মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল (Vupendra Pattel) ছাড়া গোটা মন্ত্রিসভাই ইস্তফা দিয়ে দিল মোদির (Narendra Modi) রাজ্যে। ইতিমধ্যেই গুজরাটে নতুন ক্যাবিনেট করে তৈরির করার কথা রয়েছে। তাই আগেই বড়সড় রদ বদল। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল সবার ইস্তফা গ্রহণ করেছেন। বৃহস্পতিবার রাজ্যপালের সঙ্গে দেখা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।

সূত্রের খবর অনুযায়ী, গেরুয়া শিবিরের শীর্ষ নেতারা গুজরাটের মন্ত্রিসভা ভেঙ্গে নতুন করে গড়ার সিদ্ধান্ত নিয়েছেন। যার জেরে মন্ত্রিদের এই গণইস্তফা। বর্তমানে রাজ্যে মন্ত্রীর সংখ্যা ১৬। সূত্রের খবর, এই সংখ্যা বাড়িয়ে ২৬ করা হবে। অর্থাৎ কিনা দশ জন নতুন মন্ত্রী পাবে মোদি-শাহর রাজ্য। এই মুহূর্তে গুজরাটে একজনই মন্ত্রী অবশিষ্ট রয়েছেন, তিনি হলেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতেই রাজ্যপাল আচার্য দেবব্রতর কাছে পদত্যাগপত্র জমা দেবেন তিনিও। শুক্রবার সকালে গান্ধীনগরের মহাত্মা মন্দিরে হবে শপথগ্রহণ অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। নতুন মন্ত্রিসভা তরুণ এবং প্রবীণ নেতাদের নিয়ে মিলিয়ে মিশিয়ে তৈরি হবে।

–

–

–

–

–

–

–



