Tuesday, November 18, 2025

প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা দীপক সরকার, মঙ্গলেই দেহ দান মেদিনীপুরে 

Date:

বার্ধক্যজনিত কারণে প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা দীপক সরকার (Veteran Left leader Deepak Sarkar passed away)। মেদিনীপুর শহরের বিধাননগরে নিজের বাস ভবনে সোমবার রাত ১১টা ১৫ মিনিট নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৫ বছর। দীর্ঘ তেইশ বছর অবিভক্ত মেদিনীপুর জেলায় সিপিএমের জেলা সম্পাদকের পদ সামলেছিলেন তিনি। সামলে ২০১৫ সালে অব্যাহতি মেলে। এরপর ২০২২ সালে রাজ্য সম্পাদকমণ্ডলী থেকেও সরে আসেন। মঙ্গলেই তাঁর অন্তিম যাত্রা ও দেহ দান হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।

এক কালের ‘দাপুটে’ নেতা তথা মেদিনীপুর কলেজের প্রাক্তন অধ্যাপক সোমবার বিকেলেও দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন। তাঁর পর বাড়ি ফিরে যান। রাতে তাঁর মৃত্যু সংবাদ আসায় শোকাহত দলীয় কর্মী থেকে নেতৃত্বরা। ট্রেড ইউনিয়ন নেতা হিসাবেও বিশেষ পরিচিতি ছিল তাঁর। মেদিনীপুর মেডিক্যাল কলেজ, স্পোর্টস ডেভলপমেন্ট অ্যাকাডেমি (Sports Development Academy) তৈরির ক্ষেত্রে দীপক সরকারের অবদান উল্লেখযোগ্য। মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত জেলার দলীয় কার্যালয়ে বর্ষীয়ান নেতার মরদেহ রাখা হবে। সেখানেই শেষ শ্রদ্ধা জানানো যাবে। এরপর গোলকুঁয়াচক, পঞ্চুরচক, ক্ষুদিরাম স্ট্যাচু মোড়, কোরানিতলা হয়ে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বামপন্থী নেতার দেহ দান প্রক্রিয়া সম্পন্ন হবে বলে খবর।

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...
Exit mobile version