Monday, December 8, 2025

দুই ম্যাচে হার, কোন অঙ্কে সেমিফাইনালে যেতে পারবে হরমনপ্রীতরা?

Date:

Share post:

একদিনের বিশ্বকাপে(ICC Women World Cup) পর পর দুই ম্যাচে হার ভারতের(India)। প্রথম দুই ম্যাচে জয় দিয়েই বিশ্বকাপের সূচনা করেছিল ভারত। কিন্তু দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে কিছুটা চাপে হরমনপ্রীত কৌরের দল। ভারতের সেমিফাইনালের সমীকরণ কেমন? তুলে ধরা হল এই প্রতিবেদনে।

অস্ট্রেলিয়া সাত পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। চার ম্যাচে চার পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে ভারত। নেট রান রেটও পজিটিভেই রয়েছে ভারতের। এই পরিস্থিতিতে নকআউট নিশ্চিত করতে বাকি থাকা দুই ম্যাচ জিততে হবে হরমনপ্রীত-স্মৃতিদের।

মহিলাদের বিশ্বকাপ মোট ৮টি দল নিয়ে হচ্ছে। এর মধ্যে শীর্ষ চার দল সেমিফাইনালে কোয়ালিফাই করবে। অস্ট্রেলিয়া (৪ ম্যাচে ৭ পয়েন্ট) ও ইংল্যান্ড (৩ ম্যাচে ৬ পয়েন্ট) শীর্ষ দুই স্থানে নিজেদের জায়গা ধরে রেখেছে।
আগামী রবিবার বিশ্বকাপে এখনও পর্যন্ত অপরাজিত থাকা ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে উইমেন ইন ব্লু।

তারপর প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এই দুই ম্যাচে জিতলে আট পয়েন্ট পাবে ভারত। ভারত টানা দুই ম্যাচে হেরে যাওয়ায় তিন বা চার নম্বরে জায়গা করে নিতে পারবে কি না, সেটাই বড় প্রশ্ন।ভারতকে সেমিফাইনালে জায়গা করে নিতে হলে বাকি ম্যাচগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনও ম্যাচ হারা চলবে না।

আরও পড়ুন: ব্যাটারদের উজ্বল পারফরম্যান্সের দিনে হতশ্রী বোলাররা, অজিদের কাছে হার ভারতের

এদিকে, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল এখনও পর্যন্ত ৩ ম্যাচ খেলেছে। এরমধ্যে দুটিতে জিতেছে একটিতে হেরেছে প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার কাছেও রয়েছে ৪ পয়েন্ট। কিন্তু, নেট রানরেট মাইনাস থাকার কারণে তারা চতুর্থ স্থানে দাঁড়িয়ে রয়েছে।তালিকায় সবার নীচে পাকিস্তান।

 

spot_img

Related articles

‘বন্দেমাতরম’ আলোচনার আগেই কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সংসদে প্রতিবাদ, সরব তৃণমূল

শীতকালীন অধিবেশনে সংসদের ভিতরে-বাইরে, লোকসভা-রাজ্যসভায় মোদি সরকারকে চাপে রেখেছে তৃণমূল কংগ্রেসTMC)। এসআইআর, বাংলা-বাঙালির উপর অত্যাচার, মনরেগা-সহ নানা ইস্যুতে...

টিম ইন্ডিয়ার শিবিরে ফিরলেন গিল, কটকে প্রত্যাবর্তনের অপেক্ষায় পাণ্ডিয়াও

কলকাতায় চোট পেযেছিলেন, অবশেষে কটকে প্রত্যাবর্তন হচ্ছেন শুভমান গিলের(Subhaman gill)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের পাশাপাশি একদিনের সিরিজেও...

সপ্তাহের শুরুতেই কমল তামমাত্রা, উত্তরের পাশাপাশি দক্ষিণেও বাড়বে শীতের দাপট?

ডিসেম্বরের শুরু থেকেই তাপমাত্রার পারদ নামছে। ফলে শীত অনুভূত হচ্ছে ভালো মতোই। সপ্তাহের শুরুতেই নামল তাপমাত্রার পারদ। এদিন...

বাতিল ৩৫০ বিমান, ইন্ডিগো দুর্ভোগ সপ্তাহের প্রথম দিনও অব্যাহত

সপ্তাহের প্রথম দিনেও বিমান দুর্ভোগ অব্যাহত। ইন্ডিগোর(IndiGo flights)জটিলতার জেরে গত কয়েকদিন ধরেই সারা দেশ জুড়ে যাত্রীদের অপরিসীম দুর্ভোগ...