাধ্যমে ১.৭৫ কোটি গ্রামীণ পরিবারে পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারিত।

তৃণমূলের দাবি, এই প্রকল্পে রাজ্য সরকার ৫০ শতাংশ খরচ বহন করছে। শুধু তাই নয়, জমি, রক্ষণাবেক্ষণ, তদারকি এবং অন্যান্য খরচও রাজ্য সরকারের তরফে দেওয়া হচ্ছে। কিন্তু ২০২৪ সালের অগাস্ট মাস থেকে এখন পর্যন্ত কেন্দ্রীয় সরকার সম্পূর্ণভাবে কোনও অর্থই ছাড়েনি।

২০২৪–২৫ অর্থবর্ষে মোট বরাদ্দ ১০,১০০ কোটি টাকা হলেও, কেন্দ্রীয় সরকারের অংশ ৫,০৫০ কোটি টাকার মধ্যে বাস্তবে দেওয়া হয়েছে মাত্র ২,৫২৫ কোটি টাকা—অর্থাৎ অর্ধেক। ঘাটতি এখনও ২,৫২৫ কোটি টাকা। অন্যদিকে, রাজ্য সরকার ৪,৫৫৭ কোটি টাকার পরিবর্তে দিয়েছে ৪,৯২৬ কোটি টাকা—কেন্দ্রের তুলনায় ২,৪০১ কোটি টাকা বেশি। তৃণমূলের অভিযোগ, ২০২৫–২৬ অর্থবর্ষে কেন্দ্র এখনও পর্যন্ত একটি টাকাও দেয়নি। ফলে প্রকল্পের গতি ব্যাহত হচ্ছে কেন্দ্রীয় উদাসীনতায়।রাজ্যের বক্তব্য, বিজেপি যদি ব্যর্থতার কথা বলতে চায়, তাহলে আগে নিজের রেকর্ডটা দেখুক। অসম্পূর্ণ প্রতিশ্রুতি, বকেয়া তহবিল আটকে রাখা, আর বাংলার প্রতি আর্থিক প্রতিহিংসার রাজনীতি—এই সবই আসল চিত্র। তৃণমূলের দাবি, বিজেপির “নকল ক্ষোভ” আসলে ধোঁয়াশা তৈরি করে মানুষের দৃষ্টি ঘোরানোর কৌশল ছাড়া কিছু নয়।

আরও পড়ুন – কলকাতার বেসরকারি কম্পানিতেই যাত্রা শুরু ‘বাংলার জামাই’ এর, জন্মদিনে বিশেষ মুহূর্ত 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...
Exit mobile version