Monday, November 17, 2025

রাজ্যের আবেদনে সাড়া দিয়ে লক্ষ টাকা দান অভিষেকের, সকলকে এগিয়ে আসার আর্জি

Date:

Share post:

প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় বিশেষ ত্রাণ তহবিল গঠন করেছে রাজ্য সরকার। রাজ্য বিপর্যয় মোকাবিলা (WBSDMA) তহবিলে দানের জন্য আবেদন জানানো হয়েছে। সেই আবেদনে সাড়া দিয়ে ১ লক্ষ টাকা দান করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই কথা নিজের এক্স হ্যান্ডেলে (X Handle) জানিয়ে অন্যদেরও এগিয়ে আসার আবেদন জানান তিনি।

উত্তরবঙ্গের (North Bengal) সাম্প্রতিক দুর্যোগ পরিস্থিতি একা হাতে সামাল দিয়েছে রাজ্য। কেন্দ্র কোনওরকম সাহায্যের হাত বাড়ায়নি। তাই এবার দুর্যোগ মোকাবিলায় এবার দানের জন্য আবেদন করেছে রাজ্য। সেই আবেদন সাড়া দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। ১ লক্ষ টাকা দান করেন তিনি। সেই খবর নিজের এক্স হ্যান্ডেলে জানিয়ে অভিষেক লেখেন,
“অপ্রত্যাশিত বন্যা ও ভূমিধসের ফলে উত্তরবঙ্গের জেলাগুলির কিছু অংশ ধসে গিয়েছে। ফলে জীবন, জীবিকা ও সম্পত্তির ব্যাপক ক্ষতি হয়েছে। মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে, রাজ্য সরকার সকলের কাছে পশ্চিমবঙ্গ রাজ্য বিপর্যয় মোকাবিলা (WBSDMA) তহবিলে দানের জন্য আবেদন জানিয়েছে। ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক উদ্ধার, ত্রাণ এবং দীর্ঘমেয়াদী পুনর্বাসন জন্যই এই আবেদন। সেই আবেদনে সাড়া দিয়ে আমি WBSDMA তহবিলে ১ লক্ষ অনুদান দিয়েছি।“

এর পরেই সকলকে এই উদ্যোগে এগিয়ে আসার জন্য আহ্বান জানান অভিষেক। লেখেন, “এই কঠিন সময়ে, প্রতিটি দানের কাজ গুরুত্বপূর্ণ। আমি সকলকে এগিয়ে আসার এবং এই দুর্যোগে যাঁরা সব কিছু হারিয়েছেন তাঁদের পাশে দাঁড়ানোর আর্জি জানাচ্ছি। এখানে উল্লিখিত বিবরণ অনুসারে আপনি আপনার সহায়তা দিতে পারেন।“ এর পরেই অ্যাকাউন্টস বিবরণ দিয়েছেন তিনি।

spot_img

Related articles

সময়সীমা ২৬ নভেম্বর! বিশেষ নিবিড় সংশোধনীতে তৎপর নির্বাচন দফতর

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় রাজ্যের প্রতিটি ভোটারের এনিউমারেশন ফর্ম সংগ্রহ ও তার ডিজিটাইজেশনের কাজ ২৬ নভেম্বরের...

বৃদ্ধ বাবার খেয়াল রাখেন না যুবরাজও! মৃত্যুর অপেক্ষায় যোগরাজ

বর্তমানে বয়সকালে বৃদ্ধ মা-বাবাকে দেখভাল না করার অভিযোগ নতুন নয়, এই নিয়ে অনেক মামলা হয় হাইকোর্ট বা সুপ্রিম...

ঢাকা হাসিনাকে ফেরত চাইতেই বার্তা দিল নয়াদিল্লি

ফাঁসির সাজা ঘোষণার পরেই বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনাকে (Sheikh Hasina) ফেরানোর তোড়জোড় শুরু বাংলাদেশের কার্যনির্বাহী সরকারের। আর...

ছেলেমানুষি করছেন রাজ্যপাল! রাজভবনে খানাতল্লাশিকে ‘নাটক’ বলে তীব্র কটাক্ষ কল্যাণের

তাঁরই অভিযোগের প্রেক্ষিতে রাজভবনে ঘটা করে তল্লাশি অভিযান করালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Ananda Bose)। আর...