Friday, November 7, 2025

সমবায় ব্যাঙ্কে দুর্নীতি রুখতে বড় পদক্ষেপ রাজ্যের, শুরু সাইবার সুরক্ষা সংস্কার কর্মসূচি

Date:

Share post:

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলিতে ক্রমবর্ধমান দুর্নীতি ও জালিয়াতির ঘটনায় কড়া নজর দিল রাজ্য সরকার। ব্যাঙ্কগুলির নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এবার সাইবার সুরক্ষায় জোর দিচ্ছে সরকার। এর জন্য শুরু হয়েছে এক সমগ্র সাইবার সুরক্ষা সংস্কার কর্মসূচি।

পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ব্যাঙ্ক লিমিটেড জানিয়েছে, আগামী পাঁচ বছরের জন্য ব্যাঙ্কের সাইবার নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা ও উন্নয়নের দায়িত্ব নিতে একটি বিশেষজ্ঞ সংস্থা নিয়োগ করা হবে। ইতিমধ্যেই আগ্রহী সংস্থাগুলির কাছ থেকে দরপত্র আহ্বান করা হয়েছে। ব্যাঙ্ক সূত্রে জানা গেছে, এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল তথ্য চুরি, আর্থিক জালিয়াতি এবং সাইবার অপরাধ দ্রুত সনাক্ত ও প্রতিরোধ করা। এর ফলে গ্রাহকের তথ্য আরও সুরক্ষিত থাকবে এবং ডিজিটাল লেনদেনে মানুষের আস্থা বাড়বে বলে মনে করছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ব্যাঙ্ক দীর্ঘদিন ধরেই রাজ্যের কৃষি, গ্রামীণ উন্নয়ন ও সহায়ক খাতে ঋণদান ও আর্থিক সহায়তার মূল ভূমিকা পালন করছে। বর্তমানে ব্যাঙ্কের অধিকাংশ কাজকর্ম ডিজিটালভাবে সম্পন্ন হচ্ছে এবং জাতীয় পেমেন্ট সিস্টেমের সঙ্গে যুক্ত থাকায় সাইবার সুরক্ষা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই সংস্কার কর্মসূচির আওতায় ব্যাঙ্কের সার্ভার, ডেটাবেস, নেটওয়ার্ক, এটিএম, সিসিটিভি সহ সমস্ত ডিজিটাল পরিকাঠামোর অডিট করা হবে। নিরাপত্তার কোথাও কোনও ঘাটতি থাকলে তা চিহ্নিত করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। ব্যাঙ্কের এক আধিকারিকের কথায়, “সাইবার আক্রমণ আজ বিশ্বব্যাপী এক বড় চ্যালেঞ্জ। তাই গ্রাহকের অর্থ ও তথ্যের সুরক্ষায় আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি।” রাজ্য সরকারের এই পদক্ষেপে ব্যাঙ্কের ডিজিটাল পরিকাঠামো আরও সুরক্ষিত ও নির্ভরযোগ্য হবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন- সতর্ক রাজ্য! ডেঙ্গি মোকাবিলায় বিশেষ বিশেষ কর্মপরিকল্পনা রূপায়ণের নির্দেশ মু্খ্যসচিবের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

আজ স্কুল সার্ভিস কমিশনের একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ

সুপ্রিম রায়ে চাকরি হারানো থেকে এসএসসির (School Service Commission) নতুন করে পরীক্ষার দীর্ঘ পথ অতিক্রম করে এবার রেজাল্টের...

বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত কিংবদন্তি গায়িকা – অভিনেত্রী সুলক্ষণা পণ্ডিত

বলিউডে শোকের ছায়া। প্রয়াত হিন্দি চলচ্চিত্র ও সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব সুলক্ষণা পণ্ডিত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১...

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...