Wednesday, January 14, 2026

বিভ্রাট মেট্রোর ব্লু লাইনে: আংশিক বন্ধ পরিষেবা

Date:

Share post:

যান্ত্রিক সমস্যায় ফের দুর্ভোগ কলকাতা মেট্রোর ব্লু লাইনে। সম্প্রতি যতবার মেট্রো বিভ্রাট হয়েছে প্রতিবারই সবথেকে ব্যস্ত লাইন – ব্লু লাইনেই সমস্যা হয়েছে। বুধবার ফের আচমকাই আংশিক বন্ধ হয়ে গেল কলকাতা মেট্রোর ব্লু লাইনের পরিষেবা। আশ্চর্যজনকভাবে এবার জানানো হল না পরিষেবা বন্ধ হওয়ার কারণ। এদিন বেলা পৌনে একটা থেকে বন্ধ হল দমদম থেকে ময়দান পর্যন্ত মেট্রো চলাচল। পরিষেবা পাওয়া গেল দক্ষিণেশ্বর থেকে দমদম ও ময়দান থেকে শহিদ ক্ষুদিরামে পরিষেবা।

বুধবার বেলা বাড়তেই সমস্যা শুরু হয় মেট্রোর ব্লু লাইনে। বেলা সাড়ে ১১টার পর থেকেই প্রতি স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে করিয়ে চালানো হয় ট্রেনগুলি। এরপর পৌনে ১টা নাগাদ সম্পূর্ণ ভেঙে পড়ে মেট্রোর পরিকাঠামো। সাধারণত আত্মহত্যার চেষ্টা বা সিগনাল সংক্রান্ত সমস্যায় মেট্রোর পরিষেবা বিঘ্নিত হলে জানিয়ে দেওয়া হয় কারণ। কিন্তু বুধবার তা হয়নি। এককথায় কোনও কারণ না দেখিয়েই আংশিক বন্ধ করে দেওয়া হয় পরিষেবা। এমনকি বিভিন্ন স্টেশনে বন্ধ করে দেওয়া হয় টিকিট কাউন্টারগুলিও।

আরও পড়ুন: ওষুধ বিক্রিতে কড়া রাজ্য, বৃহস্পতির মধ্যে মজুত মেডিসিনের তালিকা পাঠানোর নির্দেশ হাসপাতালগুলিকে

জানা যায়, গিরিশ পার্ক ও মহাত্মাগান্ধী মেট্রো স্টেশনের মাঝে লাইনে সমস্যা দেখা যায় আচমকাই। দ্রুত মেরামতির কাজের জন্য কোনও পরিকল্পনা ছাড়াই বন্ধ করে দেওয়া হয় মেট্রোর পরিষেবা আংশিকভাবে। অথচ দমদম বা অন্যান্য স্টেশনে যাত্রীদের ওঠার আগে জানানো হয়নি বিভ্রাটের ব্যাপারে। বিভিন্ন স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রেখে নামিয়ে দেওয়া হয় যাত্রীদের। ইঞ্জিনিয়ার দিয়ে মেরামতির কাজ শুরু হলেও অন্ধকারে রাখা হয় যাত্রীদের।

spot_img

Related articles

বাংলাদেশে নির্বাচন-গণভোট চায় না আওয়ামী লিগ! আটকানোর রূপরেখা নির্ধারণে নেতৃত্ব

২০২৪-এর আগাস্টের পর থেকে তদারকি সরকার চলছে বাংলাদেশে (Bangladesh)। সেই সরকারের প্রধান মহম্মদ ইউনূস দায়িত্ব নিয়ে বলেছিলেন ৩...

অপরিকল্পিত SIR-এর কুশীলব সীমা খান্নাকে আবেদন বাংলার কন্যার! পোস্ট অরূপের

একটি ফেসবুক পোস্ট, একটি আবেদন। বাংলার বহু মানুষের মনের কথা। এসআইআর(SIR) পর্বে যে হয়রানি চলছে বাংলাজুড়ে, সে কথাই...

SIR হিয়ারিং উদ্দেশ্যপ্রণোদিত, শুনানিতে হাজির হয়ে প্রবীণদের ছাড় দেওয়ার দাবি দেবের

লজিকাল ডিস্ক্রিপেন্সির নামে এসআইআর হিয়ারিং-এ কেন ডাকা হচ্ছে, কেন হয়রান করা হচ্ছে সেটা কি কেউ বুঝতে পারছে না,...

উৎসবমুখর দেশবাসী, শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

  একদিকে মকর সংক্রান্তি, অন্যদিকে পোঙ্গল, সাথে জুটি বেঁধেছে মাঘ বিহু, সবমিলিয়ে বিবিধের মাঝে যেন মহামিলন! এই উপলক্ষে বাংলার...