Sunday, November 16, 2025

সমস্যায় থাকা মোহনবাগানকে সমীহ, দ্বিতীয় ট্রফির স্বপ্নে বিভোর ইস্টবেঙ্গল

Date:

Share post:

মরশুমের দ্বিতীয় ট্রফির লক্ষ্যে শনিবার আইএফএ শিল্ড(IFA shiled)  ফাইনালে ডার্বিতে মাঠে নামছে ইস্টবেঙ্গল(East Bengal)। এর আগে কলকাতা লিগে জয় এসেছে এবার লক্ষ্য শিল্ড। শুক্রবার সকালে যুবভারতীর ট্রেনিং গ্রাউন্ডে ঘণ্টাখানেক অনুশীলনে ডার্বির মহড়া সেরে নেয় অস্কার ব্রুঁজোর দল।  ইস্টবেঙ্গলের প্রধান তাস হতে পারেন জাপানী স্ট্রাইকার হিরোশি।  বড় ম্যাচের আগে অনুশীলনে ফিটনেস ট্রেনিংয়ের পাশাপাশি পাসিং ফুটবলও  খেলিয়েছেন অস্কার।

বিগত কয়েক বছর ধরেই ডার্বিতে এক তরফা দাপট দেখিয়েছে মোহনবাগান, এবার কিন্তু মরশুমের শুরুতেই  ইস্টবেঙ্গল বুঝিয়ে দিয়েছে এবার খেলা কঠিন হবে। ডুরান্ড কাপের ডার্বিতে জয় পেয়েছে লাল হলুদ। এবার প্রতিপক্ষ দল মোহনবাগান দল মাঠের বাইরে সমস্যায় জেরবার। এই সুযোগটাই নিতে চাইছে ইস্টবেঙ্গল। যদিও প্রাক ম্যাচ সাংবাদিক সম্মলেনে এলেন না অস্কার ব্রুজো। পুরো দল তৈরি আছে বলেই জানালেন অস্কারের সহকারী বিনো জর্জ।

ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে বিনো জর্জ বলেন, এখানে ১১ বনাম ১১ খেলা হবে। আমাদের লক্ষ্য চ্যাম্পিয়নশিপ,  আমাদের বিশ্বাস ইস্টবেঙ্গল সেরা দল। তবে আমাদের প্রতিপক্ষ ভালো দল। আগামীকালের ম্যাচের আগে আমাদের কোনো চোট আঘাতের সমস্যা নেই। পুরো দল পাচ্ছি। আমাদের সব বিদেশি তৈরি আছেন। আমরা ফাইনালের জন্য সব রকম প্রস্তুতি রাখছি। পেনাল্টি অনুশীলন ও করে রাখছি।

অস্কার না আসা প্রসঙ্গে বিনো বলেন, আমাদের সকালে অনুশীলন  ছিল।  তারপর ম্যাচ সংক্রান্ত বিশেষ পরিকল্পনা আছে। তাই  অস্কার আসতে পারেনি।

ইস্টবেঙ্গল ক্লোজ ডোর অনুশীলনের সময়ে পাশের হায়াত রিজেন্সি হোটেল থেকে দেখা গেল এক অজ্ঞাত ব্যক্তিকে ভিডিও করতে। বলা ভালো, এই হোটেলে মোহনবাগানের একাধিক বিদেশি ফুটবলার ও কোচেরা থাকেন।বিনো বলে দিলেন, এটা স্পোর্টস ম্যান স্পিরিট এই বিরোধী ।

আরও পড়ুন:একদিনেই টেস্ট-টি টোয়োন্টির যুগলবন্দি!২২ গজে অবাক করা নতুন ফর্ম্যাট

বড় ম্যাচের রেফারি থেকে মোহনবাগান নিয়ে বিনো বলেন, ডার্বি একটা আবেগ এর নাম। আমাদের বিশ্বাস ভালো রেফারিং হবে। আইএএফ সেই ব্যবস্থা করবে। আমাদের ধারণা আগামী কালের ম্যাচ পুরো স্টেডিয়াম থাকবে। প্রতিপক্ষ দলে সেরা ফুটবলার আছে। তারা যে কোনোও সময় ম্যাচের রং বদলে দিতে পারে। দুর্বল জায়গা তাদের অভ্যন্তরীণ সমস্যা হচ্ছে। সেটা হয়ত প্রভাব ফেলবে আবার নাও পারে।

spot_img

Related articles

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...