Saturday, December 20, 2025

বিভ্রাট মেট্রোর ব্লু লাইনে: আংশিক বন্ধ পরিষেবা

Date:

Share post:

যান্ত্রিক সমস্যায় ফের দুর্ভোগ কলকাতা মেট্রোর ব্লু লাইনে। সম্প্রতি যতবার মেট্রো বিভ্রাট হয়েছে প্রতিবারই সবথেকে ব্যস্ত লাইন – ব্লু লাইনেই সমস্যা হয়েছে। বুধবার ফের আচমকাই আংশিক বন্ধ হয়ে গেল কলকাতা মেট্রোর ব্লু লাইনের পরিষেবা। আশ্চর্যজনকভাবে এবার জানানো হল না পরিষেবা বন্ধ হওয়ার কারণ। এদিন বেলা পৌনে একটা থেকে বন্ধ হল দমদম থেকে ময়দান পর্যন্ত মেট্রো চলাচল। পরিষেবা পাওয়া গেল দক্ষিণেশ্বর থেকে দমদম ও ময়দান থেকে শহিদ ক্ষুদিরামে পরিষেবা।

বুধবার বেলা বাড়তেই সমস্যা শুরু হয় মেট্রোর ব্লু লাইনে। বেলা সাড়ে ১১টার পর থেকেই প্রতি স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে করিয়ে চালানো হয় ট্রেনগুলি। এরপর পৌনে ১টা নাগাদ সম্পূর্ণ ভেঙে পড়ে মেট্রোর পরিকাঠামো। সাধারণত আত্মহত্যার চেষ্টা বা সিগনাল সংক্রান্ত সমস্যায় মেট্রোর পরিষেবা বিঘ্নিত হলে জানিয়ে দেওয়া হয় কারণ। কিন্তু বুধবার তা হয়নি। এককথায় কোনও কারণ না দেখিয়েই আংশিক বন্ধ করে দেওয়া হয় পরিষেবা। এমনকি বিভিন্ন স্টেশনে বন্ধ করে দেওয়া হয় টিকিট কাউন্টারগুলিও।

আরও পড়ুন: ওষুধ বিক্রিতে কড়া রাজ্য, বৃহস্পতির মধ্যে মজুত মেডিসিনের তালিকা পাঠানোর নির্দেশ হাসপাতালগুলিকে

জানা যায়, গিরিশ পার্ক ও মহাত্মাগান্ধী মেট্রো স্টেশনের মাঝে লাইনে সমস্যা দেখা যায় আচমকাই। দ্রুত মেরামতির কাজের জন্য কোনও পরিকল্পনা ছাড়াই বন্ধ করে দেওয়া হয় মেট্রোর পরিষেবা আংশিকভাবে। অথচ দমদম বা অন্যান্য স্টেশনে যাত্রীদের ওঠার আগে জানানো হয়নি বিভ্রাটের ব্যাপারে। বিভিন্ন স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রেখে নামিয়ে দেওয়া হয় যাত্রীদের। ইঞ্জিনিয়ার দিয়ে মেরামতির কাজ শুরু হলেও অন্ধকারে রাখা হয় যাত্রীদের।

spot_img

Related articles

প্রধানমন্ত্রীর সভায় এসে ট্রেনের ধাক্কায় মৃত ৪: সামান্য উল্লেখ মোদির ভাষণে!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় লোক ভরাতে আশেপাশে সব জেলা থেকে লোক জোগাড় করতে হয়েছে বিজেপিকে। কারণ মতুয়া গড়...

হার্দিকের ছক্কায় আহত ক্যামেরাম্যান, চিত্রগ্রাহকের কাছে ছুটে গেলেন ক্রিকেটার নিজেই

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ (Ind vs SA T 20 series)৩-১ জিতেছে ভারত। শনিবার গুজরাটের আহমেদাবাদে...

চাকরির পরীক্ষা দেওয়ার ব্যবস্থার নেই বিজেপির ওড়িশায়! রানওয়েতে পরীক্ষার্থীরা

মাত্র ৮ হাজার পরীক্ষার্থীর জন্য পরীক্ষাকেন্দ্র জোগাড় করারও ক্ষমতা নেই মোহন মাঝি পরিচালিত ওড়িশার। ১৮৭টি চুক্তিভিত্তিক পোস্টের জন্য...

‘স্বর্গদর্শন’ করে ১১ মিনিট পর বেঁচে উঠলেন বৃদ্ধা! ভাইরাল ভিডিও ঘিরে তুমুল শোরগোল

মৃত্যুর পরে মানুষ কোথায় যায়—স্বর্গে না নরকে? এই প্রশ্নে যুগে যুগে মানুষের কৌতূহল যেমন বেড়েছে, তেমনই বেড়েছে তর্ক-বিতর্কও।...