Monday, November 17, 2025

উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে বিধানসভা থেকে পর্যবেক্ষক দল পাঠানোর প্রস্তাব 

Date:

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে বিধানসভা থেকে একটি পর্যবেক্ষক দল পাঠানোর প্রস্তাব উঠেছে। বুধবার বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান, আলিপুরদুয়ারের বিধায়ক ও পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান সুমন কাঞ্জিলাল এই প্রস্তাবটি দিয়েছেন।

সুমন কাঞ্জিলাল অধ্যক্ষের সঙ্গে সাক্ষাৎ করে বলেন, ভুটান থেকে নেমে আসা নদীর জলের সঙ্গে প্রচুর পরিমাণে ডলোমাইট প্রবাহিত হয়ে এসেছে। এর ফলেই উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে কৃষিজমি এবং চাষের ক্ষেত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সম্প্রতি অভিযোগ করেছেন যে ভুটান থেকে নেমে আসা জলের কারণেই রাজ্যের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।

অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “জলের সঙ্গে ডলোমাইট এসে ক্ষতি হয়েছে, বিশেষ করে কৃষিক্ষেত্রে। বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। আমি এ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করব।”

উল্লেখ্য, এর আগে ভারত–ভুটান নদী কমিশন গঠনের দাবিতে কেন্দ্রের কাছে এক সর্বদলীয় প্রতিনিধি দল পাঠানোর প্রস্তাব উঠেছিল বিধানসভা থেকে। তবে বিজেপির পক্ষ থেকে সাড়া না পাওয়ায় তা বাস্তবায়িত হয়নি। এবার নতুন করে উত্তরবঙ্গের ক্ষয়ক্ষতি মূল্যায়নের লক্ষ্যে বিধানসভা পর্যবেক্ষক দল পাঠানোর সম্ভাবনা জোরালো হচ্ছে।

আরও পড়ুন – জুবিন ভক্তদের হামলা কনভয়ে! আগুন পুলিশের গাড়িতে

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

সময়সীমা ২৬ নভেম্বর! বিশেষ নিবিড় সংশোধনীতে তৎপর নির্বাচন দফতর

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় রাজ্যের প্রতিটি ভোটারের এনিউমারেশন ফর্ম সংগ্রহ ও তার ডিজিটাইজেশনের কাজ ২৬ নভেম্বরের...

বৃদ্ধ বাবার খেয়াল রাখেন না যুবরাজও! মৃত্যুর অপেক্ষায় যোগরাজ

বর্তমানে বয়সকালে বৃদ্ধ মা-বাবাকে দেখভাল না করার অভিযোগ নতুন নয়, এই নিয়ে অনেক মামলা হয় হাইকোর্ট বা সুপ্রিম...

ঢাকা হাসিনাকে ফেরত চাইতেই বার্তা দিল নয়াদিল্লি

ফাঁসির সাজা ঘোষণার পরেই বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনাকে (Sheikh Hasina) ফেরানোর তোড়জোড় শুরু বাংলাদেশের কার্যনির্বাহী সরকারের। আর...

ছেলেমানুষি করছেন রাজ্যপাল! রাজভবনে খানাতল্লাশিকে ‘নাটক’ বলে তীব্র কটাক্ষ কল্যাণের

তাঁরই অভিযোগের প্রেক্ষিতে রাজভবনে ঘটা করে তল্লাশি অভিযান করালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Ananda Bose)। আর...
Exit mobile version