সোনার দামের ঊর্ধ্বমুখী গ্রাফের সামান্য হ্রাস মধ্যবিত্তের মুখে হাসি ফোটালো। বুধের (১৫ অক্টোবর ২০২৫) সকালে মিলল সাময়িক স্বস্তির খবর। কমল হলুদ ধাতুর দাম (Gold Rate)। সামনেই ধনতেরাস ও দীপাবলি উৎসব (Diwali), তারপরই শুরু হবে বিয়ের মরসুম। তাই সোনার দামের পতন কিছুটা হলেও চিন্তা কমাবে আমজনতার, মনে করছেন ব্যবসায়ীরা।

গত কয়েক মাস ধরে সোনা এবং রুপো দুই ধাতুরই দাম আকাশছোঁয়া। তাই দীপাবলি ও ধনতেরাসের আগে সোনার দাম কমা মানেই ক্রেতাদের জন্য সুবর্ণ সুযোগ বলাইবাহুল্য। আজ ২২ ক্যারেট এক গ্রাম সোনার দাম হয়েছে ১২ হাজার ১০ টাকা৷ ১৮ ক্যারেটের ১ গ্রামের দাম ৯ হাজার ৮৬০ টাকা৷ রুপোর দাম অবশ্য বেড়েই চলেছে। ১ কেজি রুপোর দাম (Silver Rate) হয়েছে ১ লক্ষ ৭৯ হাজার ৫১৪ টাকা।

–

–

–

–

–

–

–

–
–


