Tuesday, November 18, 2025

কালীপুজো – দীপাবলিতে দুই ঘণ্টা সবুজ আতসবাজির অনুমতি রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের

Date:

আসন্ন কালীপুজো ও দীপাবলিতে সবুজ আতসবাজি পোড়ানোর সময়সীমা নির্ধারণ করল পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। পর্ষদের নির্দেশ অনুযায়ী, আগামী ২০ অক্টোবর রাতে শুধুমাত্র রাত ৮টা থেকে ১০টা পর্যন্তই সবুজ আতসবাজি পোড়ানো যাবে।

পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র জানান, আদালতের নির্দেশ মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, “কালীপুজো বা দীপাবলির রাতে রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত সবুজ আতসবাজি পোড়ানোর অনুমতি দেওয়া হয়েছে। এর বাইরে আতসবাজি পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ।”

পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধুমাত্র পেট্রোলিয়াম অ্যান্ড এক্সপ্লোসিভস সেফটি অর্গানাইজেশন (PESO) বা ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট (NEERI) অনুমোদিত সবুজ আতসবাজিই ব্যবহার করা যাবে। অবৈধ আতসবাজির সরবরাহ রুখতে পর্ষদ ও পুলিশের যৌথ উদ্যোগে ইতিমধ্যেই রাজ্যজুড়ে বিশেষ চেকপোস্ট ও নজরদারি অভিযান শুরু হয়েছে। কল্যাণ রুদ্র বলেন, “বাজারে নিষিদ্ধ আতসবাজি যাতে না ঢোকে, তা নিশ্চিত করতে পুলিশ ও পর্ষদের কর্মীরা একযোগে কাজ করছেন।” অন্যদিকে, ‘সারা বাংলা আতসবাজি উন্নয়ন সমিতি’-র চেয়ারম্যান বাবলা রায় জানান, কলকাতায় চারটি নির্দিষ্ট মেলায় প্রত্যয়িত সবুজ আতসবাজি বিক্রি হবে। তিনি বলেন, “পরিবেশবান্ধব আতসবাজির প্রচারে আমরা সবাইকে সচেতন করতে চাই, যাতে উৎসবের আনন্দ বজায় রেখেই দূষণ নিয়ন্ত্রণ করা যায়।” পরিবেশবিদদের মতে, পর্ষদের এই পদক্ষেপ দূষণ রোধে সহায়ক হবে এবং উৎসবের সময় শহরের বায়ু মান রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

আরও পড়ুন – ভবানীপুরের বিজয়া সম্মিলনীতে উত্তর থেকে বার্তা মুখ্যমন্ত্রীর 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...
Exit mobile version