Monday, November 17, 2025

বিজয়া সম্মিলনীতে অভিষেককে ঘিরে নেতা-কর্মীদের আবেগ-উচ্ছ্বাস, ফের ‘সেবাশ্রয়ে’র সিদ্ধান্ত ডায়মন্ড হারবারের সাংসদের

Date:

Share post:

ছিল ডায়মন্ড হারবারের বিজয়া সম্মিলনী। কিন্তু দিনের শেষে সেটি হয়ে গেল কার্যত সারা জেলার বিজয়া সম্মিলনী। প্রিয়নেতা ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ঘিরে আবেগ-উচ্ছ্বাসে ভাসলেন দলের নেতা-কর্মী-সমর্থকরা। তাঁকে বিজয়রা শুভেচ্ছা জানাতে দফায় দফায় হাজির হন তৃণমূলের (TMC) নেতা-কর্মীরা। রাস্তার দুধারে জনস্রোত। আগামী ডিসেম্বর মাস থেকে ফের ‘সেবাশ্রয়’ ক্যাম্প শুরু করতে চলেছেন- স্থানীয় নেতৃত্বকে জানান অভিষেক।

বিজয়া সম্মিলনীর (Bijaya Sammeloni) অনুষ্ঠানকে কেন্দ্র করে সোমবার দুপুর থেকেই আমতলার তৃণমূলের দলীয় কার্যালয়ে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সবক’টি বিধানসভার সর্বস্তরের নেতা-নেত্রী-কর্মীরা উপস্থিত হন। নির্দিষ্ট সূচি মেনে বিকেল ৪টে নাগাদ যখন আমতলায় অভিষেক পৌঁছন তখন রাস্তার দু’পাশে কাতারে কাতারে ভিড় করেছেন দলীয় কর্মী-সমর্থকরা। সকলের হাতে পতাকা-পোস্টার-ব্যানার। প্রিয় নেতাকে স্বাগত জানাতে দুপুর থেকেই ভিড় জমিয়েছিলেন তাঁরা। গাড়ি থেকে নেমে অভিষেকও সকলের অভিবাদন গ্রহণ করেন। পাল্টা অভিবাদন ফিরিয়ে দেন। হাত নেড়ে শুভেচ্ছা জানান সকলকে। 

এরপর ভিতরে সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। কুশল সংবাদ নেন। সেইসঙ্গে এদিন অভিষেক তাঁর লোকসভা কেন্দ্রের নেতৃত্বকে জানিয়েছেন, আগামী ডিসেম্বর (December) মাস থেকে ফের ‘সেবাশ্রয়ে’ ক্যাম্প শুরু করতে চলেছেন। সেই অনুযায়ী প্রস্তুতিও নিতে বলেছেন। এছাড়া রাজ্য সরকারের যে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি চলছে তাতে সকলে যেন অংশগ্রহণ করেন।

অভিষেক (Abhishek Banerjee) জানান, দলের বিজয়া সম্মিলনী চলছে। এই কর্মসূচিও ভালোভাবে প্রতিটি ব্লকে করতে হবে। এছাড়া ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ডায়মন্ড হারবার লোকসভার প্রতিটি বিধানসভা ভিত্তিক নেতা-কর্মীদের নিয়ে বৈঠক করতে পারেন। দিনক্ষণ পরে জানিয়ে দেবেন। বিজয়ার শুভেচ্ছার আবহেও দলের নেতা-কর্মীদের আরও বেশি করে মানুষের পাশে থাকার, তাঁদের কাছে যাওয়ার কথা স্মরণ করিয়ে দেন। নিবিড় জনসংযোগে যেন খামতি না হয়, সেকথা মনে করান। এদিন প্রায় সকলেই তাঁদের সাংসদের জন্য কিছু না কিছু উপহার নিয়ে আসেন। এদিন সকলের ছবি তোলার আবদারও মিটিয়েছেন তাঁদের প্রিয় সাংসদ।

spot_img

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...