রাজ্যের আবেদনে সাড়া দিয়ে লক্ষ টাকা দান অভিষেকের, সকলকে এগিয়ে আসার আর্জি

Date:

Share post:

প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় বিশেষ ত্রাণ তহবিল গঠন করেছে রাজ্য সরকার। রাজ্য বিপর্যয় মোকাবিলা (WBSDMA) তহবিলে দানের জন্য আবেদন জানানো হয়েছে। সেই আবেদনে সাড়া দিয়ে ১ লক্ষ টাকা দান করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই কথা নিজের এক্স হ্যান্ডেলে (X Handle) জানিয়ে অন্যদেরও এগিয়ে আসার আবেদন জানান তিনি।

উত্তরবঙ্গের (North Bengal) সাম্প্রতিক দুর্যোগ পরিস্থিতি একা হাতে সামাল দিয়েছে রাজ্য। কেন্দ্র কোনওরকম সাহায্যের হাত বাড়ায়নি। তাই এবার দুর্যোগ মোকাবিলায় এবার দানের জন্য আবেদন করেছে রাজ্য। সেই আবেদন সাড়া দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। ১ লক্ষ টাকা দান করেন তিনি। সেই খবর নিজের এক্স হ্যান্ডেলে জানিয়ে অভিষেক লেখেন,
“অপ্রত্যাশিত বন্যা ও ভূমিধসের ফলে উত্তরবঙ্গের জেলাগুলির কিছু অংশ ধসে গিয়েছে। ফলে জীবন, জীবিকা ও সম্পত্তির ব্যাপক ক্ষতি হয়েছে। মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে, রাজ্য সরকার সকলের কাছে পশ্চিমবঙ্গ রাজ্য বিপর্যয় মোকাবিলা (WBSDMA) তহবিলে দানের জন্য আবেদন জানিয়েছে। ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক উদ্ধার, ত্রাণ এবং দীর্ঘমেয়াদী পুনর্বাসন জন্যই এই আবেদন। সেই আবেদনে সাড়া দিয়ে আমি WBSDMA তহবিলে ১ লক্ষ অনুদান দিয়েছি।“

এর পরেই সকলকে এই উদ্যোগে এগিয়ে আসার জন্য আহ্বান জানান অভিষেক। লেখেন, “এই কঠিন সময়ে, প্রতিটি দানের কাজ গুরুত্বপূর্ণ। আমি সকলকে এগিয়ে আসার এবং এই দুর্যোগে যাঁরা সব কিছু হারিয়েছেন তাঁদের পাশে দাঁড়ানোর আর্জি জানাচ্ছি। এখানে উল্লিখিত বিবরণ অনুসারে আপনি আপনার সহায়তা দিতে পারেন।“ এর পরেই অ্যাকাউন্টস বিবরণ দিয়েছেন তিনি।

spot_img

Related articles

টাকা তোলার অভিযোগ! বীরভূমে দুই এএসআইকে সাসপেন্ড করল পুলিশ 

বীরভূম জেলার মহম্মদবাজার থানার দুই পুলিশকর্মীকে অভিযোগে অভিযুক্ত হওয়ার পর সরাসরি সাসপেন্ড করা হয়েছে। জেলা ট্রাক অ্যাসোসিয়েশনের সভাপতি...

কালীপুজো – দীপাবলিতে দুই ঘণ্টা সবুজ আতসবাজির অনুমতি রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের

আসন্ন কালীপুজো ও দীপাবলিতে সবুজ আতসবাজি পোড়ানোর সময়সীমা নির্ধারণ করল পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। পর্ষদের নির্দেশ অনুযায়ী, আগামী...

ভবানীপুরের বিজয়া সম্মিলনীতে উত্তর থেকে বার্তা মুখ্যমন্ত্রীর 

পরিকল্পনামাফিক বহিরাগতদের দিয়ে ভবানীপুর অঞ্চলকে ভরিয়ে দেওয়া হচ্ছে। হঠাৎ করে কিছু লোক বাইরে থেকে এসে জমি কিনে বাড়ি-ফ্ল্যাট...

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে উদ্যোগ রাজ্যের 

রাজ্যের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে এবার নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। শিশুদের পুষ্টি ও প্রাথমিক...