মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) বক্তব্যকে বিকৃত করে এক শ্রেণির মিডিয়া এবং বিরোধী দল অপপ্রচার শুরু। রবিবার উত্তরবঙ্গ যাওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের (Press Conference) উত্তর দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী। দুর্গাপুরের ঘটনা প্রসঙ্গে জানতে চাইলে মুখ্যমন্ত্রী সে প্রশ্নেরও জবাব দেন। আর সে নিয়েই কুৎসাকারীদের বক্তব্য, তিনি নাকি মেয়েদের রাতে বেরতে বারণ করেছেন। সম্পূর্ণ বিকৃত করে মুখ্যমন্ত্রীর বক্তব্য পেশ করা হচ্ছে রাজনৈতিক দলের প্ররোচনায়। মুখ্যমন্ত্রী আসলে কী বলেছেন? মুখ্যমন্ত্রী বলেছেন, এটি একটি নিন্দনীয় ও জঘন্যতম ঘটনা। চরম শাস্তি হওয়া উচিত। পুলিশ তদন্ত করছে। যে কেউ তার ইচ্ছেমতো জায়গায় যখন ইচ্ছে যেতে পারে। এ নিয়ে বলার কিছু নেই। কিন্তু মেয়েটি ডাক্তারি পড়ুয়া এবং হস্টেলে থাকে। ফলে রাত ১২.৩০টায় হস্টেল থেকে বেরল কেন? হস্টেলের নিরাপত্তাকর্মীরা কেন অনুমতি দিলেন ওই রাতে বেরতে? বেসরকারি কলেজগুলির এ ব্যাপারে নজর দেওয়া উচিত। কারণ, এলাকাটি জঙ্গল এলাকা। এবং সব জায়গায় পুলিশ থাকা সম্ভব নয়। ফলে প্রাথমিক দায়িত্ব ছিল ওই বেসরকারি কলেজের। তারা সেই দায়িত্ব পালন করেনি। ঘটনার পরেই পুলিশ ব্যবস্থা নিয়েছে। তিন অভিযুক্ত গ্রেফতার হয়েছে। দোষীরা কেউ রেহাই পাবে না।
–
–
–
–
–
–
–
–
