নন্দীগ্রামে তপশিলি-নাবালকের উপর নির্যাতন! কাঠগড়ায় বিজেপি, তীব্র নিন্দা তৃণমূলের

Date:

Share post:

তপশিলি সম্প্রদায়ের নাবালকের উপর অত্যাচার। কাঠগড়ায় বিজেপির (BJP)। ঘটনার সাক্ষী নন্দীগ্রাম (Nandigram)। এর মধ্যে প্রকাশ্যে আদি এবং নব্য বিজেপির দুই গোষ্ঠীর মুখোমুখি সংঘর্ষ। এর তীব্র নিন্দা করেছে তৃণমূল (TMC)।

শুক্রবার গোকুলনগর অঞ্চলে মহেশনপুর বাজারে বিজেপির পূর্ব নির্ধারিত একটি কর্মসূচি। সেই কর্মসূচি রূপায়ণ করতে গিয়ে আদি এবং নব্য বিজেপির দুই গোষ্ঠী তাঁদের মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। তাঁদের মুখোমুখি সংঘর্ষ এবং গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয় তপশিলি জাতিভুক্ত এক নাবালক মাইক চালক যার উপরে বিজেপির এক গোষ্ঠীর নেতা-কর্মী-সমর্থকরা হিংস্র নেকরের মতো ঝাপিয়ে পড়ে এবং তাকে বেধড়ক মারধর করে।

নন্দীগ্রামে এক তপশিলি সম্প্রদায়ের নাবালকের উপর বিজেপির পাশবিক, নারকীয় অত্যাচার এবং শারীরিক নির্যাতন। তৃণমূল এই ঘটনার তীব্র নিন্দা করছে। বিজেপি (BJP) এমন একটি সাম্প্রদায়িক দল- যারা একদিকে উগ্র হিন্দুত্ববাদের কথা বলে, অপরদিকে যারা পিছিয়ে পড়া সম্প্রদায় তপশিলি জাতি তপশিলি উপজাতি, দলিত সম্প্রদায়, এদের ঘৃণা করে অবজ্ঞা করে, এঁদেরকে মানুষ বলে মনে করে না।
আরও খবরমোদি সরকারের আত্মসমর্পণ! ভারতে মহিলা সাংবাদিকদের উপর ‘তালিবানি শাসনে’ বিতর্ক

নন্দীগ্রাম ১নং ব্লকের তৃণমূল সভাপতি বাপ্পাদিত্য গর্গ এই ঘটনার নিন্দা করে বলেন, “এটাই হচ্ছে বিজেপির সংস্কৃতি। যে দলের নেতা শুভেন্দু অধিকারী আদিবাসী সম্প্রদায়ের এক মহিলা তথা রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদাকে জুতোর নীচে পিষে দেওয়ার কথা বলেন সেই দলের নেতা কর্মীরা যে তপশিলি জাতিভুক্ত এক নাবালক মাইক চালককে হেনস্থা-মারধর করবে এটাই স্বাভাবিক। আমরা এর বিরুদ্ধে সোচ্চার হচ্ছি। ওই মাইক চালকের পরিবারের পাশে থেকে সমস্ত আইনি সহযোগিতা করতে তৃণমূল কংগ্রেস বদ্ধ পরিকর।”

spot_img

Related articles

ব্যাটারদের উজ্বল পারফরম্যান্সের দিনে হতশ্রী বোলাররা, অজিদের কাছে হার ভারতের

মহিলাদের একদিনের বিশ্বকাপে (ICC Women World Cup) অস্ট্রেলিয়ার(Australia) কাছে হার ভারতের(India)। দক্ষিণ আফ্রিকার পর এবার অজিদের বিরুদ্ধেও হারতে...

রেকর্ড তৃণমূলের! একদিনে ১০০ বিজয়া সমিলনী!

একদিকে উত্তরের বন্যা ও দুর্যোগবিধ্বস্ত এলাকায় ত্রাণ বিলি। অন্যদিকে, রাজ্যজুড়ে ব্লকে-ব্লকে বিজয়া সম্মিলনী কর্মসূচি পালন। ৫ অক্টোবর থেকে...

রবিবার সন্ধ্যায় ফের মেট্রো বিভ্রাট, চূড়ান্ত ভোগান্তিতে যাত্রীরা

রবিবার ছুটির সন্ধ্যায় ফের বিভ্রাট কলকাতা মেট্রোয়। মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) স্টেশনের কাছে একটি রেকে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।...

উত্তরে দুর্যোগ, প্রশাসনের কাজের প্রশংসায় মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গের বিপর্যয়ে সুপারহিরোর ভূমিকা নিয়েছে প্রশাসন। পুলিশ থেকে শুরু করে প্রশাসনের কর্তাব্যক্তিরা ঝাঁপিয়ে পড়েছেন উদ্ধারকার্যে। মুখ্যমন্ত্রীর পরদিনই ছুটে...