মঙ্গলবারই মুখ্য নির্বাচক অজিত আগরকরকে কড়া জবাব দিয়েছিলেন মহম্মদ শামি। এবার নির্বাচকদের নিশানা করলেন অজিঙ্ক রাহানে(Ajinkya Rahane)। জাতীয় দল থেকে পুরোপুরি অবসর নেননি। তাঁর যে ভারতের হয়ে আর খেলার সম্ভবনা আর নেই সেটাও বুঝতে পারছেন রাহানে। ভারতীয় তারকা ক্রিকেটারদের নিয়েও প্রশ্ন তুলেছেন।

চেতেশ্বর পূজারা ইউনিউব চ্যানেলে রাহানে বলেন, “আমি নির্বাচকদের নিয়ে, বিশেষ করে ঘরোয়া ক্রিকেটের নির্বাচকদের নিয়ে বলতে চাই, সম্প্রতি অবসর নেওয়া ক্রিকেটাদেরই দায়িত্ব দেওয়া হোক। যারা পাঁচ- সাত বছর আগে আন্তজার্তিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তাদের পক্ষে বর্তমান সময়ের হাল হকিকত সম্পর্কে জানা সম্ভব নয়।”

এর পাশাপাশি রাহানে বলেন, “যে ভাবে ক্রিকেট দ্রুত বদলাচ্ছে, তাতে নির্বাচকেরাও যেন তার সঙ্গে মানিয়ে নিতে পারে।ক্রিকেটারেরা নির্বাচকদের যেন ভয় না পায়।যদি বহুদিন আগে অবসর নেওয়া কোনও ক্রিকেটার নির্বাচক হতে চান, তাঁর যত ভালো রেকর্ডই থাক না কেন, তাঁকে সেই দায়িত্ব দেওয়া উচিত নয়।”

:শিল্ড ফাইনালের আগে শক্তিবৃদ্ধি ইস্টবেঙ্গল, অস্কারের হাতে বিকল্প বাড়ল

এখানেই থেমে না থেকে রাহানে আরও বলেন, “দুই তিন দশক আগে কীভাবে ক্রিকেট খেলা হত তার ভিত্তিতে বর্তমানে সিদ্ধান্ত নেওয়া যায় না। টি-২০ বা আইপিএলের মতো ফরম্যাটের যুগে আধুনিক ক্রিকেট প্লেয়ারদের মানসিকতা বুঝতে হবে। আমার মতে, নির্বাচকদের উচিত প্লেয়ারদের স্বাধীনতা দেওয়া, যাতে তারা ভয়ডরহীন ক্রিকেট খেলতে পারে।”

–

–

–

–



