Sunday, November 9, 2025

উত্তরবঙ্গে রওনা মুখ্যমন্ত্রীর: আলিপুরদুয়ার থেকে দার্জিলিং, ঘুরে দেখবেন বিপর্যস্ত এলাকা

Date:

উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি-ধসে বিপর্যয়ে প্রাথমিকভাবে প্রশাসনিক পর্যবেক্ষণ সেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে প্রাথমিকভাবে বিপর্যয়ের হিসাব ও পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়ে ফিরে এসেছিলেন তিনি। তবে পরিস্থিতি সেখানে বর্তমানে ক্রমশ স্বাভাবিক হচ্ছে। দ্রুত সেখানে যোগাযোগের সব পথ খুলে দেওয়া ও সাধারণ মানুষের হাতে যাতে পরিষেবা পৌঁছে দেওয়া যায়, তার জন্য ফের জেলায় জেলায় রিভিউ বৈঠক (review meeting) করতে নিজেই যাচ্ছেন মুখ্যমন্ত্রী (Chief Minister)। সোমবার তাঁর উত্তরবঙ্গে যাওয়ার কথা থাকলেও রবিবারই তিনি রওনা দেন। রবিবার থেকেই তাঁর বৈঠক শুরু। আলিপুরদুয়ার (Alipurduar), জলপাইগুড়ি (Jalpaiguri) হয়ে দার্জিলিং (Darjeeling) জেলাতেও যাবেন তিনি। শুক্রবার তিনি কলকাতা ফিরবেন।

রবিবার আলিপুরদুয়ার থেকেই বিপর্যস্ত এলাকার সফর শুরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee)। রবিবারই আলিপুরদুয়ারের হাসিমারায় (Hasimara) প্রশাসনিক রিভিউ বৈঠক করবেন তিনি। আধিকারিকদের থেকে ক্ষয়ক্ষতি ও পুণর্গঠনের হিসাব নেবেন। সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দেবেন তিনি। রাতে হাসিমারাতেই থাকবেন মুখ্যমন্ত্রী।

সেখান থেকে মঙ্গলবার সকালে তিনি পৌঁছবেন ক্ষতিগ্রস্ত নাগরাকাটায় (Nagrakata)। সম্প্রতি দুর্যোগের পরে নাগরাকাটা এলাকায় গিয়ে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়েছিলেন বিজেপির সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ। ক্ষতিগ্রস্ত এলাকায় তাঁদের হাতে মানুষের জন্য কোনও ত্রাণ পর্যন্ত ছিল না। এবার সেই নাগরাকাটায় মানুষের সমস্যার কথা শুনবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি আরও ক্ষতিগ্রস্ত এলাকাও পরিদর্শন করবেন তিনি।

আরও পড়ুন: বিপর্যস্ত এলাকায় মেয়াদ বাড়ল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’-এর: ৯০ শতাংশ কাজ শেষ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

দার্জিলিংয়ের সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা মিরিক (Mirik)। বুধবার মিরিকের বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। পরিদর্শন করবেন মিরিকের যে এলাকা বৃষ্টি ও ধসে ক্ষতিগ্রস্ত, সেই সব এলাকা। এরপর একদিন দার্জিলিংয়েই থাকবেন মুখ্যমন্ত্রী। সেখানে বসেই তিনি দার্জিলিং ও কালিম্পং জেলার পরিস্থিতি নিয়ে রিভিউ বৈঠক করবেন। শুক্রবার কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী। ঐদিন তিনি কলকাতায় কালীপুজোর উদ্বোধন করবেন।

Related articles

‘ভূত বিড়াল’ কি শুধুই কল্পনার কাহিনী? বাস্তবে কোথায় দেখা গেল চাঁদনি রাতের বিড়াল

কালো নয়। ডোরা কাটাও নয়। বন বিড়াল। তবে সাদা। দেখা যায় শুধুই চাঁদনি রাতে। মানুষের থেকে ভূতের সঙ্গেই...

ইডেনে ব্যাটিংয়ে জোর দিতে চান গম্ভীর! ভাবনায় দুই কিপার

চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। ইডেনের প্রথম ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশ কেমন...

SIR আতঙ্কে সন্তানকে নিয়ে বিষ খেলেন মা! পরিবারের পাশে তৃণমূল

নির্বাচন কমিশনের ভোটার তালিকায় নাম রয়েছে, না নেই। রাজ্যজুড়ে সাধারণ মানুষের মধ্যে সেই আতঙ্ক ক্রমশ স্পষ্ট। বিহারের উদাহরণ...

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...
Exit mobile version