Monday, November 17, 2025

হাসপাতাল চত্বরে পুলিশ ছাড়া প্রবেশ নিষেধ: নিরাপত্তা নিয়ে কড়া বার্তা হাইকোর্টের

Date:

রাজ্যে নারী নিগ্রহের ঘটনা ঘটলে তা নিয়ে প্রতিটি ঘটনাতেই রাজ্য পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপ নিয়েছে। বিচার প্রক্রিয়ায় বাংলার পুলিশের তদন্তেই আস্থা রেখেছে আদালত প্রতিবার। এর পরেও দুর্গাপুরের (Durgapur) ঘটনায় রাজনীতির পারদ চড়িয়ে রাজ্যকে বদনাম করার খেলায় মেতেছে বিরোধীরা। এবার আদালতের নির্দেশে সেই রাজনীতি করার চেষ্টায় বাধা পড়ল। কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) স্পষ্ট জানিয়ে দিল দুর্গাপুরের বেসরকারি হাসপাতাল (private medical college) চত্বরে কোনও ধরনের রাজনৈতিক কার্যক্রম করা যাবে না। তদন্তের স্বার্থে পুলিশ ঢুকতে পারবে ক্যাম্পাসে।

দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজে গণধর্ষণ-কাণ্ডে (gang rape) ইতিমধ্যেই অভিযুক্ত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতিতার গোপণ জবানবন্দিসহ (confidential statement, 164) ঘটনা পুণর্নির্মাণ (reconstruction) সম্পূর্ণ হয়েছে। কিন্তু এরই মধ্যে বহিরাগতরা ক্যাম্পাসে ঢুকে গণ্ডগোল বাধানোর চেষ্টা চালায়। এরপরই হাসপাতাল কর্তৃপক্ষ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। মেডিক্যাল কলেজে পরীক্ষার সময়ে এই ধরনের অশান্তিতে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রমও বিঘ্নিত হচ্ছে বলে তুলে ধরা হয়।

আরও পড়ুন: দুর্গাপুরে যৌন নিগ্রহকারী একজন! সঙ্গীর ভূমিকায় সন্দেহে সংগ্রহ হল পোশাক

সেই মামলায় বিচারপতি শম্পা দত্ত পালের নির্দেশ, কলেজে বহিরাগত প্রবেশ বন্ধ করতে হবে। কিংবা ঘটনাস্থলে গিয়ে কেউ যাতে সেই তদন্তে বিঘ্ন না ঘটায়, তার জন্য বহিরাগত প্রবেশে কড়া নিষেধাজ্ঞা জারি করল হাইকোর্ট (Calcutta High Court)। ক্যাম্পাসকে বহিরাগতমুক্ত করার এই নির্দেশ কার্যকর করতে দুর্গাপুর পুলিশ কমিশনারকে যাবতীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। প্রয়োজনে পুলিশকে নজরদারি চালাতে হবে। তদন্তের স্বার্থে পুলিশ কলেজে প্রবেশ করতে পারে।

Related articles

কলকাতার পরে এবার দিল্লি-মুম্বই থেকে চিনে বিমান পরিষেবা চালুর প্রক্রিয়া শুরু এয়ার ইন্ডিয়ার

৬ বছর পরে ফের ভারত (India) ও চিনের (China) মধ্যে আবার বিমান পরিষেবা (Flight Services) শুরু করেছে এয়ার...

ঘাড়ের ব্যথায় বিমান সফরে নিষেধাজ্ঞা, কলকাতাতেই থাকতে হবে গিলকে?

রবিবার রাতেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন শুভমান গিল(subhaman gill)। কিন্তু এখনও পুরোপুরি সুস্থ নন ভারত অধিনায়ক। দ্বিতীয় টেস্টে...

ইন্টারন্যাশনাল অপরাধ ট্রাইবুনালে হাসিনার ফাঁসির সাজা ‘বিচারহীনতা’! মন্তব্য বাংলাদেশের আইনজীবী রবীন্দ্রনাথের

বাংলাদেশে ইন্টারন্যাশনাল অপরাধ ট্রাইবুনালে বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheik Hasina) ফাঁসির সাজা ঘোষণা করেছে। সোমবার এই...

বাতাসে জলীয়বাষ্প কমে স্বস্তি, তবে রাজ্যের দুই অংশে দুরকম আবহাওয়া

বঙ্গোপসাগরের পূর্ব-দক্ষিণ পূর্বে ঘূর্ণাবর্তের জেরে ফের ফের একবার ঊর্ধ্বমুখি বাংলার তাপমাত্রা। ঘূর্ণাবর্তের জেরে বাংলায় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও...
Exit mobile version