রবিবার পাহাড় (Hill) পৌঁছনোর পর থেকে বিধ্বস্ত এলাকা চষে বেড়াচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রথমদিন হাসিমারা, সোমবার নাগরাকাটার পরে বুধবার ধসে বিধ্বস্ত মিরিকে পৌঁছন মমতা। হেঁটে ঘুরে দেখেন দুর্গত এলাকা। বাড়িতে ঢুকে কথা বলেন ক্ষতিগ্রস্ত-স্বজনহারা পরিবারগুলির সঙ্গে। ত্রাণ শিবিরে গিয়ে নিজে হাতে ত্রাণ তুলে দেন। দুর্যোগে হারিয়ে যাওয়া নথির প্রতিলিপি দিতে খোলা হয়েছে হেল্প ডেস্ক। সেখানেও যান মুখ্যমন্ত্রী।

প্রথমে শোনা গিয়েছিল, এদিন প্রথমে সুখিয়াপোখরিতে (Sukhiapokhri, Darjeeling) ত্রাণ বিতরণ করবেন মুখ্যমন্ত্রী। কিন্তু শেষ পর্যন্ত প্রথমে তিনি মিরিকে (Mirik) যান। সেখানে ত্রাণ শিবির (Relief Camp) ঘুরে দেখেন। কথা বলেন সেখানে থাকা দুর্গতদের সঙ্গে। আশ্বাস দেন পাশে থাকার। ক্ষতিগ্রস্ত বাড়িতে ঢুকেও ঘুরে দেখেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
আরও খবর: “কাউকে আপডেট দেওয়া আমার কাজ নয়”, মুখ্য নির্বাচককে জবাব শামির

ধস বিধ্বস্ত মিরিকের একটি ত্রাণ শিবিরে কয়েকজন খুদে রাজ্যের প্রশাসনিক প্রধানের হাতে নিজেদের আঁকা ছবি তুলে দেয়। তাদের আদর করে আঁকার খাতা, রং পেন্সিল, সফ্ট টয়েজ তুলে দেন মমতা। সবার কাছে জানতে চান, কোনও সমস্যা হচ্ছে কি না! বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। হারিয়ে যাওয়া নথির প্রতিলিপি দিতে মিরিকে হেল্প ডেস্ক (Help Desk) খোলা হয়েছে। সেখানেও যান মুখ্যমন্ত্রী। জানান, কারও কোনও নথি প্রয়োজন হলে, সেখানে যোগাযোগ করতে। বিপর্যয়ের সময় স্বজনহারা পরিবার রাজ্যের প্রশাসনিক প্রধানকে অভিভাবকের মতো পাশে পেয়ে আপ্লুত।

–

–

–

–

–

–

–