Monday, December 8, 2025

নন্দীগ্রামে তপশিলি-নাবালকের উপর নির্যাতন! কাঠগড়ায় বিজেপি, তীব্র নিন্দা তৃণমূলের

Date:

Share post:

তপশিলি সম্প্রদায়ের নাবালকের উপর অত্যাচার। কাঠগড়ায় বিজেপির (BJP)। ঘটনার সাক্ষী নন্দীগ্রাম (Nandigram)। এর মধ্যে প্রকাশ্যে আদি এবং নব্য বিজেপির দুই গোষ্ঠীর মুখোমুখি সংঘর্ষ। এর তীব্র নিন্দা করেছে তৃণমূল (TMC)।

শুক্রবার গোকুলনগর অঞ্চলে মহেশনপুর বাজারে বিজেপির পূর্ব নির্ধারিত একটি কর্মসূচি। সেই কর্মসূচি রূপায়ণ করতে গিয়ে আদি এবং নব্য বিজেপির দুই গোষ্ঠী তাঁদের মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। তাঁদের মুখোমুখি সংঘর্ষ এবং গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয় তপশিলি জাতিভুক্ত এক নাবালক মাইক চালক যার উপরে বিজেপির এক গোষ্ঠীর নেতা-কর্মী-সমর্থকরা হিংস্র নেকরের মতো ঝাপিয়ে পড়ে এবং তাকে বেধড়ক মারধর করে।

নন্দীগ্রামে এক তপশিলি সম্প্রদায়ের নাবালকের উপর বিজেপির পাশবিক, নারকীয় অত্যাচার এবং শারীরিক নির্যাতন। তৃণমূল এই ঘটনার তীব্র নিন্দা করছে। বিজেপি (BJP) এমন একটি সাম্প্রদায়িক দল- যারা একদিকে উগ্র হিন্দুত্ববাদের কথা বলে, অপরদিকে যারা পিছিয়ে পড়া সম্প্রদায় তপশিলি জাতি তপশিলি উপজাতি, দলিত সম্প্রদায়, এদের ঘৃণা করে অবজ্ঞা করে, এঁদেরকে মানুষ বলে মনে করে না।
আরও খবরমোদি সরকারের আত্মসমর্পণ! ভারতে মহিলা সাংবাদিকদের উপর ‘তালিবানি শাসনে’ বিতর্ক

নন্দীগ্রাম ১নং ব্লকের তৃণমূল সভাপতি বাপ্পাদিত্য গর্গ এই ঘটনার নিন্দা করে বলেন, “এটাই হচ্ছে বিজেপির সংস্কৃতি। যে দলের নেতা শুভেন্দু অধিকারী আদিবাসী সম্প্রদায়ের এক মহিলা তথা রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদাকে জুতোর নীচে পিষে দেওয়ার কথা বলেন সেই দলের নেতা কর্মীরা যে তপশিলি জাতিভুক্ত এক নাবালক মাইক চালককে হেনস্থা-মারধর করবে এটাই স্বাভাবিক। আমরা এর বিরুদ্ধে সোচ্চার হচ্ছি। ওই মাইক চালকের পরিবারের পাশে থেকে সমস্ত আইনি সহযোগিতা করতে তৃণমূল কংগ্রেস বদ্ধ পরিকর।”

spot_img

Related articles

শুরু ২৫তম নাট্যমেলা, উদ্বোধনে মন্ত্রী ইন্দ্রনীল – অরূপ – ব্রাত্য

রবিবার সন্ধ্যায় কলকাতার রবীন্দ্রসদনে পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির উদ্যোগে শুরু হলো ২৫তম নাট্যমেলা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের তিন...

প্রয়াত চলচ্চিত্রের যুগান্তরের সাক্ষী কল্যাণ চট্টোপাধ্যায়, শোকের ছায়া টলিউডে

প্রয়াত বাংলা চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরে একাধিক রোগে আক্রান্ত ছিলেন তিনি। রবিবার রাতে হাসপাতালেই প্রয়াত...

জৌলুসহীন সুপার কাপের ফাইনাল, ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়েও দিশাহীন কল্যাণ

রবিবার গোয়াতে সুপার কাপের (Super Cup) ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও এফসি গোয়া।  সুপার কাপ (Super Cup)...

ট্রফি জয়ের স্বপ্নভঙ্গ ইস্টবেঙ্গলের, সুপার কাপ চ্যাম্পিয়ন এফসি গোয়া

সুপার কাপে(Super Cup) চ্যাম্পিয়ন এফসি গোয়া(FC Goa)। ফাইনালে ইস্টবেঙ্গেলর (East bengal)  বিরুদ্ধে নাটকীয়ভাবে টাইব্রেকারে ৬-৫ ফলে জয়ী গোয়া।...