Saturday, December 20, 2025

দিল্লিতে ‘সবুজ আতশবাজি’ পোড়ানোয় সবুজ সংকেত সুপ্রিম কোর্টের

Date:

Share post:

দিল্লিতে (Delhi) দিওয়ালিতে সময় এবার পোড়ানো যাবে সবুজ বাজি! বুধবার সুপ্রিম কোর্ট(Supreme Court) এক রায়ে জানিয়েছে নির্দিষ্ট সময়সীমার মধ্যে বাজি পোড়ানোতে আর নেই কোনও নিষেধাজ্ঞা। দিল্লিতে বাজি পোড়ানো নিয়ে একগুচ্ছ আবেদনের পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। দেওয়ালিতে যাতে বিধিবদ্ধভাবে কয়েক ঘণ্টা পরিবেশ বান্ধব বাজি পোড়ানো, বিক্রি ও উৎপাদনের অনুমতি দেওয়া হয়, সে ব্যাপারে বেশ কিছু আর্জি জমা পড়েছিল শীর্ষ আদালতে। বাচ্চাদের আনন্দের কথা মাথায় রেখে এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রন জানান, আগামী ১৮-২১ অক্টোবর পর্যন্ত নির্দিষ্ট সময়ের মধ্যে সবুজ বাজি পোড়ানো যাবে। রাত ৮টা-রাত ১০টা পর্যন্ত এবং সকালে ৬টা-৭টা পর্যন্ত পরিবেশ বান্ধব বাজি পোড়ানোর অনুমতি দেওয়া হয়েছে। আরও পড়ুন: দিল্লিতে দূষণের থাবা! রাজধানীর বাতাসের গুণগতমান নিয়ে চিন্তায় পরিবেশবিদরা

ক’দিন পরেই দেওয়ালি। কিন্তু দিল্লিতে শীত আসার আগেই বায়ুতে দূষণের মাত্রা ‘খারাপ’ ক্যাটাগরি ছাড়িয়েছে। চলতি বছরের জুলাইতে ‘দিল্লি পলিউশন কন্ট্রোল কমিটি’ দিল্লি ও NCR এলাকার মধ্যে সব ধরনের আতশবাজি তৈরি, মজুত, বিক্রি করা ও ফাটানো নিষেধাজ্ঞা জারি করে। এর চারমাস আগেই সুপ্রিম কোর্টও আতশবাজিতে নিষেধাজ্ঞা জারি করে। দিল্লি-এনসিআরে গ্রিন ক্র্যাকারেও জারি হয়েছিল নিষেধাজ্ঞা। কিন্তু এবার কচিকাঁচাদের কথা মাথায় রেখেই সবুজ বাজি পোড়ানোতে সবুজ সংকেত দিয়েছে শীর্ষ আদালত। পরিবেশ বান্ধব বাজি বিক্রি ও পোড়ানো যাবে কেবলমাত্র পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও সংশ্লিষ্ট সংস্থাগুলির অনুমোদন ও ছাড়পত্র মেলার পর। নির্দিষ্ট জায়গাতেই বাজি বিক্রি করতে হবে কিউআর কোডসহ। এইসবএর উপর নজর রাখার জন্য পুলিশকে একটি বিশেষ দল গঠনের নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ।

spot_img

Related articles

প্রধানমন্ত্রীর সভায় এসে ট্রেনের ধাক্কায় মৃত ৪: সামান্য উল্লেখ মোদির ভাসনে!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় লোক ভরাতে আশেপাশে সব জেলা থেকে লোক জোগাড় করতে হয়েছে বিজেপিকে। কারণ মতুয়া গড়...

হার্দিকের ছক্কায় আহত ক্যামেরাম্যান, চিত্রগ্রাহকের কাছে ছুটে গেলেন ক্রিকেটার নিজেই

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ (Ind vs SA T 20 series)৩-১ জিতেছে ভারত। শনিবার গুজরাটের আহমেদাবাদে...

চাকরির পরীক্ষা দেওয়ার ব্যবস্থার নেই বিজেপির ওড়িশায়! রানওয়েতে পরীক্ষার্থীরা

মাত্র ৮ হাজার পরীক্ষার্থীর জন্য পরীক্ষাকেন্দ্র জোগাড় করারও ক্ষমতা নেই মোহন মাঝি পরিচালিত ওড়িশার। ১৮৭টি চুক্তিভিত্তিক পোস্টের জন্য...

‘স্বর্গদর্শন’ করে ১১ মিনিট পর বেঁচে উঠলেন বৃদ্ধা! ভাইরাল ভিডিও ঘিরে তুমুল শোরগোল

মৃত্যুর পরে মানুষ কোথায় যায়—স্বর্গে না নরকে? এই প্রশ্নে যুগে যুগে মানুষের কৌতূহল যেমন বেড়েছে, তেমনই বেড়েছে তর্ক-বিতর্কও।...