Tuesday, November 18, 2025

মিরিকে ধসে ক্ষতিগ্রস্ত-স্বজনহারাদের পাশে মুখ্যমন্ত্রী, হারানো নথির প্রতিলিপি দিতে হেল্প ডেস্ক চালু

Date:

রবিবার পাহাড় (Hill) পৌঁছনোর পর থেকে বিধ্বস্ত এলাকা চষে বেড়াচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রথমদিন হাসিমারা, সোমবার নাগরাকাটার পরে বুধবার ধসে বিধ্বস্ত মিরিকে পৌঁছন মমতা। হেঁটে ঘুরে দেখেন দুর্গত এলাকা। বাড়িতে ঢুকে কথা বলেন ক্ষতিগ্রস্ত-স্বজনহারা পরিবারগুলির সঙ্গে। ত্রাণ শিবিরে গিয়ে নিজে হাতে ত্রাণ তুলে দেন। দুর্যোগে হারিয়ে যাওয়া নথির প্রতিলিপি দিতে খোলা হয়েছে হেল্প ডেস্ক। সেখানেও যান মুখ্যমন্ত্রী। 

প্রথমে শোনা গিয়েছিল, এদিন প্রথমে সুখিয়াপোখরিতে (Sukhiapokhri, Darjeeling) ত্রাণ বিতরণ করবেন মুখ্যমন্ত্রী। কিন্তু শেষ পর্যন্ত প্রথমে তিনি মিরিকে (Mirik) যান। সেখানে ত্রাণ শিবির (Relief Camp) ঘুরে দেখেন। কথা বলেন সেখানে থাকা দুর্গতদের সঙ্গে। আশ্বাস দেন পাশে থাকার। ক্ষতিগ্রস্ত বাড়িতে ঢুকেও ঘুরে দেখেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
আরও খবর“কাউকে আপডেট দেওয়া আমার কাজ নয়”, মুখ্য নির্বাচককে জবাব শামির

ধস বিধ্বস্ত মিরিকের একটি ত্রাণ শিবিরে কয়েকজন খুদে রাজ্যের প্রশাসনিক প্রধানের হাতে নিজেদের আঁকা ছবি তুলে দেয়। তাদের আদর করে আঁকার খাতা, রং পেন্সিল, সফ্ট টয়েজ তুলে দেন মমতা। সবার কাছে জানতে চান, কোনও সমস্যা হচ্ছে কি না! বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। হারিয়ে যাওয়া নথির প্রতিলিপি দিতে মিরিকে হেল্প ডেস্ক (Help Desk) খোলা হয়েছে। সেখানেও যান মুখ্যমন্ত্রী। জানান, কারও কোনও নথি প্রয়োজন হলে, সেখানে যোগাযোগ করতে। বিপর্যয়ের সময় স্বজনহারা পরিবার রাজ্যের প্রশাসনিক প্রধানকে অভিভাবকের মতো পাশে পেয়ে আপ্লুত।

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...
Exit mobile version