দুই ম্যাচে হার, কোন অঙ্কে সেমিফাইনালে যেতে পারবে হরমনপ্রীতরা?

Date:

Share post:

একদিনের বিশ্বকাপে(ICC Women World Cup) পর পর দুই ম্যাচে হার ভারতের(India)। প্রথম দুই ম্যাচে জয় দিয়েই বিশ্বকাপের সূচনা করেছিল ভারত। কিন্তু দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে কিছুটা চাপে হরমনপ্রীত কৌরের দল। ভারতের সেমিফাইনালের সমীকরণ কেমন? তুলে ধরা হল এই প্রতিবেদনে।

অস্ট্রেলিয়া সাত পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। চার ম্যাচে চার পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে ভারত। নেট রান রেটও পজিটিভেই রয়েছে ভারতের। এই পরিস্থিতিতে নকআউট নিশ্চিত করতে বাকি থাকা দুই ম্যাচ জিততে হবে হরমনপ্রীত-স্মৃতিদের।

মহিলাদের বিশ্বকাপ মোট ৮টি দল নিয়ে হচ্ছে। এর মধ্যে শীর্ষ চার দল সেমিফাইনালে কোয়ালিফাই করবে। অস্ট্রেলিয়া (৪ ম্যাচে ৭ পয়েন্ট) ও ইংল্যান্ড (৩ ম্যাচে ৬ পয়েন্ট) শীর্ষ দুই স্থানে নিজেদের জায়গা ধরে রেখেছে।
আগামী রবিবার বিশ্বকাপে এখনও পর্যন্ত অপরাজিত থাকা ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে উইমেন ইন ব্লু।

তারপর প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এই দুই ম্যাচে জিতলে আট পয়েন্ট পাবে ভারত। ভারত টানা দুই ম্যাচে হেরে যাওয়ায় তিন বা চার নম্বরে জায়গা করে নিতে পারবে কি না, সেটাই বড় প্রশ্ন।ভারতকে সেমিফাইনালে জায়গা করে নিতে হলে বাকি ম্যাচগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনও ম্যাচ হারা চলবে না।

আরও পড়ুন: ব্যাটারদের উজ্বল পারফরম্যান্সের দিনে হতশ্রী বোলাররা, অজিদের কাছে হার ভারতের

এদিকে, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল এখনও পর্যন্ত ৩ ম্যাচ খেলেছে। এরমধ্যে দুটিতে জিতেছে একটিতে হেরেছে প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার কাছেও রয়েছে ৪ পয়েন্ট। কিন্তু, নেট রানরেট মাইনাস থাকার কারণে তারা চতুর্থ স্থানে দাঁড়িয়ে রয়েছে।তালিকায় সবার নীচে পাকিস্তান।

 

spot_img

Related articles

সৃজনশীল ধ্বংসে স্থিতিশীলর গবেষণাকে স্বীকৃতি, নোবেল তিন অর্থনীতিবিদকে

মানব ইতিহাসে বেশিরভাগ সময়ে অর্থনৈতিক (Economists) স্থবিরতা স্বাভাবিক বলেই ধরে নেওয়া হয়েছিল। কিন্তু গত দুই শতাব্দী ধরে বিশ্বজুড়ে...

কারুরে পদপিষ্টের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ শীর্ষ আদালতের

তামিলাগা ভেত্তরি কাজ়হাগাম (TVK) চিফ বিজয়ের সভায় গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল ৪১ জনের। সেই ঘটনায় আহত হন...

বাংলা বিজেপিতে শুভেন্দুকে বাড়তি গুরুত্ব! এবার Z+ নিরাপত্তা

বাংলার বিজেপিতে (Bengal BJP) শুভেন্দু অধিকারিকে (Shuvendu Adhikari) বাড়তি গুরুত্ব। বিধানসভা নির্বাচনের আগে সেই কারনে জেড প্লাস নিরাপত্তা...

বনাঞ্চল দিয়ে হাইস্কুলে যেতে ভয়! নাগরাকাটায় বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর

বৃষ্টি আর ধসে বিধ্বস্ত উত্তর। কোজাগরী লক্ষ্মীপুজোর দিনই সেখানে দুর্গত এলাকায় যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ফের...