Monday, November 17, 2025

তদন্তে অসহযোগিতার অভিযোগ, জাভেদ হাবিবের মুম্বইয়ের বাড়িতে নজরদারি

Date:

Share post:

বড়সড় সমস্যায় হেয়ার স্টাইলিস্ট জাভেদ হাবিব (Jawed Habib)। সূত্রের খবর, পুলিশ তাঁর দিল্লির ঠিকানাতে তাঁর খোঁজ না পেয়ে এবার তাঁর মুম্বইয়ের ঠিকানায় হানা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের মাধ্যমে মুনাফার প্রলোভন দেখিয়ে উত্তরপ্রদেশের সম্ভলে বহু মানুষের সঙ্গে প্রতারণা করেছেন তিনি। ক্রিপ্টোকারেন্সিতে প্রতারণার অভিযোগে জাভেদ এবং তাঁর পুত্র আনোস হাবিবের বিরুদ্ধে ‘সার্চ ওয়ারেন্ট’ জারি করা হয়েছে। বুধাবর দিল্লির নিউ ফ্রেন্ড্‌স কলোনি এলাকাতে জাভেদের বাড়িতে হানা দেয় সাব-ইন্সপেক্টর পবিত্র পারমারের নেতৃত্বে সম্ভল পুলিশের দল কিন্তু দিল্লির ওই বাড়িতে সেই সময়ে তিনি ছিলেন না। পুলিশ ফিরে আসার আগে প্রায় আধ ঘন্টা ধরে বাড়িটি তল্লাশি করে। তাঁর ভাই আমজাদ হাবিব সেখানে উপস্থিত ছিলেন এবং পুলিশকে জানান যে জাভেদ আর সেখানে থাকেন না।

সম্ভলের পুলিশ সুপার কৃষ্ণ বিশ্নোই এই ঘটনা প্রসঙ্গে বুধবার জানিয়েছেন বার বার বলার পরেও জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিচ্ছেন না জাভেদ। অভিযোগ প্রকাশ্যে আসার পর থেকেই তিনি পলাতক। পুলিশ সুপার জানিয়েছেন প্রাথমিকভাবে জাভেদকে তদন্তে সহযোগিতার জন্য অনুরোধ করা হয়েছে। এর পরেও তিনি সহযোগিতা না করলে তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে। জাভেদকে দিল্লির বাড়িতে পাওয়া যায়নি। তাই মুম্বইয়ের ঠিকানায় যাওয়া হবে। সেখান থেকে প্রয়োজনীয় নথিপত্র বাজেয়াপ্ত করা হবে। সেখানেও জাভেদকে না পাওয়া গেলে তাঁকে পুলিশি জেরার সম্মুখীন করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে। জাভেদ এবং তাঁর ছেলে আনস হাবিবের বিরুদ্ধে প্রায় ১৫০-র বেশি মানুষকে প্রতারণার অভিযোগ উঠেছে। আনুমানিক সাত কোটি টাকার প্রতারণা হয়েছে বলে অভিযোগ রয়েছে। পুলিশের খাতায় ৩৩টি অভিযোগপত্র জমা পড়েছে এখনও পর্যন্ত। সেই অভিযোগের ভিত্তিতে ৩৩টি এফআইআর রুজু করেছে পুলিশ।

spot_img

Related articles

সময়সীমা ২৬ নভেম্বর! বিশেষ নিবিড় সংশোধনীতে তৎপর নির্বাচন দফতর

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় রাজ্যের প্রতিটি ভোটারের এনিউমারেশন ফর্ম সংগ্রহ ও তার ডিজিটাইজেশনের কাজ ২৬ নভেম্বরের...

বৃদ্ধ বাবার খেয়াল রাখেন না যুবরাজও! মৃত্যুর অপেক্ষায় যোগরাজ

বর্তমানে বয়সকালে বৃদ্ধ মা-বাবাকে দেখভাল না করার অভিযোগ নতুন নয়, এই নিয়ে অনেক মামলা হয় হাইকোর্ট বা সুপ্রিম...

ঢাকা হাসিনাকে ফেরত চাইতেই বার্তা দিল নয়াদিল্লি

ফাঁসির সাজা ঘোষণার পরেই বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনাকে (Sheikh Hasina) ফেরানোর তোড়জোড় শুরু বাংলাদেশের কার্যনির্বাহী সরকারের। আর...

ছেলেমানুষি করছেন রাজ্যপাল! রাজভবনে খানাতল্লাশিকে ‘নাটক’ বলে তীব্র কটাক্ষ কল্যাণের

তাঁরই অভিযোগের প্রেক্ষিতে রাজভবনে ঘটা করে তল্লাশি অভিযান করালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Ananda Bose)। আর...