আমরা অনেকেই ভাবি—মরার পর কে আমাদের দেখতে আসবে, কে কাঁদবে? সেই ভাবনা থেকেই জীবিত অবস্থাতেই বাঁশের দোলা চড়ে শ্মশানে রওনা দিলেন ৭৪ বছর বয়সী প্রাক্তন ভারতীয় বিমানবাহিনী অফিসার (Indian Air force officer) মোহনলাল। ঘটনাটি ঘটেছে বিহারের গয়ার কোনচি গ্রামে।

বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মোহনলালজিকে সম্মান জানাতে তাঁর ‘শেষ যাত্রা’য় বহু মানুষ যোগ দেন। “রাম নাম সত্য হ্যায়” ধ্বনির সঙ্গে বাজতে থাকে নানা দেশভক্তিরও গান, “চল উড় যা রে পঞ্ছি, অব দেশ হুয়া বেগানা”। আরও পড়ুন: গুজরাটে গোটা মন্ত্রিসভার ইস্তফা! রদবদল মোদির রাজ্যে

শ্মশানের কাছে জেতেই সবাই প্রায় আত্মারাম খাঁচাছাড়ার জোগাড়। আচমকাই উঠে বসেছে ‘শবদেহ’। অবশেষে নিজেই হেসে জানালেন তাঁর মৃত্যুতে কে কে আসবে তা দেখার জন্যই এই আয়োজন। মোহনলাল জি জানান, “একজন মানুষ মারা গেলে, কে কে তাঁর শেষকৃত্যে অংশ নিচ্ছে, তা তিনি জানতে পারেন না। আমি নিজে এই অভিজ্ঞতা নিতে চেয়েছিলাম এবং জানতে চেয়েছিলাম মানুষের মনে আমার জন্য কতটা সম্মান ও ভালোবাসা আছে।” তারপর নিজের-ই কুশপুতুল দাহ করে শেষকৃত্যের সমস্ত প্রথাগত নিয়ম পালন করেন। সবার জন্য খাওয়া-দাওয়ার আয়োজনও করেন তিনি। নেট দুনিয়ায় এই খবর ছড়াতেই বিভিন্ন রকম মন্তব্য। এ এক অভিনব ঘটনা। অনেকেরই মত মরে যাওয়ার পর কি হবে তা কে জানতে যাচ্ছে। কিন্তু তার এই প্রচেষ্টা নিশ্চয়ই নেট মহলে শোরগোল তুলেছে।

–

–

–

–

–

–

–


