Friday, November 14, 2025

‘আপত্তি’ রেখেই পাশ ফেডারেশনের সংবিধান, সুর চড়ালেন প্রফুল-সুব্রতরা

Date:

বিশেষ কার্যকরী কমিটির বৈঠকের পরে সুপ্রিম কোর্টের নির্দেশমত নতুন সংশোধিত সংবিধানকে মান্যতা দিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন(AIFF)। তবে একাধিক বিষয় নিয়ে উত্তপ্ত হল ফেডারেশনের বিশেষ সাধারণ সভা(SGM)।

সুপ্রিম কোর্টের নির্দেশ মতো, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন তার নতুন সংবিধান গৃহীত করেছে, কিন্তু সংবিধানের দুইটি বিতর্কিত ধারা বাদ রেখে। একই সঙ্গে আইএফএ(IFA), ওয়েস্টার্ন ইন্ডিয়া ফুটবল সংস্থা, মিজোরাম ও দিল্লি ফুটবল অ্যাসোসিয়েশন নির্ধারিত কিছু ধারা নিয়ে নোট অব ডিসেন্ট  রেজিস্টার করেছে।

আগামী ৩১ অক্টোবরের মধ্যে নতুন সংবিধান পাশ করাতে হবে, না হলে  ফিফার নির্বাসনের মুখে পড়তে হবে। এই পরিস্থিতিতে দ্রুত নয়া সংবিধান পাশ করাতে উদ্যোগী হয় ফেডারেশন। রবিবারের বিশেষ সাধারণ সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন সভাপতি প্রফু্ল প্যাটেল,  প্রাক্তন সভাপতি সুব্রত দত্ত। ফলে কিছুটা কঠিন পরিস্থিতির মুখে পড়তে হয় কল্যাণদের। রাজ্য সংস্থাগুলির স্বার্থরক্ষায় জোরালো সওয়াল করেন প্রফুল প্যাটেল সুব্রত দত্তরা। তবে আপাতত স্বস্তি কল্যাণদের। তবে ফেডারেশনে কল্যাণের ক্ষমতা যে নিরঙ্কুশ নেই সেটা প্রমাণিত হল বিশেষ সাধারণ সভাতে।

দিল্লি থেকে বিশ্ব বাংলা সংবাদকে ফোনে সুব্রত দত্ত বলেন, “আমরা বলেছিলাম ৩১  অক্টোবর পর্যন্ত আমাদের হাতে সময় আছে। ফলে কয়েকটি  পয়েন্টে যখন আপত্তি  আছে সেগুলো পাশ করার জন্যও আবার নতুন করে এজিএম ডাকতে হবে। আমাদের পুরো সংবিধানই মানতে হবে । কয়েকটা পয়েন্ট মানব আর কিছু মানব না সেটা হয় না। মিজোরাম, দিল্লি ফুটবল সংস্থার মতোই আমি ও প্রফুল প্যাটেল রাজ্য সংস্থার হয়ে কথা বলেছি।”

আরও পড়ুন:ইনভেস্টর জট কাটাতে ভরসা মমতাই, মুখ্যমন্ত্রীর দুয়ারে মহমেডান কর্তারা

আগামী বছর ফেডারেশনের নির্বাচন। ফলে প্রফুল প্যাটেল, সুব্রত দত্তদের জোটবদ্ধ সওয়াল নতুন সমীকরণ ইঙ্গিত দিচ্ছে।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version