একাকীত্ব কাটানোর টোপ দিয়ে শহর কলকাতার বুকে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ! মিন্টো পার্ক এলাকায় ডেটিং অ্যাপ চক্রের (Dating App Scam) পর্দাফাঁস করলো কলকাতা পুলিশ (Kolkata Police)। এই চক্রটি মূলত যুবক ও মধ্যবয়সী পুরুষদের টার্গেট করতে বলে জানা গেছে। এই ঘটনায় ১৬ মহিলা-সহ মোট ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ‘সঙ্গ’ দেওয়ার নাম করে মধ্যবয়সী পুরুষদের বাড়িতে মহিলাদের পাঠানো হতো। পরিচয়ের পর ঘনিষ্ঠতার নামে হাজার হাজার টাকা হাতিয়ে নেওয়া এবং মূল্যবান জিনিসও সরানো হতো। কারোর কারোর ক্ষেত্রে পরিমাণটা লাখের বেশি।ধৃতদের কাছ থেকে একাধিক মোবাইল, ল্যাপটপ, স্ক্রিপ্ট, ব্যাঙ্ক সম্পর্কিত নথি ও রেজিস্টার বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় আর কারা যুক্ত তার তদন্ত শুরু করেছে পুলিশ। বিশেষজ্ঞরা বলছেন, প্রতারণার হাত থেকে বাঁচতে অনলাইনে পরিচিতি তৈরি করার সময় সচেতন থাকা জরুরি। কোন রকমের সন্দেহ হলে দ্রুত সাইবার বিশেষজ্ঞ ও প্রশাসনের সঙ্গে যোগাযোগের কথাও বলা হয়েছে।

–

–

–

–

–

–

–

–


