বৃষ্টি আর ধসে বিধ্বস্ত উত্তর। কোজাগরী লক্ষ্মীপুজোর দিনই সেখানে দুর্গত এলাকায় যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ফের রবিবার উত্তরবঙ্গ যান রাজ্যের প্রশাসনিক প্রধান। সোমবার নাগরাকাটায় (Nagrakata) দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। একটি প্রাথমিক স্কুলকে (School) মাধ্যমিক করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

নাগরাকাটায় বিপর্যস্ত এলাকায় এখনও পুনর্নির্মাণের কাজ সম্পূর্ণ হয়নি। অনেক রাস্তাতেই যান চলাচল হচ্ছে না। এদিন হেঁটেই পুনর্গঠনের কাজ দেখেন মুখ্যমন্ত্রী। স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন। নিজে হাতে তুলে দেন ত্রাণ (Relief)। দ্রুত মেরামতির আশ্বাস দেন। সেখানেই উপস্থিত স্থানীয় পড়ুয়ারা রাজ্যের প্রশাসনিক প্রধানকে হাতের কাছে পেয়ে নিজেদের অসুবিধার কথা জানায়। বলে, তাদের অঞ্চলে কোনও মাধ্যমিক স্কুল (School) নেই। যেটি আছে, সেটি জঙ্গল পেরিয়ে যেতে হয়। এই কথা শুনেই সমস্যার সমাধানের আশ্বাস দেন মমতা।
আরও খবর: ভুটানের জলেই ভেসেছে উত্তর, ওরাও ক্ষতিপূরণ দিক: ফের রিভার কমিশনের দাবিতে সরব মুখ্যমন্ত্রী

পরে প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বসে মুখ্যমন্ত্রী জানান, ওরা জানিয়েছে ওদের কোনও সেকেন্ডারি স্কুল নেই। যেটা আছে সেটি জঙ্গলের বাইরে। বন পেরিয়ে যেতে ওরা ভয় পায়। সেই কারণে আমি ফিরে গিয়ে শিক্ষামন্ত্রীকে বলব, এলাকায় যে প্রাইমারি স্কুলটি আছে, সেটিকেই সেকেন্ডারি স্কুলে উন্নীত করে দেওয়ার ব্যবস্থা করতে। মুখ্যমন্ত্রীর এই নির্দেশ শুনেই খুশির হাওয়া এলাকার পড়ুয়াদের মধ্যে।

–

–

–

–

–

–

–