উত্তরবঙ্গকে ঢেলে সাজাতে লাগাতার উদ্যোগ নিয়ে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা দিয়েছিলেন উত্তরবঙ্গের পাহাড়কে মিনি সুইৎজারল্যান্ড করে তুলবেন। প্রাকৃতিক সৌন্দর্যঘেরা জায়গায় কখনও কটেজ, কখনও নতুন জায়গার নামকরণ করেছেন। এবার উত্তরবঙ্গ পরিদর্শন শেষে আরও এক নতুন লামাহাটার খোঁজ দিলেন।

মিরিক থেকে দার্জিলিং যাওয়ার পথে হঠাৎ গাড়ি থামিয়ে নেমে যান মুখ্যমন্ত্রী। অরূপ বিশ্বাস, উচ্চপদস্থ আধিকারিক, সিএস মনোজ পন্থ ও শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে নিয়ে নতুন জায়গা চিহ্নিত করেন। এটি সুখিয়াপোখরি থেকে পশুপতি যাওয়ার পথে পড়বে। একদিকে পাইনবন, অন্যদিকে চা-বাগান। চা-বাগানের মাঝেই মাথা উঁচু করে কাঞ্চনজঙ্ঘার ঘুমন্ত বুদ্ধ। সেই জায়গাটিকেই বেছে নিয়েছেন মুখ্যমন্ত্রী। নিজের মোবাইল থেকে তুলে রাখলেন অনেক ছবিও। মঙ্গলবার এলাকাটি দেখে আসার পর জেলাশাসককে যাবতীয় নির্দেশ দেওয়ার পর মুখ্যমন্ত্রী বলেন, ‘‘সুখিয়া থেকে মিরিক যাওয়ার পথে নতুন একটি পর্যটনক্ষেত্র হবে ঠিক লামাহাটার মতোই। আমি দেখে এসেছি। লোকে শুটিং করতে আসবে। নতুন পর্যটনক্ষেত্র এক বছরের মধ্যে হবে। এখানে থাকবে হোম স্টে।’’ কয়েক মাসের মধ্যেই উত্তরবঙ্গে গড়ে উঠবে আরও একটি নতুন জায়গা যা পর্যটকদের কাছে আরও একটি আকর্ষণকেন্দ্র হয়ে উঠবে।

আরও পড়ুন- পুরসভাগুলিতে চেয়ারম্যানদের রদবদলের তালিকা প্রকাশ শীঘ্রই

_

_

_

_

_

_

_
_