Tuesday, January 13, 2026

ভারতে যুব ফুটবলের উন্নয়নে জার্মানির ক্লাবের সঙ্গে চুক্তি শ্রাচি স্পোর্টসের

Date:

Share post:

ভারতে যুব ফুটবলের উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল শ্রাচি স্পোর্টস(Shrachi Sports )। সংস্থার ক্রীড়া উন্নয়ন শাখা অ্যাথলিড, জার্মান ক্লাব এফসি ইঙ্গোলস্ট্যাড ০৪-এর(FC Ingolstadt 04) সঙ্গে তিন বছরের চুক্তি সাক্ষরিত করল। জার্মানির প্রখ্যাত এই ক্লাবটি তাদের উন্নত মানের অ্যাকাডেমির জন্য বিখ্যাত। এই চুক্তির লক্ষ্য ভারতে অ্যাথলিড স্পোর্টস অ্যাকাডেমি প্রতিষ্ঠা করা।

মিউনিখে আনুষ্ঠানিকভাবে এই  চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রাচি স্পোর্টসের ম্যানেজিং ডিরেক্টর রাহুল টোডি, শ্রাচি স্পোর্টসের চেয়ারম্যান  তমাল ঘোষাল, এফসি ইঙ্গোলস্ট্যাড ০৪-এর সিইও ডিডি বেয়ার্সডর্ফার, এফসি ইঙ্গোলস্ট্যাড ০৪-এর ক্রীড়া পরিচালক ও যুব উন্নয়ন প্রধান ম্যানুয়েল বাউম এবং ইঙ্গোলস্ট্যাডের মেয়র ডঃ ডোরোথিয়া ডেনে।এই চুক্তির মাধ্যমে ভারতের যুব ফুটবলের উন্নয়নই করাই লক্ষ্য শ্রাচির।

অ্যাথলিড বর্ধমান, নয়াদিল্লি এবং কলকাতার সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলে আবাসিক অ্যাকাডেমি তৈরি করার পরিকল্পনা করেছে।  যা তরুণ ভারতীয় খেলোয়াড়দের জন্য কাঠামোগত প্রশিক্ষণ পরিবেশ প্রদান করতে সক্ষম হবে। প্রাথমিক লক্ষ্য হল জার্মান পদ্ধতি এবং মান ব্যবহার করে ভারতীয় ফুটবল প্রতিভা সনাক্ত করা এবং তাদের প্রশিক্ষিত করা পাশাপাশি  ফুটবলারদের বেঙ্গল সুপার লিগ এবং ভারত এবং বিদেশে উচ্চ-স্তরের লিগে খেলার জন্য তৈরি করা।

রাহুল টোডি এই চুক্তির বিষয়ে বলেন,  “এই চুক্তি  ভারতীয় ফুটবলের ভবিষ্যতের উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ । ইউরোপের অন্যতম শীর্ষস্থানীয় ফুটবল প্রতিভা বিকাশকারী এফসি ইঙ্গোলস্ট্যাড ক্লাবের সঙ্গে চুক্তি এই বিষয়ে আমাদের সহযোগিতা করবে।  আমরা ভারতীয় খেলোয়াড় এবং কোচদের বিশ্বমানের প্রশিক্ষণ প্রদান করার পরিকল্পনা নিয়েছি। ,যা তাদের জাতীয় এবং আন্তর্জাতিক মঞ্চে সাফল্য অর্জনে সহায়তা করবে।”

 

spot_img

Related articles

শুধু অবৈধরাই তালিকার বাইরে, কে নিশ্চিত করবে: SIR হয়রানিতে কমিশনে প্রশ্ন একতা মঞ্চের

ভোটার তালিকা নিবিড় সংশোধনী নতুন কিছু নয়। কিন্তু নির্বাচন কমিশন এবার এসআইআর নিয়ে যেসব পথ অবলম্বন করছে এবং...

মদনমোহন মন্দিরে পুজো দিয়ে কোচবিহারের কর্মসূচি শুরু অভিষেকের

কোচবিহারে মদনমোহন মন্দিরে (Madanmohan Mandir) পুজো দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। প্রতিবারই কোচবিহারে...

কামড়ালে ক্ষতিপূরণ দিতে হবে রাজ্যকে! পথকুকুর মামলায় সুপ্রিম হুঁশিয়ারি

পথকুকুর মামলায় রাজ্যের ভূমিকা নিয়ে কড়া মন্তব্য করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। মঙ্গলবার এই সংক্রান্ত এক মামলার শুনানিতে...

প্রতিশোধের লড়াই, বিজেপিকে বিসর্জন দেওয়ার লড়াই: ৯-০ করার ডাক কোচবিহারে দিয়ে হুঙ্কার অভিষেকের

কোচবিহারে বিগত কয়েকটি নির্বাচনে জিতেছে বিজেপি। এখনও ৯টি আসনের মধ্যে তিনটি আসনে তৃণমূল, ৬টিতে বিজেপি বিধায়ক রয়েছেন। ছাব্বিশের...