Sunday, November 16, 2025

বিজেপির ওডিশায় পুলিশে নিয়োগের পরীক্ষায় ৩০০ ‘চাকরি বিক্রি, মূল অভিযুক্ত পলাতক

Date:

Share post:

বিজেপির আরেক নাম দুর্নীতি ও অপশাসন! এবার ওড়িশায়(Odisha) পুলিশের সাব ইনস্পেক্টর (এসআই) পদে নিয়োগের পরীক্ষায় দুর্নীতি ঘিরে চাঞ্চল্য। ওড়িশা পুলিশের অপরাধদমন শাখা (ক্রাইম ব্রাঞ্চ)-র তদন্তে দেখা গিয়েছে ৩০০টি পদে নিয়োগের জন্য চাকরি বিক্রি করার চেষ্টা করা হয়েছিল।

নকল অ্যাডমিট কার্ড তৈরি করে পরীক্ষার্থীদের একাংশের পরীক্ষার জায়গা পাল্টানো হয়েছে বলে দেখা গিয়েছে। তদন্তকারীরা এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, অবৈধ উপায়ে চাকরি পাওয়ার জন্য পরীক্ষার্থীরা টাকা দিলেই ভুয়ো অ্যাডমিট কার্ড দেওয়া হত।

এখানেই শেষ নয়, নিজের সুবিধা মত এমন জায়গায় তাদের পরীক্ষার সেন্টার ফেলা হত, যেখানে পরীক্ষার্থীরা যথেচ্ছ কারচুপির করার সুযোগ পাবেন। ওড়িশা পুলিশের অপরাধদমন শাখা এটিকে  “সংগঠিত অপরাধী চক্র” ধরে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে।

ক্রাইম ব্রাঞ্চের (সিবি) বিবৃতিতে বলা হয়েছে , প্রাথমিক তদন্তে উঠে এসেছে,  একটি সংঘবদ্ধ অপরাধ চক্র আর্থিক লাভের জন্য অনৈতিক উপায় অবলম্বন করে পরীক্ষা প্রক্রিয়াকে ব্যাহত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তদন্তকারীদের নজরে ওড়িশার দু’টি বেসরকারি সংস্থা ‘সিলিকন’ এবং ‘পঞ্চসফ্ট’ রয়েছে। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এই দুর্নীতির সঙ্গে যুক্ত ১১৪ জন পরীক্ষার্থীকে যারা বাসে পরীক্ষা দিতে যাচ্ছিলেন। ১৮৬ জন পরীক্ষার্থী বেপাত্তা। ওড়িশার এই চাকরি দুর্নীতিতে শঙ্কর প্রুস্টি নামের এক ব্যক্তিকেই মূল অভিযুক্ত বলে মনে করা হচ্ছে।

গত ২৭ সেপ্টেম্বর দুর্নীতির বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই তিনি পলাতক। জানা যাচ্ছে, শঙ্কর নেপাল হয়ে দুবাই পালিয়ে গিয়েছেন। গ্রেফতারি এড়াতে শঙ্কর প্রুস্টি এবং তার ঘনিষ্ঠ সহযোগী মুনা মোহান্তি, আরও তিনজনের সাথে, ওড়িশা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছেন।

অন্যান্য আবেদনকারীদের মধ্যে রয়েছেন দীপ্তিময়ী সাহু, শ্রীকান্ত মহারাণা এবং সুকান্ত মহারাণা ওরফে রিঙ্কু। শঙ্কর প্রুস্টি এবং মুনা মোহান্তির বিরুদ্ধে এর আগে লুকআউট সার্কুলার জারি করা হয়েছিল, যার ফলে তাদের বিরুদ্ধে দেশ ছাড়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

:শুক্র পর্যন্ত বৃষ্টি নেই, শনিতে ফের হাওয়া বদলের ইঙ্গিত দক্ষিণবঙ্গে!

কিন্তু এখানেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে চাকরি দুর্নীতিতে মূল অভিযুক্ত কীভাবে দেশ ছেড়ে পালিয়ে গেলেন এত সহজে? লুকআউট সার্কুলার জারি হওয়ার পরেও কেউ কিভাবে দেশ ছেড়ে পালাতে পারে?হাইকোর্ট শীঘ্রই তাঁদের আগাম জামিনের আবেদনের শুনানি করবে বলে মনে করা হচ্ছে।

spot_img

Related articles

লালকেল্লার কাছে বিস্ফোরণস্থলে সেনা কার্তুজ উদ্ধার! উৎস নিয়ে বাড়ছে ধোঁয়াশা 

দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনায় (Car blast near Red fort) এবার এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। রবিবার...

বিহারে হঠাৎ বাড়ল ৩ লক্ষ ভোটার! কমিশনের তথ্যেই কারচুপি প্রমাণিত

বিহার নির্বাচনে বিজেপির অস্ত্র নির্বাচন কমিশন। বারবার নির্বাচনের আগে বিরোধী দলগুলি সেই অভিযোগেই সরব ছিল। বিহারে এসআইআর (Bihar...

বাংলাদেশের জেলে কাকদ্বীপের মৎস্যজীবীর রহস্যমৃত্যু, পরিকল্পনা করে খুন! অভিযোগ পরিবারের

'ভুলবশত' বাংলাদেশের আন্তর্জাতিক জলসীমা (Bangladesh water border) অতিক্রম করে প্রতিবেশী রাষ্ট্রে ঢুকে পড়েছিল কাকদ্বীপের মৎস্যজীবী। ৩২ বছরের বাবলু...

ফের মেট্রো বিভ্রাট, ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিক ব্যাহত পরিষেবা!

রবিবাসরীয় সকালেও মেট্রো ভোগান্তি (Metro Service Interrupted)। সিগন্যালিং রক্ষণাবেক্ষণের কাজের জেরে এদিন প্রথম মেট্রো থেকেই ব্যাহত হয় পরিষেবা।...