টেস্টের পর এক দিনে ক্রিকেটেও ভারতীয় দলের নেতৃত্বের ভার পেয়েছেন শুভমান গিল(Shubhaman Gill)। আসন্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন গিল। তাঁর অধীনেই খেলবেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা। ইতিমধ্যে ভারতীয় দল ঘোষণা হয়ে গিয়েছে। কিন্তু অস্ট্রেলিয়া সফরে একদিনের ক্রিকেটে নেতৃত্বের অভিষেক না হতে পারে শুভমান গিলের।

চাঞ্ল্যকর রিপোর্ট সামনে এসেছে। বর্তমানে তিন ফর্মাটেই নির্বাচকদের পছন্দের তালিকায় এক নম্বরে রয়েছেন গিল। আগামী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজো বিশ্রাম দেওয়া হতে পারে তাঁকে। সেক্ষেত্রে নেতৃত্ব দিতে পারেন রোহিত শর্মা।

যদিও দল ঘোষণার পরে নির্বাচকরা এমন সিদ্ধান্ত নেবেন কিনা সেটা নিয়ে কিছুটা চর্চা আছে। মনে করা হচ্ছে অস্ট্রেলিয়া সফরের প্রথম দুই ম্যাচে ফলাফল দেখে তৃতীয় ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে গিলকে। ফলে রোহিতকেই ফের নেতৃত্বের ব্যাটন তুলে দেওয়া হতে পারে।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকেই ভারতীয় দলের নেতৃত্বের ভার পেয়েছেন গিল। ইংল্যান্ডের বিরুদ্ধে কঠি্ন টেস্ট সিরিজ ড্র করেছেন। এরপর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট জিতেছেন। দ্বিতীয় টেস্টের জয়ের দুয়ারে আছে ভারতীয় দল। ফলে ভারতীয় দলে টেস্টের নেতৃত্বের সূচনাটা ভালোই হয়েছে।

এবার অপেক্ষা এক দিনের সিরিজের নেতৃত্বের অভিষেকের। ২০২৭ সালের একদিনের বিশ্বকাপের দিকে লক্ষ্য রেখেই এখন থেকেই নেতৃত্ব বদল করেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। রোহিত শর্মা বিরাট কোহলি ২০২৭ সাল পর্যন্ত খেলবেন কিনা সেটা নিয়ে নিশ্চয়তা নেই। ফলে নতুন দল তৈরি রাখতে এখন থেকেই উদ্যোগী নির্বাচকরা।

আরও পড়ুন :ডার্বির কথা ভাবতে নারাজ অস্কার, নামধারীর বিরুদ্ধে খেলতে পারবেন হিরোশি?

অজি সফরই বিরাট রোহিতদের শেষ সফর হতে পারে বলেও জল্পনা চলছে। রোহিত শর্মা ভারতীয় দলকে দুটি আইসিসি ট্রফি জিতিয়েছেন।

–

–

–