Monday, November 17, 2025

বুধের সকালে প্রয়াত ‘মহাভারত’ অভিনেতা পঙ্কজ ধীর, শোকপ্রকাশ অভিষেকের

Date:

বুধের সকালে বিনোদন জগতে দুঃসংবাদ, চলে গেলেন সিনেমা জগতের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ধীর (Actor Pankaj Dheer passes away )। দীর্ঘ দিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। মাসখানেক আগে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। অপারেশন করা হয়। তারপর আর সেরে উঠতে পারেননি। বি আর চোপড়ার (BR Chopra) ‘মহাভারত’-এর কর্ণ চরিত্রে তাঁর অভিনয় এখনও দর্শকমনে উল্লেখযোগ্য জায়গা নিয়ে আছে। ৬৮ বছর বয়সে অভিনেতার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোশ্যাল মিডিয়ায় অভিনেতার ছবি পোস্ট করে তিনি লেখেন, ভারতীয় টেলিভিশন এবং সিনেমা জগতে পঙ্কজ ধীরের অবদান অনস্বীকার্য। অভিনেতার পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন অভিষেক (Abhishek Banerjee)।

মঙ্গলে আমেরিকান গায়ক গ্র্যামি পুরস্কার জয়ী ডি’অ্যাঞ্জেলোর মৃত্যু সংবাদ মিলেছিল। বুধের সকালে প্রয়াত ভারতীয় অভিনেতা পঙ্কজ (Pankaj Dheer)। বিনোদন জগতের সময়টা সত্যি বোধহয় ভালো যাচ্ছে না। বলিউড সিনেমা সিরিয়াল জগতের কলাকুশলীরা অভিনেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। শোকবার্তা  দেওয়া হয়েছে ‘সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস্‌ অ্যাসোসিয়েশন’(CTAA)-এর তরফ থেকেও। প্রায় ৫৫ বছরের অভিনয় ক্যারিয়ারে সোলজার’, ‘জমিন’, ‘আন্দাজ’-এর মতো বহু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন পংকজ। তার কণ্ঠস্বর এবং ব্যক্তিত্বের মেলবন্ধন দর্শকের পছন্দের ছিল। পরিচালক হিসেবে দুটো ছবিতে কাজ করেছেন তিনি। এদিন বিকেল সাড়ে চারটে নাগাদ মুম্বইয়ে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।

 

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...
Exit mobile version