বন্যায় ভাঙা সেতুর পাশে বাঁশের সাঁকো, দ্রুত তৎপর প্রশাসন ধূপগুড়িতে

Date:

Share post:

উত্তরবঙ্গের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ধূপগুড়ি মহকুমার গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের কুল্লাপাড়া ও কুর্শামারি এলাকা। প্রবল জলের তোড়ে রেললাইন সংলগ্ন গুরুত্বপূর্ণ সেতুটি ভেঙে পড়ায় দুটি গ্রাম কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে ত্রাণ ও উদ্ধারকার্যে দেখা দেয় বড় ধরনের সমস্যা। দুর্গত এলাকাগুলিতে পৌঁছতে প্রশাসনের কর্মীদের ঘুরপথে কয়েক কিলোমিটার পেরোতে হচ্ছে।

তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দ্রুত ব্যবস্থা নেয় স্থানীয় প্রশাসন। ভাঙা সেতুর পাশে অস্থায়ীভাবে বাঁশের সাঁকো তৈরি করা হয়েছে, যাতে অন্তত প্রয়োজনীয় যাতায়াত ও ত্রাণ বিতরণ অব্যাহত রাখা যায়।

ধূপগুড়ির বিধায়ক অধ্যাপক নির্মল চন্দ্র রায় জানান, “এই দুর্যোগেও প্রশাসন এক মুহূর্ত সময় নষ্ট না করে কাজ শুরু করেছে। ভাঙা সেতুর জায়গায় বাঁশের সাঁকো তৈরি করা হয়েছে, যাতে কেউ বিচ্ছিন্ন না থাকে। খুব শীঘ্রই স্থায়ী সেতু নির্মাণের কাজও শুরু হবে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনগুলিও দুর্গত এলাকায় ত্রাণসামগ্রী পৌঁছে দিচ্ছে। ধূপগুড়ির বাসিন্দারা জানিয়েছেন, এমন দুর্যোগেও প্রশাসনের দ্রুত পদক্ষেপ তাঁদের মধ্যে আশার আলো জ্বালিয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করে রাজ্য সরকারকে পাঠানো হচ্ছে। খুব শীঘ্রই ক্ষতিগ্রস্ত সেতু ও রাস্তাগুলির মেরামতির কাজ শুরু হবে।

আরও পড়ুন – বিয়েবাড়ি যাওয়ার পথে উল্টে গেল বাস, দুর্ঘটনায় ১০ জন আহত

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

হস্টেল থেকে মদ বিক্রি? উত্তপ্ত বর্ধমান মেডিক্যাল কলেজ, অভিযোগ গেল স্বাস্থ্যভবনে

সোশ্যালের অনুষ্ঠানে কলেজের হস্টেল থেকে মদ বিক্রির অভিযোগ ঘিরে সোমবার দুপুরে ব্যাপক উত্তেজনা বর্ধমান মেডিক্যাল কলেজে। ঘটনায় দুই...

‘‘তুমি একা নও’’, সন্তানহারা মায়ের কাঁধে হাত রেখে সান্ত্বনা মুখ্যমন্ত্রীর

আর্থিকা দত্ত, জলপাইগুড়িউত্তরের বন্যায় যখন ঘরবাড়ির সঙ্গে ভেসে গিয়েছিল অসংখ্য মানুষের হাসি, তখনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন তাঁদের...

বিজয়া সম্মিলনীতে অভিষেককে ঘিরে নেতা-কর্মীদের আবেগ-উচ্ছ্বাস, ফের ‘সেবাশ্রয়ে’র সিদ্ধান্ত ডায়মন্ড হারবারের সাংসদের

ছিল ডায়মন্ড হারবারের বিজয়া সম্মিলনী। কিন্তু দিনের শেষে সেটি হয়ে গেল কার্যত সারা জেলার বিজয়া সম্মিলনী। প্রিয়নেতা ডায়মন্ড...

নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ, জালে বিজেপি নেতা

নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে বেলঘরিয়ায় ধৃত বিজেপি (BJP) নেতা। তার বিরুদ্ধে পকসো (PACSO) আইনে মামলা দায়ের করে তদন্ত শুরু...