Monday, November 17, 2025

“কথা না বলে প্রশ্ন করুন”, কেবিসির মঞ্চে অমিতাভকে অসম্মান ‘সবজান্তা’ নাবালক প্রতিযোগীর!

Date:

Share post:

আত্মবিশ্বাস ভালো কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস যখন অহংকারে পরিণত হয় তখন পতন যে অনিবার্য হবেই সেটা জানা কথা। কিন্তু কৌন বনেগা ক্রোড়পতি ১৭-এর (KBC Season 17) মঞ্চে অংশগ্রহণকারী নাবালক প্রতিযোগী গান্ধীনগরের ঈশীত ভাট (Ishit Bhatt) বা তাঁর পরিবার হয়তো এই কথাটা সম্পর্কে অবগত ছিলেন না। তাই যেভাবে ‘সবজান্তা’ মনোভাব নিয়ে শিশু প্রতিযোগী সঞ্চালক অমিতাভ বচ্চনকে (Amitabh Bachchan) ‘কথা না বলে প্রশ্ন করুন’ বলেন, তাতে যথেষ্ট বিরক্ত নেটপাড়া। সম্প্রতি সেরকমই একটি ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে শিশু প্রতিযোগী অপশন ছাড়াই একের পর এক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছেন। শুধু তাই নয় অতিরিক্ত ‘পাকামি’করে বিগ বিকে (Big B) অর্ডার দিতেও বিন্দুমাত্র সময় নেয় নি সে! যদিও ‘অহংকারী প্রতিযোগী’র দর্প চূর্ণ হয়েছে কয়েক মুহূর্তের মধ্যেই।

ভাইরাল ভিডিওতে দেখা গেছে প্রাতরাশ সম্পর্কিত একটি প্রশ্নে অমিতাভের অপশন বলার আগেই নিজের উত্তরটি লক করায় ঈশীত। পরবর্তী কয়েকটি প্রশ্ন একই ঘটনার পুনরাবৃত্তি। সঞ্চালক প্রাসঙ্গিকতার কথা বলতে চাইলে ঈশীত বলিউডের মেগাস্টারকে কথা কম বলে পরবর্তী প্রশ্ন করা নির্দেশ দেয়। এতেই বেজায় চটেছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। কিছু সময়ের মধ্যেই রামায়ণ সংক্রান্ত একটি প্রশ্নে অবশ্য ধরাশায়ী হতে হয় নাবালক প্রতিযোগীকে। এরপরই সমাজমাধ্যমে জোড় আলোচনা শুরু হয়। অনেকেই বলেন, শিশুটির অতিরিক্ত আত্মবিশ্বাস অহংকারের কারণ হয়ে দাঁড়িয়েছে। যে কারণে তাঁর মধ্যে নম্রতা বা ভদ্রতা কোনটাই দেখা যায়নি। অনায়াসে অমিতাভের মতো ব্যক্তিত্বের সঙ্গে প্রতিযোগী যেরকম আচরণ করেছেন সেটা অসম্মানজনক। যদিও কেউ আবার বিষয়টিকে বেশ কৌতুক পূর্ণ স্বভাবের পরিচয় বলে মনে করছেন। ভিডিও ভাইরাল হতেই কয়েক মুহূর্তের মধ্যেই কমেন্ট বক্স মন্তব্যে ভরে যায়। মূলকথা একটাই, শিশুদের সবার আগে আগে শিষ্টাচারের শিক্ষা পাওয়া দরকার। নিজের ব্যবহারের কারণে শুধু যে প্রতিযোগিতার টাকা হাতছাড়া হয়েছে তাই নয়, জনগণের সহানুভূতিও হারিয়েছেন প্রতিযোগী ও তার পরিবার।

 

spot_img

Related articles

গণহত্যার নির্দেশ দিইনি: মৃত্যুদণ্ডের নির্দেশ রাজনৈতিক উদ্দেশ্যমূলক, বিবৃতি হাসিনার

জুলাই গণঅভ্যুত্থানে যে হত্যা হয়েছিল তার নির্দেশ তিনি দেননি, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আদালতের রায়ের পরে বিবৃতি পেশ প্রাক্তন...

ইরানের চ্যাম্পিয়নদের হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে যাত্রা শুরু লাল হলুদের মহিলা ব্রিগেডের

এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগে ইরানের ক্লাব বাম খাতুনের বিরুদ্ধে ৩-১ গোলে জয়ী ইস্টবেঙ্গল(East Bengal)। লাল-হলুদ ব্রিগেডের হয়ে গোল...

তলানিতে নারী নিরাপত্তা! দিল্লিতে স্টেশনের কাছে মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার

বিজেপিশাসিত রাজ্য। কেন্দ্রের অধীন আইনশৃঙ্খলা। আর সেখানে তলানিতে নারী নিরাপত্তা। উত্তর-পশ্চিম দিল্লির (Delhi) আদর্শ নগর রেলস্টেশনের কাছে উদ্ধার...

নাগেরবাজারে গাছে ঝুলন্ত দেহ! SIR আতঙ্কে আত্মহত্যার অভিযোগ পরিবারের

ফের SIR আতঙ্কে মৃত্যু! এবার দমদমে SIR আতঙ্কে মৃতের নাম বৈদ্যনাথ হাজরা । দক্ষিণ দমদম (South Dumdum) পুরসভার...