অস্ট্রেলিয়া সফরে নেতৃত্ব বদল, গিলের পরিবর্তে রোহিতই করবেন ভারতের অধিনায়কত্ব?

Date:

Share post:

টেস্টের পর এক দিনে ক্রিকেটেও ভারতীয় দলের নেতৃত্বের ভার পেয়েছেন শুভমান গিল(Shubhaman Gill)। আসন্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন গিল। তাঁর অধীনেই খেলবেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা। ইতিমধ্যে ভারতীয় দল ঘোষণা হয়ে গিয়েছে। কিন্তু অস্ট্রেলিয়া সফরে একদিনের ক্রিকেটে নেতৃত্বের অভিষেক না হতে পারে শুভমান গিলের।

চাঞ্ল্যকর রিপোর্ট সামনে এসেছে।  বর্তমানে তিন ফর্মাটেই  নির্বাচকদের পছন্দের তালিকায় এক নম্বরে রয়েছেন গিল। আগামী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজো বিশ্রাম দেওয়া হতে পারে তাঁকে। সেক্ষেত্রে নেতৃত্ব দিতে পারেন রোহিত শর্মা।

যদিও দল ঘোষণার পরে নির্বাচকরা এমন সিদ্ধান্ত নেবেন কিনা সেটা নিয়ে কিছুটা চর্চা আছে। মনে করা হচ্ছে অস্ট্রেলিয়া সফরের প্রথম দুই ম্যাচে ফলাফল দেখে তৃতীয় ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে গিলকে। ফলে রোহিতকেই ফের নেতৃত্বের ব্যাটন তুলে দেওয়া হতে পারে।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকেই ভারতীয় দলের নেতৃত্বের ভার পেয়েছেন গিল। ইংল্যান্ডের বিরুদ্ধে কঠি্ন টেস্ট সিরিজ ড্র  করেছেন। এরপর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট জিতেছেন। দ্বিতীয় টেস্টের জয়ের দুয়ারে আছে ভারতীয় দল। ফলে ভারতীয় দলে টেস্টের নেতৃত্বের সূচনাটা ভালোই হয়েছে।

এবার অপেক্ষা এক দিনের সিরিজের নেতৃত্বের অভিষেকের। ২০২৭ সালের একদিনের বিশ্বকাপের দিকে লক্ষ্য রেখেই এখন থেকেই নেতৃত্ব বদল করেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। রোহিত শর্মা বিরাট কোহলি ২০২৭ সাল পর্যন্ত খেলবেন কিনা সেটা নিয়ে নিশ্চয়তা নেই। ফলে নতুন দল তৈরি রাখতে এখন থেকেই উদ্যোগী নির্বাচকরা।

আরও পড়ুন :ডার্বির কথা ভাবতে নারাজ অস্কার, নামধারীর বিরুদ্ধে খেলতে পারবেন হিরোশি?

অজি সফরই বিরাট রোহিতদের শেষ সফর হতে পারে বলেও জল্পনা চলছে। রোহিত শর্মা ভারতীয় দলকে দুটি আইসিসি ট্রফি জিতিয়েছেন।

 

spot_img

Related articles

বিজয়া সম্মিলনীতে অভিষেককে ঘিরে নেতা-কর্মীদের আবেগ-উচ্ছ্বাস, ফের ‘সেবাশ্রয়ে’র সিদ্ধান্ত ডায়মন্ড হারবারের সাংসদের

ছিল ডায়মন্ড হারবারের বিজয়া সম্মিলনী। কিন্তু দিনের শেষে সেটি হয়ে গেল কার্যত সারা জেলার বিজয়া সম্মিলনী। প্রিয়নেতা ডায়মন্ড...

ডার্বির কথা ভাবতে নারাজ অস্কার, নামধারীর বিরুদ্ধে খেলতে পারবেন হিরোশি?

মঙ্গলবার আইএফএ শিল্ডে(IFA Shield) গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলতে নামছে ইস্টবেঙ্গল(East Bengal)। প্রতিপক্ষ নামধারী এফসি(Namdhari fc)। শ্রীনিধি ডেকানের...

পঞ্চম দিনে খেলা টানল ওয়েস্ট ইন্ডিজ, প্রশ্নের মুখে দিল্লির পিচ ও গম্ভীরের রণকৌশল

প্রথম টেস্টে(Test) আড়াই দিনেই জয় পেয়েছিল ভারত(India)। কিন্তু দ্বিতীয় টেস্টে খেলতে হল পুরো পাঁচ দিন। দিল্লিতে(Delhi) ওয়েস্ট ইন্ডিজের...

সময় বাড়ল ইউনিফায়েড পেনশন স্কিমে আবেদনের

রাজ্যে নিযুক্ত সর্বভারতীয় ক্যাডারের অফিসারদের জন্য কেন্দ্রের নতুন ইউনিফাইড পেনশন প্রকল্পে যোগদানের বিকল্প বেছে নেওয়ার সময়সীমা আরও দু’মাস...