দীর্ঘদিন অগ্ন্যাশয়ের ক্যানসারে ভুগছিলেন, মঙ্গলে শেষ হলে লড়াই। প্রয়াত ৫১ বছর বয়সী আমেরিকান গায়ক ডি’অ্যাঞ্জেলো (American singer D’Angelo passed away)। শিল্পীর পরিবারের তরফ থেকে তাঁর মৃত্যুসংবাদ নিশ্চিত করা হয়েছে। শোকাহত অনুরাগীরা।

বেশ কয়েক মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন ডি’অ্যাঞ্জেলো। গত দু সপ্তাহে তাঁর শারীরিক অবস্থার যথেষ্ট অবনতি হয়। গ্র্যামি পুরস্কার জয়ী গায়ক মারণ রোগের সঙ্গে লড়াইটা আর চালিয়ে যেতে পারলেন না। মঙ্গলবার (১৪ অক্টোবর) নিউইয়র্ক শহরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। ডি’অ্যাঞ্জেলোর জনপ্রিয় গানগুলির মধ্যে রয়েছে ‘ব্রাউন সুগার’, ‘মি অ্যান্ড দোজ ড্রিমিং আইজ অফ মাইন’, ‘ডেভিল্স পাই’ ইত্যাদি। গায়কের ছেলে মাইকেল জুনিয়র কয়েক মাস আগেই মাইকেল তাঁর মা অ্যাঞ্জি স্টোনকে হারিয়েছেন। সংবাদমাধ্যমকে তিনি বলেন, “আমি সত্যিই কৃতজ্ঞ এই কঠিন সময়ে আপনারা সকলে প্রার্থনা করেছেন। এই বছরটা আমার জন্য খুব কঠিন এবং দুঃখের। আমি অনুরোধ করব, আপনারা ভবিষ্যতেও আমার জন্য প্রার্থনা করবেন।”

–

–

–

–

–

–

–

–


