বিজয়া সম্মিলনীতে অভিষেককে ঘিরে নেতা-কর্মীদের আবেগ-উচ্ছ্বাস, ফের ‘সেবাশ্রয়ে’র সিদ্ধান্ত ডায়মন্ড হারবারের সাংসদের

Date:

Share post:

ছিল ডায়মন্ড হারবারের বিজয়া সম্মিলনী। কিন্তু দিনের শেষে সেটি হয়ে গেল কার্যত সারা জেলার বিজয়া সম্মিলনী। প্রিয়নেতা ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ঘিরে আবেগ-উচ্ছ্বাসে ভাসলেন দলের নেতা-কর্মী-সমর্থকরা। তাঁকে বিজয়রা শুভেচ্ছা জানাতে দফায় দফায় হাজির হন তৃণমূলের (TMC) নেতা-কর্মীরা। রাস্তার দুধারে জনস্রোত। আগামী ডিসেম্বর মাস থেকে ফের ‘সেবাশ্রয়’ ক্যাম্প শুরু করতে চলেছেন- স্থানীয় নেতৃত্বকে জানান অভিষেক।

বিজয়া সম্মিলনীর (Bijaya Sammeloni) অনুষ্ঠানকে কেন্দ্র করে সোমবার দুপুর থেকেই আমতলার তৃণমূলের দলীয় কার্যালয়ে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সবক’টি বিধানসভার সর্বস্তরের নেতা-নেত্রী-কর্মীরা উপস্থিত হন। নির্দিষ্ট সূচি মেনে বিকেল ৪টে নাগাদ যখন আমতলায় অভিষেক পৌঁছন তখন রাস্তার দু’পাশে কাতারে কাতারে ভিড় করেছেন দলীয় কর্মী-সমর্থকরা। সকলের হাতে পতাকা-পোস্টার-ব্যানার। প্রিয় নেতাকে স্বাগত জানাতে দুপুর থেকেই ভিড় জমিয়েছিলেন তাঁরা। গাড়ি থেকে নেমে অভিষেকও সকলের অভিবাদন গ্রহণ করেন। পাল্টা অভিবাদন ফিরিয়ে দেন। হাত নেড়ে শুভেচ্ছা জানান সকলকে। 

এরপর ভিতরে সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। কুশল সংবাদ নেন। সেইসঙ্গে এদিন অভিষেক তাঁর লোকসভা কেন্দ্রের নেতৃত্বকে জানিয়েছেন, আগামী ডিসেম্বর (December) মাস থেকে ফের ‘সেবাশ্রয়ে’ ক্যাম্প শুরু করতে চলেছেন। সেই অনুযায়ী প্রস্তুতিও নিতে বলেছেন। এছাড়া রাজ্য সরকারের যে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি চলছে তাতে সকলে যেন অংশগ্রহণ করেন।

অভিষেক (Abhishek Banerjee) জানান, দলের বিজয়া সম্মিলনী চলছে। এই কর্মসূচিও ভালোভাবে প্রতিটি ব্লকে করতে হবে। এছাড়া ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ডায়মন্ড হারবার লোকসভার প্রতিটি বিধানসভা ভিত্তিক নেতা-কর্মীদের নিয়ে বৈঠক করতে পারেন। দিনক্ষণ পরে জানিয়ে দেবেন। বিজয়ার শুভেচ্ছার আবহেও দলের নেতা-কর্মীদের আরও বেশি করে মানুষের পাশে থাকার, তাঁদের কাছে যাওয়ার কথা স্মরণ করিয়ে দেন। নিবিড় জনসংযোগে যেন খামতি না হয়, সেকথা মনে করান। এদিন প্রায় সকলেই তাঁদের সাংসদের জন্য কিছু না কিছু উপহার নিয়ে আসেন। এদিন সকলের ছবি তোলার আবদারও মিটিয়েছেন তাঁদের প্রিয় সাংসদ।

spot_img

Related articles

বড় পদক্ষেপ সরকারের! এবার পর্যটকদের জন্য খুলে গেল রাজ্যের ১১টি পরিদর্শন বাংলো 

পর্যটনের পরিকাঠামো উন্নয়নে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সেচ ও জলপথ দফতরের অধীনে রাজ্যের বিভিন্ন জেলায়...

হস্টেল থেকে মদ বিক্রি? উত্তপ্ত বর্ধমান মেডিক্যাল কলেজ, অভিযোগ গেল স্বাস্থ্যভবনে

সোশ্যালের অনুষ্ঠানে কলেজের হস্টেল থেকে মদ বিক্রির অভিযোগ ঘিরে সোমবার দুপুরে ব্যাপক উত্তেজনা বর্ধমান মেডিক্যাল কলেজে। ঘটনায় দুই...

‘‘তুমি একা নও’’, সন্তানহারা মায়ের কাঁধে হাত রেখে সান্ত্বনা মুখ্যমন্ত্রীর

আর্থিকা দত্ত, জলপাইগুড়িউত্তরের বন্যায় যখন ঘরবাড়ির সঙ্গে ভেসে গিয়েছিল অসংখ্য মানুষের হাসি, তখনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন তাঁদের...

ডার্বির কথা ভাবতে নারাজ অস্কার, নামধারীর বিরুদ্ধে খেলতে পারবেন হিরোশি?

মঙ্গলবার আইএফএ শিল্ডে(IFA Shield) গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলতে নামছে ইস্টবেঙ্গল(East Bengal)। প্রতিপক্ষ নামধারী এফসি(Namdhari fc)। শ্রীনিধি ডেকানের...