Monday, November 17, 2025

তদন্তে অসহযোগিতার অভিযোগ, জাভেদ হাবিবের মুম্বইয়ের বাড়িতে নজরদারি

Date:

বড়সড় সমস্যায় হেয়ার স্টাইলিস্ট জাভেদ হাবিব (Jawed Habib)। সূত্রের খবর, পুলিশ তাঁর দিল্লির ঠিকানাতে তাঁর খোঁজ না পেয়ে এবার তাঁর মুম্বইয়ের ঠিকানায় হানা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের মাধ্যমে মুনাফার প্রলোভন দেখিয়ে উত্তরপ্রদেশের সম্ভলে বহু মানুষের সঙ্গে প্রতারণা করেছেন তিনি। ক্রিপ্টোকারেন্সিতে প্রতারণার অভিযোগে জাভেদ এবং তাঁর পুত্র আনোস হাবিবের বিরুদ্ধে ‘সার্চ ওয়ারেন্ট’ জারি করা হয়েছে। বুধাবর দিল্লির নিউ ফ্রেন্ড্‌স কলোনি এলাকাতে জাভেদের বাড়িতে হানা দেয় সাব-ইন্সপেক্টর পবিত্র পারমারের নেতৃত্বে সম্ভল পুলিশের দল কিন্তু দিল্লির ওই বাড়িতে সেই সময়ে তিনি ছিলেন না। পুলিশ ফিরে আসার আগে প্রায় আধ ঘন্টা ধরে বাড়িটি তল্লাশি করে। তাঁর ভাই আমজাদ হাবিব সেখানে উপস্থিত ছিলেন এবং পুলিশকে জানান যে জাভেদ আর সেখানে থাকেন না।

সম্ভলের পুলিশ সুপার কৃষ্ণ বিশ্নোই এই ঘটনা প্রসঙ্গে বুধবার জানিয়েছেন বার বার বলার পরেও জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিচ্ছেন না জাভেদ। অভিযোগ প্রকাশ্যে আসার পর থেকেই তিনি পলাতক। পুলিশ সুপার জানিয়েছেন প্রাথমিকভাবে জাভেদকে তদন্তে সহযোগিতার জন্য অনুরোধ করা হয়েছে। এর পরেও তিনি সহযোগিতা না করলে তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে। জাভেদকে দিল্লির বাড়িতে পাওয়া যায়নি। তাই মুম্বইয়ের ঠিকানায় যাওয়া হবে। সেখান থেকে প্রয়োজনীয় নথিপত্র বাজেয়াপ্ত করা হবে। সেখানেও জাভেদকে না পাওয়া গেলে তাঁকে পুলিশি জেরার সম্মুখীন করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে। জাভেদ এবং তাঁর ছেলে আনস হাবিবের বিরুদ্ধে প্রায় ১৫০-র বেশি মানুষকে প্রতারণার অভিযোগ উঠেছে। আনুমানিক সাত কোটি টাকার প্রতারণা হয়েছে বলে অভিযোগ রয়েছে। পুলিশের খাতায় ৩৩টি অভিযোগপত্র জমা পড়েছে এখনও পর্যন্ত। সেই অভিযোগের ভিত্তিতে ৩৩টি এফআইআর রুজু করেছে পুলিশ।

Related articles

অভিষেকের অনুরোধে অনশন প্রত্যাহার, মঞ্চেই অসুস্থ মমতাবালা ঠাকুর ভর্তি হাসপাতালে

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) অনুরোধে রবিবার রাতেই SIR-এর প্রতিবাদে চলা অনশন প্রত্যাহারের কথা...

গণহত্যার নির্দেশ দিইনি: মৃত্যুদণ্ডের নির্দেশ রাজনৈতিক উদ্দেশ্যমূলক, বিবৃতি হাসিনার

জুলাই গণঅভ্যুত্থানে যে হত্যা হয়েছিল তার নির্দেশ তিনি দেননি, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আদালতের রায়ের পরে বিবৃতি পেশ প্রাক্তন...

ইরানের চ্যাম্পিয়নদের হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে যাত্রা শুরু লাল হলুদের মহিলা ব্রিগেডের

এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগে ইরানের ক্লাব বাম খাতুনের বিরুদ্ধে ৩-১ গোলে জয়ী ইস্টবেঙ্গল(East Bengal)। লাল-হলুদ ব্রিগেডের হয়ে গোল...

তলানিতে নারী নিরাপত্তা! দিল্লিতে স্টেশনের কাছে মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার

বিজেপিশাসিত রাজ্য। কেন্দ্রের অধীন আইনশৃঙ্খলা। আর সেখানে তলানিতে নারী নিরাপত্তা। উত্তর-পশ্চিম দিল্লির (Delhi) আদর্শ নগর রেলস্টেশনের কাছে উদ্ধার...
Exit mobile version