Tuesday, November 18, 2025

বিজেপি (BJP) শাসিত যোগী রাজ্য থেকে করবা চৌথের রাতে (Karwa ChauthNight) ‘নিখোঁজ’ ১২ নববধূ! পুলিশ সূত্রে জানা গেছে ধুমধাম করে করবা চৌথের ব্রত উদযাপনের পর উত্তরপ্রদেশের আলিগড় শহরের (Aligarh, Uttar Pradesh) সাসনি গেট থানা এলাকার একটি পরিবারে রাতের খাবার খেয়ে সকলে যখন ঘুমোতে যান ঠিক সেই সময় ১২ জন সদ্য বিবাহিত নববধূ বাড়ি থেকে উধাও হয়ে যান বলে খবর। পাশাপাশি বাড়ির নগদ অর্থ, সোনা-রুপোর গয়না ছাড়াও বেশ কিছু মূল্যবান জিনিস উধাও। থানায় অভিযোগ করলে দেখা যায় প্রায় একই ঘটনা ঘটেছে আরও চার পরিবারের সঙ্গে। তদন্ত শুরু পুলিশের।

সাসনি গেট থানার তরফে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওই মহিলারা পালিয়ে গেছেন। কারণ তাঁদের বাড়ির লোকেদের বক্তব্য, খাবারের মধ্যে ঘুমের ওষুধ জাতীয় কিছু মেশানো থাকতে পারে। ‘উধাও’ নববধূদের প্রত্যেকের মোবাইল ফোন বন্ধ। সিসিটিভি ফুটেজেও বাড়ি ছাড়ার সময়েই তাঁদের শেষবার দেখা গিয়েছে। তার পরে তাঁরা কোন দিকে গিয়েছেন, সেটা স্পষ্ট নয়। পুলিশ মনে করছে, এর পিছনে একটা বড় চক্র কাজ করছে। ভিন রাজ্য যেমন বিহার ও ঝাড়খণ্ড থেকে মহিলাদের এনে ঘটকদের মাধ্যমে বিয়ে দেওয়া হত। এখানেও দেখা গিয়েছে প্রতিটি ক্ষেত্রে বিয়েগুলি ঘটকদের মাধ্যমে হয়েছে। এর জন্য তাঁরা ৮০ হাজার থেকে দেড় লক্ষ টাকা নিয়েছিলেন। নববধূরা নিখোঁজ হতেই ঘটকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা হলেও আশ্চর্যজনকভাবে প্রত্যেকের ফোন বন্ধ। শুরু হয়েছে তল্লাশি।

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...
Exit mobile version