জোটে জট! বিজেপির পরে অসম্পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ জেডিইউ-এর

Date:

Share post:

দীর্ঘ টালবাহানার পরে বিহার নির্বাচনের ফলাফল ঘোষণার একমাস আগে প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল শাসকপক্ষ। বিজেপি ৭১ জনের তালিকা প্রকাশ করে কার্যত মান রাখল। সেই পথে বুধবার প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল নীতীশ কুমারের (Nitish Kumar) জেডিইউ (JDU)। তাঁদের তালিকা প্রকাশিত হল ৫৭ জনের। তবে এখনও পর্যন্ত এনডিএ-র আসন রফা নিয়ে কোনও সিদ্ধান্ত শোনাতে পারল না বিহারের ক্ষমতাসীন এনডিএ (NDA) জোট। এদিন আরজেডির (RJD) প্রার্থী তেজস্বী যাদব রাঘোপুর (Raghopur) কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন পত্র জমা দেন।

প্রাথমিকভাবে রবিবার এনডিএ জোটের আসন রফার ঘোষণা করার কথা ছিল। কিন্তু রফা চূড়ান্ত না হওয়ায় সেই ঘোষণা হয়নি। এর একদিন পরে প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করে মান রক্ষা করে বিজেপি। তবে সেখানেই প্রশ্ন উঠেছিল, এনডিএ জোট সঙ্গীদের প্রতিক্রিয়া নিয়ে। পূর্ণ আসন বণ্টনের আগে কীভাবে প্রার্থী তালিকা ঘোষণা হল, তা নিয়েও উঠেছিল প্রশ্ন। এবার নিজেদের ৫৭ জনের তালিকা ঘোষণা (candidate list) করল মুখ্যমন্ত্রীর দল জেডিইউ। এই তালিকায় বর্তমান প্রশাসনের পাঁচ মন্ত্রী রয়েছেন। তবে নীতীশ কুমারের নাম তালিকায় এখনও নেই। রয়েছে চার মহিলা প্রার্থীর নাম। প্রাথমিক আসন বন্টনের (seat distribution) সম্ভাবনা অনুযায়ী জেডিইউ-এর (JDU) লড়ার কথা ১০১ আসনে। অর্থাৎ এখনও প্রায় অর্ধেক আসনের প্রার্থী ঘোষণা বাকি।

অন্যদিকে ইন্ডিয়া জোটের দলগুলির আসন বন্টন নিয়েও জট কাটেনি। মূলত কংগ্রেসের সঙ্গে আসন বন্টন নিয়ে রয়েছে জটিলতা। তা সত্ত্বেও লালু প্রসাদের আরজেডি ৩৫ জনের তালিকা প্রকাশ করে মঙ্গলবার। সেই তালিকা অনুযায়ী মাধোপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তেজস্বী যাদব। সেই মতো বুধবারই তিনি বৈশালীতে মনোনয়ন জমা করেন। আরজেডি এবারের নির্বাচনে ১৩৫ আসনে প্রার্থী দেওয়ার সম্ভাবনা রয়েছে।

শাসক ও বিরোধী দুই শিবিরের পাশাপাশি বিহার নির্বাচনে আত্মপ্রকাশ করতে চলেছে ভোট কুশলী প্রশান্ত কিশোরের (Prashant Kishor) দল জনসূরজ পার্টি। তারা প্রথম দফার নির্বাচনের জন্য ইতিমধ্যেই ৬৫ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। যদিও মাধোপুরে তেজস্বী যাদবের প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াচ্ছেন না প্রশান্ত কিশোর। এমনকি তিনি বিহার বিধানসভা নির্বাচনে লড়াই করবেন না বলেই জানালেন বুধবার।

আরও পড়ুন: কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও ত্রাণ-সাহায্য একাই সামলাচ্ছে রাজ্য, সাধারণ মানুষের কাছে সাহায্যের আর্জি মুখ্যমন্ত্রীর

তবে এবারের নির্বাচনে বড় ফ্যাক্টর হতে পারেন লালু প্রসাদ যাদবের বড় ছেলে তেজপ্রতাপ যাদব। তার জনশক্তি জনতা দল ইতিমধ্যেই ২১ জনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। যদিও তেজপ্রতাপ কোন কেন্দ্র থেকে লড়বেন এখনও তা স্পষ্ট নয়। বিহার নির্বাচনের প্রথম দফার ভোট ৬ নভেম্বর। তার মনোনয়ন জমার শেষ দিন ১৭ অক্টোবর। এখনও শাসক বিরোধী কোনও দলই সম্পূর্ণ প্রার্থী তালিকা সেই নির্বাচনের জন্য প্রকাশ করতে পারেনি। সেক্ষেত্রে আগামী দুদিন বিহারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে।

spot_img

Related articles

শবরীমালা মন্দিরে আয়াপ্পা দর্শনে দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

দীর্ঘসময় ধরে বিতর্কের শিরোনামে থাকা কেরলের ঐতিহাসিক শবরীমালা মন্দিরে পুজো দিলেন দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi...

কাটল জট: বিহারের ভোটে তেজস্বীকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা মহাগঠবন্ধনের

অবশেষে কাটল জট। বিহারের (Bihar) আসন্ন বিধানসভা নির্বাচনে মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে আরজেডি নেতা তেজস্বী যাদবকেই (Tejaswi Yadav)...

দুর্গাপুর কাণ্ডে নজরে ‘মাস্টারমাইন্ড;! আদালতে বিস্ফোরক নির্যাতিতার আইনজীবী

দুর্গাপুর মেডিক্যাল(Durgapur medical) পড়ুয়াকে ধর্ষণের ঘটনা নিয়ে নির্যাতিতার আইনজীবী এবার বিস্ফোরক দাবি করলেন। তিনি জানান, ‘ধর্ষণের ঘটনা পূর্ব...

চিকিৎসক পরিচয় দিয়ে SSKM-এ নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ, জালে অভিযুক্ত

হাসপাতালে (Hospital) নাবালিকা (Minor Girl) রোগিণীকে চিকিৎসক পরিচয় দিয়ে যৌন নিগ্রহের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। পুলিশ (Police)...