Tuesday, November 11, 2025

ইনভেস্টর জট কাটাতে ভরসা মমতাই, মুখ্যমন্ত্রীর দুয়ারে মহমেডান কর্তারা

Date:

আইএসএলের আগে ইস্টভেস্টর সমস্যা সমাধানে  আরও একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banarjee) কাছে আবেদন  মহামেডান ক্লাবের(Mohamedan Club)।  সচিব ইশতিয়াক আহমেদ রাজু, ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস, কার্যকরী কমিটির দুই কর্তা বেলাল আহমেদ খান, মহম্মদ রুস্তম এই চারজন মুখ্যমন্ত্রী কালীঘাটের বাড়িতে গিয়ে চিঠি দিয়ে এলেন।

গত মরশুমে আইসএল খেলার সুযোগ পেয়েছিল মহমেডান। কিন্ত ভালো পারফরম্যান্স করতে পারেনি সাদা কালো শিবির। তার উপর ইনভেস্টরের সঙ্গে শেয়ার বন্টন নিয়ে সমস্যা শুরু হয়েছে। নতুন মরশুমের শুরু থেকেই দাবি মতো শেয়ার না পেয়ে ইনভেস্টররা হাত গুটিয়ে নিয়েছে। ফলে আর্থিক সংকেট পড়েছে শতাব্দী প্রাচীন ক্লাব।  এই পরিস্থিতিতে সমস্যা সমাধানে আরও একবার মমতার দ্বারস্থ  হলেন মহমেডান কর্তরা।

রবিবার মহমেডানের কর্তারা মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে যান কিন্তু উত্তরবঙ্গ সফরের ব্যস্ততার জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হয়নি মহমেডান কর্তাদের। তারা মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে গিয়ে চিঠি দিয়ে আসেন। তাদের আশা মুখ্যমন্ত্রী উদ্যোগ নিলেই জট কাটবে।

ক্লাবের সচিব রাজু আহমেদ বিশ্ব বাংলা সংবাদকে ফোনে জানিয়েছেন, “আমরা বিষয়টি মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরতে চেয়েছি।  এর আগেও আবেদন করেছিলাম  আরও একবার তাঁর সামনে তুলে ধরলাম। আইএসএল শুরুর আগে অনেক সমস্যা আছে সেটা মেটাতে হবে। তার জন্য ইনভেস্টরদের সময় দিতে হবে। এর আগে কলকাতা লিগে আমরা নিজেরা দল গঠন করেছিলাম সুপার কাপে নিজেরা টাকা খরচ করে দল পাঠা্চ্ছি। কিন্তু আইএসএল খেলতে ইনভেস্টর প্রয়োজন।”

এর আগে মহমেডানকে আইএসএলে খেলানোর ক্ষেত্রে সক্রিয় ভূমিকা নেন মমতা। এবারও জট কাটাতে তাঁর হস্তক্ষেপের আবেদন করেছেন কর্তারা। এবার ঘরোয়া লিগে খুবই খারাপ পরিস্থিতির সামনে পড়তে হয়েছিল মহামেডানকে। অবনমনের আশঙ্কা থেকে বেড়িয়ে এসেছে একেবারে শেষ মুহূর্তে। দলের ওপর রেজিস্ট্রেশন ব্যান চলছে। ইনভেস্টর চলে যাওয়ার পর এখনও পর্যন্ত নতুন ইনভেস্টরের নাম ঘোষণা করতে পারেনি সাদা-কালো কর্তারা।

 

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version