Monday, November 17, 2025

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে উদ্যোগ রাজ্যের 

Date:

রাজ্যের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে এবার নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। শিশুদের পুষ্টি ও প্রাথমিক শিক্ষার ক্ষেত্র হিসেবে বহু বছর ধরেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে অঙ্গনওয়াড়ি প্রকল্প। এবার সেই পরিষেবাকে আরও মজবুত করতেই এই সিদ্ধান্ত।

সরকারি সূত্রে জানা গিয়েছে, রাজ্যের প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিদ্যুৎ বিল বাবদ প্রতি মাসে ৫০০ টাকা করে অনুদান দেবে রাজ্য সরকার। এই মর্মে নারী, শিশু ও সমাজকল্যাণ দফতর থেকে রাজ্যের সব জেলা শাসকদের উদ্দেশে নির্দেশিকা পাঠানো হয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে রাজ্যে প্রায় ১ লক্ষ ১৯ হাজার অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু রয়েছে। এর মধ্যে প্রায় ৬০ শতাংশ সরকারি ভবনে অবস্থিত, বাকিগুলি বিভিন্ন ক্লাব বা সংগঠনের ভাড়া নেওয়া জায়গায় চলছে। প্রশাসনিক সূত্রে খবর, এখনও কিছু অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ হয়নি। সেক্ষেত্রে সংযোগের এককালীন খরচ বহন করবে সংশ্লিষ্ট পঞ্চায়েত, পুরসভা বা জেলা প্রশাসন। সংযোগ সম্পূর্ণ হওয়ার পর ‘পোষণ ট্র্যাকার অ্যাপ’-এ তথ্য আপলোড করা হলে, কেন্দ্রভিত্তিক বিদ্যুৎ বিল বাবদ মাসিক ৫০০ টাকা করে প্রদান করা হবে রাজ্যের তরফে।

নবান্নের দাবি, এই পদক্ষেপের ফলে রাজ্যের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে শিশুদের পুষ্টি, শিক্ষা ও সার্বিক সেবার মান আরও উন্নত হবে। প্রশাসনের মতে, নিয়মিত বিদ্যুৎ থাকলে কেন্দ্রগুলিতে রান্না, পড়াশোনা, ওজন মাপা, স্বাস্থ্য-পরীক্ষা ইত্যাদি কার্যক্রম আরও দক্ষভাবে চালানো সম্ভব হবে।

আরও পড়ুন – রাজ্যের আবেদনে সাড়া দিয়ে লক্ষ টাকা দান অভিষেকের, সকলকে এগিয়ে আসার আর্জি

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

সময়সীমা ২৬ নভেম্বর! বিশেষ নিবিড় সংশোধনীতে তৎপর নির্বাচন দফতর

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় রাজ্যের প্রতিটি ভোটারের এনিউমারেশন ফর্ম সংগ্রহ ও তার ডিজিটাইজেশনের কাজ ২৬ নভেম্বরের...

বৃদ্ধ বাবার খেয়াল রাখেন না যুবরাজও! মৃত্যুর অপেক্ষায় যোগরাজ

বর্তমানে বয়সকালে বৃদ্ধ মা-বাবাকে দেখভাল না করার অভিযোগ নতুন নয়, এই নিয়ে অনেক মামলা হয় হাইকোর্ট বা সুপ্রিম...

ঢাকা হাসিনাকে ফেরত চাইতেই বার্তা দিল নয়াদিল্লি

ফাঁসির সাজা ঘোষণার পরেই বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনাকে (Sheikh Hasina) ফেরানোর তোড়জোড় শুরু বাংলাদেশের কার্যনির্বাহী সরকারের। আর...

ছেলেমানুষি করছেন রাজ্যপাল! রাজভবনে খানাতল্লাশিকে ‘নাটক’ বলে তীব্র কটাক্ষ কল্যাণের

তাঁরই অভিযোগের প্রেক্ষিতে রাজভবনে ঘটা করে তল্লাশি অভিযান করালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Ananda Bose)। আর...
Exit mobile version