Monday, November 17, 2025

বেলুড় রাসবাড়ি ঘাটে ছটে নিষেধাজ্ঞা হাই কোর্টের

Date:

কলকাতা হাই কোর্টের পুজোর অবকাশকালীন বেঞ্চ বেলুড়ের শিব কৃষ্ণ দেবত্তর স্টেটের মালিকানাধীন রাসবাড়ি ঘাটে ছট পুজো ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে। আদালতের নির্দেশ অনুযায়ী, ব্যক্তিগত মালিকানাধীন এই ঘাটে এবার থেকে আর ছটের অনুষ্ঠান আয়োজন করা যাবে না।

ঘাটটি যদিও দেবত্তর সম্পত্তি হলেও তা সরকারি নয়, ব্যক্তিগত মালিকানাধীন। আদালত জানিয়েছে, এমন সম্পত্তি রাজ্য বা প্রশাসন কোনোভাবেই ছট পুজোর কাজে ব্যবহার করতে পারবে না। এদিকে, রাজ্য এই নির্দেশ চ্যালেঞ্জ করে হাই কোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হতে চলেছে। আদালতে রাজ্যের যুক্তি ছিল, ওই এলাকায় পর্যাপ্ত ঘাট না থাকার কারণে প্রশাসন এই ঘাট ব্যবহার করার ব্যবস্থা করে এসেছে। তবে দেবত্তর স্টেটের রিসিভার দাবী করেছেন, ব্যক্তিগত মালিকানায় থাকা এই ঘাট সর্বসাধারণের ব্যবহারের জন্য দেওয়া যায় না।

শিব কৃষ্ণ দেবত্তর স্টেটের রিসিভার হিসেবে নিযুক্ত রয়েছেন কলকাতা হাই কোর্টের আইনজীবী দ্বিজদাস চক্রবর্তী। তিনি বলেন, প্রতিবছর ছট পুজোর সময় এই ঘাটে বেআইনিভাবে ঢুকে অনুষ্ঠান করা হয়, যাকে বাধা দিলে সেবায়েতদের মাধ্যমে জোরপূর্বক গেট খোলা হয়। ২০২২ সালে স্থানীয় ছট কমিটির করা মামলায় পরিবার বা সেবায়েতদের পক্ষের কেউ অন্তর্ভুক্ত না হওয়ায় সেই মামলার ফয়সালা হয়নি। তাই এবার ছটের আগে পুনরায় আদালতের দ্বারস্থ হয়েছেন রিসিভার।

১৯ য়ের দশকে, ১৮৯০ সালে শিবকৃষ্ণ দাঁয়ের পুত্র পূর্ণচন্দ্র দাঁ ও সহধর্মিণী কাদম্বিনী দাসীর হাতে তৈরি এই বেলুড়ের রাসবাড়ি। ৪০ ফুট উঁচু নবরত্ন মন্দির, রাসমঞ্চ, ছয়টি শিবমন্দির, নাটমন্দির, নহবতখানা, ভোগঘর এবং বাগানসহ সম্পূর্ণ প্রাঙ্গণ ঐতিহাসিক গুরুত্ব বহন করছে। এবার আদালতের এই সিদ্ধান্তের পর ছট পুজো ঘাট ব্যবহারের বিতর্ক নতুন রূপ নিয়েছে।

আরও পড়ুন – ২০২৬ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

সময়সীমা ২৬ নভেম্বর! বিশেষ নিবিড় সংশোধনীতে তৎপর নির্বাচন দফতর

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় রাজ্যের প্রতিটি ভোটারের এনিউমারেশন ফর্ম সংগ্রহ ও তার ডিজিটাইজেশনের কাজ ২৬ নভেম্বরের...

বৃদ্ধ বাবার খেয়াল রাখেন না যুবরাজও! মৃত্যুর অপেক্ষায় যোগরাজ

বর্তমানে বয়সকালে বৃদ্ধ মা-বাবাকে দেখভাল না করার অভিযোগ নতুন নয়, এই নিয়ে অনেক মামলা হয় হাইকোর্ট বা সুপ্রিম...

ঢাকা হাসিনাকে ফেরত চাইতেই বার্তা দিল নয়াদিল্লি

ফাঁসির সাজা ঘোষণার পরেই বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনাকে (Sheikh Hasina) ফেরানোর তোড়জোড় শুরু বাংলাদেশের কার্যনির্বাহী সরকারের। আর...

ছেলেমানুষি করছেন রাজ্যপাল! রাজভবনে খানাতল্লাশিকে ‘নাটক’ বলে তীব্র কটাক্ষ কল্যাণের

তাঁরই অভিযোগের প্রেক্ষিতে রাজভবনে ঘটা করে তল্লাশি অভিযান করালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Ananda Bose)। আর...
Exit mobile version