উত্তরবঙ্গের প্রাকৃতিক দুর্যোগের পরিস্থিতি বুঝে নিতে দ্বিতীয়বার উত্তরের তিন জেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার তাঁর উত্তরবঙ্গে (north Bengal) যাওয়ার কথা থাকলেও ৩ জেলায় ঘোরার প্রয়োজনে রবিবারই তিনি পৌঁছে যান আলিপুরদুয়ারে (Alipurduar)। সেখান থেকে সোমবার যাচ্ছেন জলপাইগুড়ি (Jalpaiguri) জেলায়।

আরও পড়ুন: উত্তরে দুর্যোগ, প্রশাসনের কাজের প্রশংসায় মুখ্যমন্ত্রী

জলপাইগুড়ি জেলায় ক্ষতির মুখে পড়া এলাকাগুলির মধ্যে অন্যতম নাগরাকাটা। সেখানে ত্রাণ বন্টনের পাশাপাশি সাধারণ মানুষের সমস্যার কথা জানবেন মুখ্যমন্ত্রী (Chief Minister)। রবিবার আলিপুরদুয়ারের হাসিমারা (Hasimara) এলাকায় নিজে হাতে ত্রাণ বিলি করতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীকে। সুভাসিনী চা বাগানে এলাকায় ঘুরেছিলেন তিনি। নাগরাকাটা ও জলপাইগুড়ির পার্শ্ববর্তী এলাকাগুলোতে এভাবেই সোমবার দেখা যাবে মুখ্যমন্ত্রীকে।

–

–

–

–

–

–

–