Monday, November 17, 2025

বুধের সকালে প্রয়াত ‘মহাভারত’ অভিনেতা পঙ্কজ ধীর, শোকপ্রকাশ অভিষেকের

Date:

বুধের সকালে বিনোদন জগতে দুঃসংবাদ, চলে গেলেন সিনেমা জগতের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ধীর (Actor Pankaj Dheer passes away )। দীর্ঘ দিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। মাসখানেক আগে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। অপারেশন করা হয়। তারপর আর সেরে উঠতে পারেননি। বি আর চোপড়ার (BR Chopra) ‘মহাভারত’-এর কর্ণ চরিত্রে তাঁর অভিনয় এখনও দর্শকমনে উল্লেখযোগ্য জায়গা নিয়ে আছে। ৬৮ বছর বয়সে অভিনেতার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোশ্যাল মিডিয়ায় অভিনেতার ছবি পোস্ট করে তিনি লেখেন, ভারতীয় টেলিভিশন এবং সিনেমা জগতে পঙ্কজ ধীরের অবদান অনস্বীকার্য। অভিনেতার পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন অভিষেক (Abhishek Banerjee)।

মঙ্গলে আমেরিকান গায়ক গ্র্যামি পুরস্কার জয়ী ডি’অ্যাঞ্জেলোর মৃত্যু সংবাদ মিলেছিল। বুধের সকালে প্রয়াত ভারতীয় অভিনেতা পঙ্কজ (Pankaj Dheer)। বিনোদন জগতের সময়টা সত্যি বোধহয় ভালো যাচ্ছে না। বলিউড সিনেমা সিরিয়াল জগতের কলাকুশলীরা অভিনেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। শোকবার্তা  দেওয়া হয়েছে ‘সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস্‌ অ্যাসোসিয়েশন’(CTAA)-এর তরফ থেকেও। প্রায় ৫৫ বছরের অভিনয় ক্যারিয়ারে সোলজার’, ‘জমিন’, ‘আন্দাজ’-এর মতো বহু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন পংকজ। তার কণ্ঠস্বর এবং ব্যক্তিত্বের মেলবন্ধন দর্শকের পছন্দের ছিল। পরিচালক হিসেবে দুটো ছবিতে কাজ করেছেন তিনি। এদিন বিকেল সাড়ে চারটে নাগাদ মুম্বইয়ে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।

 

Related articles

ঘাড়ের ব্যথায় বিমান সফরে নিষেধাজ্ঞা, কলকাতাতেই থাকতে হবে গিলকে?

রবিবার রাতেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন শুভমান গিল(subhaman gill)। কিন্তু এখনও পুরোপুরি সুস্থ নন ভারত অধিনায়ক। দ্বিতীয় টেস্টে...

ইন্টারন্যাশনাল অপরাধ ট্রাইবুনালে হাসিনার ফাঁসির সাজা ‘বিচারহীনতা’! মন্তব্য বাংলাদেশের আইনজীবী রবীন্দ্রনাথের

বাংলাদেশে ইন্টারন্যাশনাল অপরাধ ট্রাইবুনালে বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheik Hasina) ফাঁসির সাজা ঘোষণা করেছে। সোমবার এই...

বাতাসে জলীয়বাষ্প কমে স্বস্তি, তবে রাজ্যের দুই অংশে দুরকম আবহাওয়া

বঙ্গোপসাগরের পূর্ব-দক্ষিণ পূর্বে ঘূর্ণাবর্তের জেরে ফের ফের একবার ঊর্ধ্বমুখি বাংলার তাপমাত্রা। ঘূর্ণাবর্তের জেরে বাংলায় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও...

অভিষেকের অনুরোধে অনশন প্রত্যাহার, মঞ্চেই অসুস্থ মমতাবালা ঠাকুর ভর্তি হাসপাতালে

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) অনুরোধে রবিবার রাতেই SIR-এর প্রতিবাদে চলা অনশন প্রত্যাহারের কথা...
Exit mobile version