Monday, November 17, 2025

১০০ দিনের কাজ বন্ধ! কেন্দ্রের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ রাজ্যের

Date:

কলকাতা হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও পশ্চিমবঙ্গে এখনও শুরু হয়নি ১০০ দিনের কাজ প্রকল্প। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক রাজ্যের বিপুল পরিমাণ বকেয়া অর্থ আটকে রেখেছে বলে অভিযোগ। সেই নিয়েই সোমবার সুপ্রিম কোর্টে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুললেন রাজ্যের পক্ষের আইনজীবী কপিল সিবাল।

বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চে রাজ্যের তরফে কপিল সিবাল জানান, হাইকোর্টের নির্দেশ অমান্য করেছে কেন্দ্র। একই সুরে সহ-আইনজীবী মুরলীধর অভিযোগ করেন, “কেন্দ্রীয় সরকার স্পষ্টতই আদালত অবমাননা করেছে এবং এখন কোনওভাবে তা এড়ানোর চেষ্টা করছে।”

রাজ্যের আর এক আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যও কেন্দ্রকে কাঠগড়ায় তুলে বলেন, “মনরেগার আওতাধীন শ্রমিকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাদের ন্যায্য মজুরি ও জীবিকা বন্ধ হয়ে গিয়েছে। খেটে খাওয়া মানুষজন সম্পূর্ণভাবে বঞ্চিত।”

দীর্ঘদিন ধরে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ১০০ দিনের কাজ নিয়ে দ্বন্দ্ব চলছে। কেন্দ্রের দাবি, প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠেছে, তাই টাকা আটকে রাখা হয়েছে। অপরদিকে, রাজ্যের অভিযোগ—রাজনৈতিক কারণে কেন্দ্র টাকা দিচ্ছে না।

সোমবারের শুনানিতে দুই বিচারপতি জানান, দীপাবলির ছুটির পর, আগামী ২৭ অক্টোবর মামলার পরবর্তী শুনানি হবে। উল্লেখ্য, গত ১ আগস্ট কলকাতা হাইকোর্ট কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছিল রাজ্যে ১০০ দিনের কাজ পুনরায় শুরু করতে। সেই নির্দেশকেই চ্যালেঞ্জ জানিয়ে কেন্দ্র সুপ্রিম কোর্টে মামলা করে। এখন আদালতের রায়ের দিকেই তাকিয়ে রাজ্যের লক্ষ লক্ষ মনরেগা শ্রমিক।

আরও পড়ুন – নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ, জালে বিজেপি নেতা

_

 

_

 

_

 

_

 

_

Related articles

সময়সীমা ২৬ নভেম্বর! বিশেষ নিবিড় সংশোধনীতে তৎপর নির্বাচন দফতর

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় রাজ্যের প্রতিটি ভোটারের এনিউমারেশন ফর্ম সংগ্রহ ও তার ডিজিটাইজেশনের কাজ ২৬ নভেম্বরের...

বৃদ্ধ বাবার খেয়াল রাখেন না যুবরাজও! মৃত্যুর অপেক্ষায় যোগরাজ

বর্তমানে বয়সকালে বৃদ্ধ মা-বাবাকে দেখভাল না করার অভিযোগ নতুন নয়, এই নিয়ে অনেক মামলা হয় হাইকোর্ট বা সুপ্রিম...

ঢাকা হাসিনাকে ফেরত চাইতেই বার্তা দিল নয়াদিল্লি

ফাঁসির সাজা ঘোষণার পরেই বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনাকে (Sheikh Hasina) ফেরানোর তোড়জোড় শুরু বাংলাদেশের কার্যনির্বাহী সরকারের। আর...

ছেলেমানুষি করছেন রাজ্যপাল! রাজভবনে খানাতল্লাশিকে ‘নাটক’ বলে তীব্র কটাক্ষ কল্যাণের

তাঁরই অভিযোগের প্রেক্ষিতে রাজভবনে ঘটা করে তল্লাশি অভিযান করালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Ananda Bose)। আর...
Exit mobile version