Tuesday, November 18, 2025

ক্ষমতাসীন দল, তবু বিহার নির্বাচনের ২২ দিন আগে ২৯ শতাংশ প্রার্থী তালিকা ঘোষণা!

Date:

এনডিএ সংসারে অশান্তির ছবিটা বিহার বিধানসভা নির্বাচন থেকেই যে স্পষ্ট হবে তার ইঙ্গিত পাওয়া গিয়েছিল রবিবারই। জে পি নাড্ডা (J P Nadda), অমিত শাহর (Amit Shah) বাসভবনে দফায় দফায় বৈঠকের পরেও আসন রফা চূড়ান্ত করতে পারেনি এনডিএ (NDA) জোট। বিহারের নীতীশ কুমার (Nitish Kumar) প্রশাসনের উত্তরসুরি কে, তা জানতে আর একমাসও বাকি নেই। অথচ তার জোটের আসন এখনও রফা হল না। মঙ্গলবার প্রথম দফার প্রার্থী তালিকা (candidate list) প্রকাশ করল বিজেপি, যেখানে ৭১ জনের নাম প্রকাশিত হল।

জোট নিয়ে অহংকার করা বিজেপি নেতাদের অহংকারে পানি পড়ল মঙ্গলবার। জোটের শরিকদের ছাড়াই নিজেদের ৭১ জনের প্রার্থী তালিকা প্রকাশ করা হল পাটনা থেকে। বিহারের বিধানসভা (Bihar assembly election) ২৪৩টি। তার মধ্যে ৭১ আসনে প্রার্থী (candidate) ঘোষণা করার অর্থ মাত্র ২৯ শতাংশ ঘোষণা করা। সেই সঙ্গে ধোঁয়াশা রয়ে গেল এনডিএ জোট নিয়ে। বাকি শরিক দলগুলির প্রার্থী তালিকা প্রকাশে বিজেপির কী ভূমিকা হবে, তা নিয়েও কোনও স্পষ্ট বার্তা দেওয়া হল না।

বিজেপি নেতৃত্বাধীন জোট শরিকদলগুলির (alliance) প্রার্থী তালিকা প্রকাশ নিয়ে এখনও কোনও দিশা নেই। কোন শরিক দল কত আসন পাচ্ছে, তারও কোনও ঘোষণা হয়নি। তারই মধ্যে অস্বস্তি বাড়িয়েছে নীতীশ কুমারের জেডি(ইউ) (JDU) বিধায়ক গোপাল মণ্ডল। বিধানসভার টিকিটের দাবিতে মঙ্গলবার সকাল থেকে তিনি নীতীশ কুমারের বাড়ির বাইরে ধর্নায় বসেন। এর থেকেই স্পষ্ট আসন রফা নিয়ে বিহারের শাসক শিবিরে অশান্তির ছবিটা।

আরও পড়ুন: রাস্তা ধসে ৩০ ফুট গর্ত! বিজেপির মধ্যপ্রদেশে মোদির স্যাটালাইট নজরদারি, কটাক্ষ তৃণমূলের

মঙ্গলবার বিজেপির প্রকাশিত প্রথম প্রার্থী তালিকায় নাম রয়েছে মাত্র ৭১ জনের। যদিও তার মধ্যে নিশ্চিত হয়েছে বিজেপির দুই উপমুখ্যমন্ত্রীর (deputy chief minister) টিকিট। উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরিকে তারাপুর থেকে ও বিজয় সিনহাকে লখিসরাই থেকে প্রার্থী ঘোষণা করা হল। দানাপুরে প্রার্থী রামকৃপাল যাদব, গয়া টাউনের প্রার্থী প্রেম কুমার ও বাঁকিপুরে প্রার্থী নিতিন নবীন। ৭১ জনের তালিকায় মহিলা প্রার্থী রয়েছেন মাত্র ৮ জন।

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...
Exit mobile version